জ পৃষ্ঠা ১৯
- Bengali Word জাফরান English definition [জাফ্রান্] (বিশেষ্য) পুস্পবিশেষের কেশর; কুঙ্কুম; saffron (সেদিন জাফরানের ফুলে যেন খুন-খুশরোজ-কাজী নজরুল ইসলাম)। জাফরানি (বিশেষণ) পীত; হলুদ; হলদে (জাফরানী রঙ ওড়না ওড়ায়ে-সৈয়দ আলাওল)। {(আরবি) জাফরান}
- Bengali Word জাফরি English definition [জাফ্রি] (বিশেষ্য) বাঁশের বাখারি বা চটা ইত্যাদি দিয়ে বোনা চৌকোনা ছিদ্রযুক্ত বেড়া বা ঝাঁপ (উঠানটা বাঁশের জাফরি দিয়া ঘেরা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। {(আরবি) জাফরী}
- Bengali Word জাব, জাবনা English definition [জাব্, জাব্না] (বিশেষ্য) কুচানো খড়ের সঙ্গে ভুসি খৈল পানি প্রভৃতি মিশ্রিত গরু-মহিষাদির খাদ্য (দুম্বা ভেড়ার জাবনা-তলায় এসে ঠেকেছে-সৈয়দ মুজতবা আলী)। জাবমাখা (ক্রিয়া) নানা জিনিস একত্রে মিশ্রিত করা। {(তৎসম বা সংস্কৃত) যবস্>জাব}
- Bengali Word জাবদা, জাবেদা, জাব্দা, জাবিতা English definition [জাব্দা, জাবেদা, জাব্দা, জাবিতা] (বিশেষণ) আইন; বিধান; law (জাবদা আপীল, জাব্দা জুজুর ভয় করো না-সত্যেন্দ্রনাথ দত্ত)। ¨ (বিশেষ্য) দৈনিক হিসাবের পাকা খাতা (খেরো মোড়া দড়ি বাঁধা জাব্দা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। জাবদা আপিল, জাবদা আপীল (বিশেষ্য) আইনসম্মত পুনবির্চারের আবেদন; রীতিমত আপিল। জাবদা খাতা (বিশেষ্য) যে মোটা খাতায় দৈনিক হিসাব লেখা হয়। জাবদানকল (বিশেষ্য) যথারীতি অর্থ্যাৎ আদালতের স্বাক্ষর বা মোহরযুক্ত নকল; certified copy । {(আরবি) দাবিত্বাহ}
- Bengali Word জাবনা English definition ⇒ জাব
- Bengali Word জাবর, জাওর English definition [জাবোর্, জায়োর্] (বিশেষ্য) গো-মহিষ ছাগাদির গিলিত খাদ্য মুখে এনে পুনরায় চর্বণ; চর্বিতচর্বণ (চেয়েছি গোলামী, জাবর কেটেছি গোলামখানায় বসি-কাজী নজরুল ইসলাম)। জাবরকাটা (ক্রিয়া) ১ রোমন্থন করা; চর্বিতচর্বণ করা (তাঁর ত সভ্য হওয়া নয়, জাবরকাটা-দীনবন্ধু মিত্র; এখন ধবলীও যে জাবর কাটছে-জসীমউদ্দীন)। ২ একই বিষয়ের বা বক্তব্যের পুনঃপুন উত্থাপন বা আলোচনা করা। {(তৎসম বা সংস্কৃত) যবস্>জাব>}
- Bengali Word জাবালি English definition [জাবালি] (বিশেষ্য) জবালা নামক বিখ্যাত মুনির পুত্র। {(তৎসম বা সংস্কৃত) জবাল+ই(ইঞ্)}
- Bengali Word জাবড় English definition ⇒ জাবড়া
- Bengali Word জাবড়া, জাবড় English definition [জাব্ড়া, জাবোড়্] (বিশেষণ) ১ জাবের মতো ভেজা; অত্যন্ত সিক্ত (যতেক কাপড় ঘৃত তৈল দিয়া তাহা করিল জাবড়-কৃত্তিবাস ওঝা)। ২ এলোমেলো; অগোছালো; শ্রীহীন। ৩ জবড়জং; অত্যন্ত স্থূল। জাবড়ানো (ক্রিয়া) ১ পানিতে ডুবানো; চুবানো (পানিতে শরীর জাবড়ানো)। ২ এলোমেলোভাবে কাজ করা। ৩ থেবড়ানো। ৪ জাপটানো; জড়িয়ে ধরা। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) যবস্>}
