গ পৃষ্ঠা ২৬
- Bengali Word গিরা ১, গেরো English definition [গিরা, গেরো] (বিশেষ্য) ১ গিঁট; গ্রন্থি; বাঁধন (আঁচলে গিরা দেওয়া)। ২ অস্থিসন্ধি (পায়ের গিরা)। ৩ বাধা (মধ্যে আছে জলীর বিল কিইবা তাহে গেরো-(জসীমউদ্দীন))। {(ফারসি) গিরাহ্ }
- Bengali Word গিরা ২, গিরে English definition [গিরা, গিরে] (বিশেষ্য) মাপবিশেষ; বস্ত্রাদি মাপার এক প্রকার পরিমাণ; এক গজের ষোলো ভাগের এক ভাগ; সোয়া দুই ইঞ্চি পরিমাণ। {(ফারসি) গিরাহ্ }
- Bengali Word গিরি English definition [গিরি] (বিশেষ্য) ১ পর্বত; পাহাড়। ২ হিন্দুদের দশনামী-সম্প্রদায়ের সন্ন্যাসী বা তান্ত্রিকবিশেষ। গিরিকন্দর, গিরি গহ্বর, গিরি গুহা (বিশেষ্য) পর্বত-গুহা। গিরি কুমারী, গিরিজা, গিরি নন্দিনী (বিশেষ্য) (হিন্দু পুরাণোক্ত) দুর্গা; উমা; পার্বতী; গৌরী। গিরি জায়া, গিরি রানী (বিশেষ্য) হিন্দু পুরাণমতে হিমালয়পত্নী ও উমার মাতা মেনকা। গিরিতল ( বিশেষ্য) ১ পর্বতের নিম্নদেশ; পাহাড়ের নিচু অংশ। ২ পর্বতপৃষ্ঠ; শৈলপৃষ্ঠ। গিরি তরঙ্গিণী, গিরিনদী (বিশেষ্য) পার্বত্য নদী। গিরিদরী (বিশেষ্য) পর্বতগুহা। গিরি দুর্গ (বিশেষ্য) ১ পাহাড়ের উপরে নির্মিত দুর্গ। ২ পর্বতরূপ দুর্গ। গিরি পথ (বিশেষ্য) পর্বতের মধ্যবর্তী পথ। গিরিবর (বিশেষ্য) ১ শ্রেষ্ঠ পর্বত। ২ হিমালয়। ৩ পুরাণোক্ত গৌরীর পিতা হিমালয়। গিরিবর্ত্ম (বিশেষ্য) পর্বতমধ্যস্থ পথ; pass। গিরি মল্লিকা (বিশেষ্য) কুড়চি গাছ; কুড়চি ফুল। গিরি মাটি, গিরি মাটী (অপ্র.) (বিশেষ্য) ১ গৈরিক (গিরি মাটির রং)। ২ গৈরিক রঙের মাটি; ক্ষারযুক্ত মাটিবিশেষ (গিরিমাটী ঘসিয়া চুলগুলির তৈলাক্ত ভাব দূর করিয়া ....-ইসমাইল হোসেন শিরাজী)। গিরিরাজ (বিশেষ্য) হিমালয়। গিরিশৃঙ্গ (বিশেষ্য) পর্বতশিখর; শৈলচূড়া। গিরি সংকট, গিরি সঙ্কট (বিশেষ্য ) পর্বতশ্রেণির মধ্যবর্তী পথরূপে ব্যবহৃত অল্পপরিসর নিম্নভূমি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √গৃ + ই (কি)}
- Bengali Word গিরিকা English definition [গিরিকা] (বিশেষ্য) বালুমূষিক; নেংটি ইঁদুর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গিরি+ক+আ}
- Bengali Word গিরিগিটি English definition ⇒ গিরগিটি
- Bengali Word গিরিফতার English definition ⇒ গ্রেপ্তার
- Bengali Word গিরিম্বাড়ি English definition [গিরিম্বাড়ি] (বিশেষ্য) লম্ফঝম্প; হামবড়াই; আস্ফলন (না হয় দুটো ঘুড়িই কেটে দিস বাপু; তার জন্যে এত কি গিরিম্বাড়ি -সুকুমার রায়)। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word গিরিশ English definition [গিরিশ্] (বিশেষ্য) গিরিতে শয়নকারী; হিন্দুদেবতা শিব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গিরি+√শী+অ}
- Bengali Word গিরীন্দ্র English definition [গিরিন্দ্রো] (বিশেষ্য) সর্বশ্রেষ্ঠ পর্বত; পর্বতরাজ; হিমালয় পর্বত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গিরি+ইন্দ্র>; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গিরীশ English definition [গিরিশ্] (বিশেষ্য) ১ পর্বতশ্রেষ্ঠ; পর্বতরাজ; হিমালয় পর্বত। ২ হিন্দু দেবতা শিব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গিরি+ঈশ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word গিরীষি English definition [গিরিশি] (বিশেষ্য) গ্রীষ্মকাল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রীষ্ম>}
- Bengali Word গিরুবাজ English definition ⇒ গেরবাজ
- Bengali Word গিরে English definition ⇒ গিরা২
- Bengali Word গির্জা English definition [গির্জা] (বিশেষ্য) খ্রিস্টান সম্প্রদায়ের উপাসনালয়। {(পর্তুগিজ) igreja}
- Bengali Word গির্দ English definition ⇒ গেরদ
- Bengali Word গির্দা English definition ⇒ গিরদা
- Bengali Word গির্ধড় English definition ⇒ গিধড়
- Bengali Word গিলটি ১, গিল্টি ১ English definition [গিল্টি] (বিশেষ্য) ধাতুর প্রলেপ; সোনা বা রুপার মিহি লেপ। □ (বিশেষণ) নকল; কৃত্রিম (গিলটি-করা গহনা; কি করেন, একটু গিলটি হাসি হাসিয়া-মীর মশাররফ হোসেন)। গিলটি করা (বিশেষণ) অলংকৃত; পাত-মোড়া (সোনালী গিল্টি করা মার্বেল-মোড়া বৈদ্যুতিক আলোকে ঝকমক হোটেলের ....-অবনীন্দ্রনাথ ঠাকুর)। গিলটি সোনা (বিশেষ্য) কৃত্রিম সোনা (চার দিকে মা প্রবঞ্চনা ভালোবাসার গিল্টি সোনা -(কাজী নজরুল ইসলাম))। {(ইংরেজি) gilt}
- Bengali Word গিলটি ২, গিল্টি ২ English definition [গিল্টি] (বিশেষ্য) ১ গ্রন্থি-স্ফীতি। ২ ফোড়ায় পুঁজ বসিয়া কঠিনতাপ্রাপ্ত স্থান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) গ্রন্থি>}
- Bengali Word গিলটি ৩, গিল্টি ৩ English definition [গিল্টি] (বিশেষ্য) অপরাধী; দোষী (ঠকচাচা ও বাহুল্য গিল্টি কি নাটগিল্টি- প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) guilty}