E পৃষ্ঠা ৪
- English Word economy Bengali definition [ইক্নমি] (noun) (plural economies) (১) [Countable noun, Uncountable noun] অপব্যয় পরিহার; মিতব্যয়: economy class, সুলভশ্রেণী (বিশেষত বিমানে)। (২) [Uncountable noun] অর্থনীতি; অর্থ; দ্রব্য ও জনসম্পদের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা: political economy; domestic economy.
- English Word economy-class syndrome Bengali definition [ইকনামি-ক্লাস সিন্ড্রোউম্] (noun) দীর্ঘ ভ্রমণকালে বিমানের আসনে বসে থাকতে থাকতে রক্ত চলাচলে সমস্যা সৃষ্টি হওয়াই ইকোনমি ক্লাস সিনড্রোম। একই সমস্যা দেখা দেয় কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ বসে থাকলে। এটাকে ডিপ ভেইন সিনড্রোমও হয়: Sufferers of economy-class syndrome plan legal action against several airlines.
- English Word ecosexual Bengali definition [ঈকোসেক্শুআল্] (adjective) [Countable noun] (eco আর 'sexual' মিলে তৈরি, (Plural ecosexuals) পরিবেশগত বিষয়ে যার রয়েছে প্রবল আগ্রহ, যিনি বুনো লাইফস্টাইল করেন এমনকি গাছকেও তার রোমান্টিক লাইফ পার্টনার ভাবেন। ecosexuality [ঈকোসেকশুআলিটি] [noun] [Uncountable noun] প্রতিবেশবান্ধব সম্পর্কিত।
- English Word ecosystem Bengali definition [ঈকৌসিস্টাম্] (noun) গাছপালা; পশুপাখির সঙ্গে তাদের প্রাণহীন পরিপার্শ্বের পারস্পরিক ক্রিয়া।
- English Word ecstasy Bengali definition [একস্টাসি] (noun) (Plural ecstasies) [Uncountable noun, Countable noun] পরমানন্দ; আধ্যাত্মিক সিদ্ধিলাভের অনুভূতি: ecstasy of joy. ecstatic [ইকস্ট্যাটিক্] (adjective) পরমানন্দদায়ক। ecstatically [একস্টাসিলি] (adverb)
- English Word ectoplasm Bengali definition [একটাপ্ল্যাজাম্] [noun] [Uncountable noun] সাধনার উচ্চতম স্তরে (সমাধি) সাধকের দেহ থেকে নির্গত কল্পিত আধ্যাত্মিক বস্তু।
- English Word ecumenical Bengali definition [ঈকইউমেনিক্ল্] (adjective) (১) সমগ্র খ্রিস্টজগতের প্রতিনিধিত্বমূলক। (২) খ্রিস্টান-গির্জার ঐক্যসংক্রান্ত: the ecumenical movement.
- English Word eczema Bengali definition [এক্সিমা] [noun] [Uncountable noun] একজিমা; চুলকানিযুক্ত চর্মরোগ; বিখাউজ।
- English Word eddy Bengali definition [এডি] (noun) (plural eddies) পাক; আবর্ত; কুণ্ডলী; চক্র (ঘূর্ণিপাক, জলাবর্ত): eddy of dust. □ (verb intransitive) বৃত্তাকারে চলা।
- English Word Eden Bengali definition [ঈড্ন্] (noun) (বাইবেলি) নন্দনকানন; আদম-হাওয়া যে কাননে বাস করতেন; রমণীয় উদ্যান বা স্থান।
- English Word edge 1 Bengali definition [এজ্] (noun) (১) ছুরি, তলোয়ার অথবা যেকোনো অস্ত্রের ধারালো প্রান্ত: sharp edge. be on edge উত্তেজিত হওয়া। give somebody the edge of one’s tongue কঠোর ভাষায় তিরস্কার করা। have the edge on somebody (কথ্য) সুবিধাজনক অবস্থানে থাকা। set somebody’s teeth on edge (বিশেষত তীক্ষ্ণ শব্দ বা কটু স্বাদ সম্বন্ধে) কাউকে বিরক্ত করা। take the edge off something (ক্ষুধা ইত্যাদির) তীব্রতা কমানো। (২) প্রান্তসীমা: a house on the edge of a village. edgy [এজি] (adjective) ধারালো; খিটখিটে স্বভাবের।
- English Word edge 2 Bengali definition [এজ্] (verb transitive), (verb intransitive) (১) edge (with) সীমানা চিহ্নিত করা; সীমানা দেওয়া: to edge a table cloth with lace. (২) ধারানো; শান দেওয়া। (৩) ধীরে ধীরে কিনার ঘেঁষে চলা বা চালানো; পথ কেটে চলা।
- English Word edgeways, edgewise Bengali definition [এজওয়েইজ্, এজওয়াইজ্] (adverb) কিনার ঘেঁষে। not get a word in edgeways বাচালের সামনে কথা খুঁজে না-পাওয়া।
- English Word edging Bengali definition [এজিং] (noun) (পোশাকের) ঝালর। edging-shears (noun) উঠানের প্রান্তসীমার ঘাস কাটার যন্ত্র।
- English Word edible Bengali definition [এডিব্ল্] (adjective) ভোজ্য; বিষমুক্ত। □(noun) (সাধারণত plural) ভোজ্য পদার্থ। edibility [এডিবিলাটি] (noun) আহারযোগ্যতা।
- English Word edict Bengali definition [ঈডিক্ট্] (noun) ডিক্রি; অধ্যাদেশ।
- English Word edification Bengali definition [এডিফিকেইশ্ন্] [noun] [Uncountable noun] মানসিক অথবা নৈতিক উন্নতি।
- English Word edifice Bengali definition [এডিফিস্] [noun] [Countable noun] প্রাসাদ; অট্টালিকা; (লাক্ষণিক) স্বপ্নসৌধ।
- English Word edify Bengali definition [এডিফাই] (verb intransitive) (past tense, past participle edified) নৈতিক অথবা মানসিক উন্নতিসাধন করা।
- English Word edit Bengali definition [এডিট্] (verb transitive) (১) সম্পাদনা করা: edit Tagore’s writings. (২) চলচ্চিত্র সম্পাদনা করা। (৩) কম্পিউটারে প্রসেসিংয়ের জন্য ডাটা সাজানো।