E পৃষ্ঠা ৮
- English Word elder 2 Bengali definition [এল্ডা(র্)] (noun) সাদা ফুল এবং লাল ফলের গুচ্ছবিশিষ্ট ঝোপ অথবা ছোট গাছ। elderberry wine এলডার ফল থেকে তৈরি মদ।
- English Word elderly Bengali definition [এল্ডালি] (adjective) বয়োজ্যেষ্ঠ; প্রৌঢ়; প্রবীণ।
- English Word eldest Bengali definition [এল্ডিস্ট্] (adjective) জ্যেষ্ঠতম; প্রথমজাত।
- English Word elect 1 Bengali definition [ইলেক্ট্] (adjective) (১) (noun-এর পরে) নির্বাচিত, মনোনীত: the member elect (এখনো অফিসের কাজ শুরু হয়নি)। (২) the elect সর্বশ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত অথবা মনোনীত ব্যক্তিবৃন্দ।
- English Word elect 2 Bengali definition [ইলেক্ট্] (verb transitive) (১) elect (to) (ভোটের মাধ্যমে) নির্বাচিত করা। (২) পছন্দ করা; সিদ্ধান্ত নেওয়া: He had elected to become a lawyer.
- English Word election Bengali definition [ইলেক্শ্ন্] [noun] [Uncountable noun] নির্বাচন: manifesto; general election, সাধারণ নির্বাচন; দেশব্যাপী নির্বাচন। local election, স্থানীয় নির্বাচন (British/Britain councilors). by-election উপনির্বাচন। electioneering [ইলেকশানিআরিং] [noun] [Uncountable noun] নির্বাচনে প্রচার।
- English Word elective Bengali definition [ইলেক্টিভ] (adjective) (১) নির্বাচনের ক্ষমতাসম্পন্ন। (২) মনোনয়ন অথবা নির্বাচনের মাধ্যমে শূন্যপদে পূরণযোগ্য। (৩) [America(n)] ঐচ্ছিক: elective subjects. দ্রষ্টব্যoptional.
- English Word elector Bengali definition [ইলেকটা(র্)] (noun) ভোটার; নির্বাচক। electoral [ইলেক্টারাল্] (adjective) নির্বাচনসংক্রান্ত; নির্বাচকগণ দ্বারা গঠিত ভোটার তালিকা: electorate [ইল্যাক্টারাট্] (noun) নির্বাচকমণ্ডলী।
- English Word electric Bengali definition [ইলেক্ট্রিক্] (adjective) বৈদ্যুতিক: electric light.
- English Word electrical Bengali definition [ইলেক্ট্রিক্ল্] (adjective) (১) বিদ্যুৎসংক্রান্ত; তড়িৎসংক্রান্ত: electrical engineering. (২) (লাক্ষণিক) (সংবাদের ক্ষেত্রে) রোমাঞ্চকর। electrically [লেক্ট্রিক্লি] (adverb)
- English Word electrician Bengali definition [ইলেক্ট্রিশ্ন্] (noun) বিদ্যুৎমিস্ত্রি।
- English Word electricity Bengali definition [ইলেক্ট্রিসাটি] (noun) বিদ্যুৎ; বিদ্যুৎ সরবরাহ।
- English Word electrify Bengali definition [ইলেক্ট্রিফাই] (verb transitive) (১) বিদ্যুতায়িত করা। (২) (রেলওয়ে ইত্যাদিকে) বিদ্যুৎসরঞ্জামে সজ্জিত করা। (৩) (লাক্ষণিক) যেন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে এমনভাবে চমকে দেওয়া; সহসা উত্তেজিত করা। electrification [ইলেকট্রিফিকেইশ্ন্] (noun) বিদ্যুতায়ন।