- Bengali Word জাম ১ English definition [জাম্] (বিশেষ্য) পেয়ালা; পাত্র (রোম-সম্রাট শরাবের জাম হাতে থর থর কাঁপে-কাজী নজরুল ইসলাম)। জামবাটি (বিশেষ্য) কাঁসার তৈরি বড় পেয়ালা বা খোরা (জামবাটি সাইজ অ্যাশট্রে-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) জাম্}
- Bengali Word জাম ২ English definition [জাম্] (বিশেষ্য) ১ ঘোর বেগুনি রঙের ফল; কালোজাম। ২ মিঠাইবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) জন্বু>}
- Bengali Word জাম ৩ English definition [জাম্] (বিশেষ্য) মরিচা; জং (আজ হৃদয়ের জামধরা যত কবাট ভাঙিয়া দাও-কাজী নজরুল ইসলাম)। জামধরা (বিশেষণ) মরিচা-ধরা; জং-ধরা (নোংরা জামধরা কেরোসিনের টিন-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) জন্গ্}
- Bengali Word জাম ৪ English definition [জাম্] (বিশেষণ) ১ চাপবাঁধা; আঁট (জাম হয়ে আছে জানলা শত টানাটানি ঠেলাঠেলিতেও ওঠে না-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ গাদাগাদি; ঠাসাঠাসি (সভাগৃহ জাম)। {ই . Jam}।
- Bengali Word জামদগ্নেয়, জামদগ্ন্য English definition [জামোদ্গনেয়ো, জামোদ্গ্নো] (বিশেষ্য) (হিন্দু পুরাণের) জমদগ্নি মুনির পুত্র পরশুরাম। {(তৎসম বা সংস্কৃত) জমদগ্নি+এয় (ঢক্), য(ষ্যঞ্)}
- Bengali Word জামদানি, জামদানী English definition [জাম্দানি] (বিশেষ্য) ১ তাঁতের ফুলতোলা মিহি কাপড়বিশেষ। ২ নকশাতোলা ধাতুপাত্র। ¨ (বিশেষণ) নকশাতোলা; ফুলকাটা। {(আরবি) জাম্দানী}
- Bengali Word জামধর English definition [জাম্ধর] (বিশেষণ) সাঁড়াশিজাতীয় প্রাচীন অস্ত্রবিশেষ (সুপারি কাটার জাঁতির মত জামধর মোগল ছবিতে দেখেছিলুম-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) জাম+দার}
- Bengali Word জামরুদ English definition [জাম্রুদ] (বিশেষ্য) ১ উজ্জ্বল সবুজ রঙের মূল্যবান পাথরবিশেষ; emerald (আজি আলমাস, গওহর লুটে আনি জামরুদ লাল-ফররুখ আহমদ)। ২ খাইবার পাসের নিকটস্থ দুর্গবিশেষ। {(আরবি) জমরুদ}
- Bengali Word জামরুল English definition [জাম্রুল] (বিশেষ্য) এক প্রকার সাদা ছোট ফল ও তার গাছ। {(তৎসম বা সংস্কৃত) জন্বু>}
- Bengali Word জামা English definition [জামা] (বিশেষ্য) সেলাইযুক্ত অঙ্গাবরণ বা পরিচ্ছদ; পিরহান; কোট কামিজ ব্লাউজ ইত্যাদির ঊর্ধাঙ্গে পরিধেয় সেলাই করা বস্ত্র। জামাজোড়া (বিশেষ্য) ১ জামা ও তার উপর শালের জোড়া। ২ জাঁকজমকপূর্ণ অথবা কেতাদুরস্ত পোশাক। ৩ একপ্রস্থ পোশাক। {(ফারসি) জামাহ্}
- Bengali Word জামাই English definition [জামাই্] (বিশেষ্য) কন্যা বা কন্যাস্থানীয়া মেয়ের স্বামী; জামাতা। জামাই-আদর (বিশেষ্য) ১ উৎকৃষ্ট ও প্রচুর ভোজ্যাদি দ্বারা সমাদর। ২ জামাইয়ের মতো বিশেষ আদর। জামাইবরণ (বিশেষ্য) বিবাহকালীন আচারবিশেষ। জামাইষষ্ঠী (বিশেষ্য) হিন্দুসমাজে প্রচলিত জৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে জামাইকে নিমন্ত্রণ ও উপঢৌকন প্রদানের অনুষ্ঠান। ঘর জামাই (বিশেষ্য) যে জামাই স্থায়ীভাবে শ্বশুর বাড়িতে বসবাস করে। {(তৎসম বা সংস্কৃত) জামাতা>}