- English Word electro- Bengali definition [ইলেক্ট্রো] (prefix) (যৌগশব্দে) বিদ্যুৎ-; বৈদ্যুতিক-; তড়িৎ-: electro cardiogram [ইলেক্ট্রোকা:ডিউগ্র্যাম] বৈদ্যুতিক কার্ডিওগ্রাম; হৃদযন্ত্রের চিকিৎসা-পদ্ধতিবিশেষ। electro cardio-graph [ইলেক্ট্রোকা:ডিওগ্রা:ফ্ America(n) ইলেক্ট্রোকা:ডিওগ্র্যাফ্] (noun) বৈদ্যুতিক কার্ডিওগ্রাফ; হৃদযন্ত্রের পেশিতে বিদ্যুৎক্রিয়া পরিমাপক যন্ত্র। electro chemistry (noun) বিদ্যুৎরসায়ন। electromagnet (noun) বিদ্যুৎ-চুম্বক; লোহার পাতে জড়ানো তারে বিদ্যুৎপ্রবাহের মাধ্যমে যখন পাতটিকে চুম্বকায়িত করা হয়। electro magnetic (adjective) বিদ্যুৎ-চুম্বকগুণসম্পন্ন। electroplate (verb transitive) বৈদ্যুতিক পদ্ধতিতে রুপার প্রলেপ লাগানো। □ [noun] [Uncountable noun] রুপার প্রলেপযুক্ত পদার্থ।
- English Word electrocute Bengali definition [ইলেক্ট্রাকইউট্] (verb transitive) বিদ্যুৎস্পৃষ্ট করে মারা। electrocution [ইলেকট্রাকিউশ্ন্] (noun) বিদ্যুৎস্পৃষ্টকরণ।
- English Word electrode Bengali definition [ইলেক্ট্রোড্] (noun) বিদ্যুদ্বাহ। দ্রষ্টব্যanode, cathode.
- English Word electrolysis Bengali definition [ইলেকট্রলাসিস্] [noun] [Uncountable noun] তড়িৎবিশ্লেষ; বিদ্যুৎপ্রবাহ দ্বারা কোনো পদার্থকে বিভিন্ন রাসায়নিক অংশে বিভক্তিকরণ।
- English Word electron Bengali definition [ইলেক্ট্রন্] [noun] [Countable noun] (পদার্থবিদ্যা) ইলেকট্রন; ঋণাত্মক বিদ্যুৎশক্তিসম্পন্ন পদার্থের পরমাণুকণা। electron microscope ইলেকট্রন-অণুবীক্ষণ যন্ত্র- এ যন্ত্রে দৃশ্যমান আলোর বদলে ইলেকট্রন ব্যবহৃত হয়। electronic [ইলেক্ট্রনিক্] (adjective) ইলেকট্রনসংক্রান্ত; ইলেকট্রনচালিত। electronic music ইলেকট্রনিক সংগীত; ইলেকট্রনিক যন্ত্রপাতির সহায়তায় প্রাকৃতিক অথবা কৃত্রিমধ্বনির নিপুণ ব্যবহার। electronic data processing ইলেকট্রনিক তথ্যবিন্যাস প্রক্রিয়া। electronics (noun) (with, singular verb) ইলেকট্রনবিদ্যা।
- English Word electronics Bengali definition [ইলেকট্রনিকস] (noun) ইলেকট্রনিক্স হচ্ছে তড়িৎপ্রকৌশলের এমন একটি শাখা যেখানে ভ্যাকিউম টিউব, গ্যাস অথবা অর্ধপরিবাহী যন্ত্রাংশের মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ, সীমাবদ্ধতা, ব্যবহারিক আচরণ ও প্রক্রিয়া আলোচিত হয়। electronic gadgets যে বৈদ্যুতিক যন্ত্রে কাজ সম্পাদনের জন্য ইলেকট্রনিক বর্তনী থাকে।
- English Word eleemosynary Bengali definition [এলীমসিনারি America(n) এলীমসিনেরি] (adjective) (আনুষ্ঠানিক) ভিক্ষাসংক্রান্ত; ভিক্ষাজীবী; দাতব্য।