জ পৃষ্ঠা ২১
- Bengali Word জারজ English definition [জারোজ্] (বিশেষ্য), (বিশেষণ) উপপতি দ্বারা উৎপন্ন সন্তান; জারজাত; বেজন্মা। জারজা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জার+জন্+অ(ড)}
- Bengali Word জারজার English definition ⇒ জারেজার
- Bengali Word জারণ English definition [জারোন্] (বিশেষ্য) ১ পরিপাককরণ; হজমকরণ। ২ ধাতুশোধন; জারিতকরণ; reducing metal (লৌহজারণ)। জারণী (স্ত্রীলিঙ্গ)। জারিত বিণ। {(তৎসম বা সংস্কৃত) √জারি +অন(ল্যুট্)}
- Bengali Word জারব ((মধ্যযুগীয় বাংলা), (ব্রজবুলি)) English definition [জারব] (ক্রিয়া) জীর্ণ হয় বা হবে; শুষ্ক হয়; শুকায় (হিমকর-কিরণ নলিনী যদি জারব-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √জারি>}
- Bengali Word জারল English definition [জারল] (বিশেষণ) ১ জলন্ত (গোখরো সাপের বিষ কাড়িয়া জারল বিষের বেসাত দিল-জসীমউদ্দীন)। ২ দগ্ধ। □ (ক্রিয়া) ((মধ্যযুগীয় বাংলা), (ব্রজবুলি)) দগ্ধ করলো বা জরজর করলো। {(তৎসম বা সংস্কৃত) √জারি>}
- Bengali Word জারা ১ English definition ⇒ জেরা৩
- Bengali Word জারা ২ English definition [জারা] (ক্রিয়া) ১ জীর্ণ করা; লৌহাদি ধাতু ভস্ম করা। ২ জারানো। □ (বিশেষ্য) জীর্ণ বা জারিতকরণ; জারিত দ্রব্য (রোপ্য জারা)। □ (বিশেষণ) জারিত বা শোধিত। জাড়ানো (ক্রিয়া) ১ জীর্ণ করা; জারিত বা শোধন করানো। □ (বিশেষণ) ১ জারিত (জড়ানো আমের চাকলাগুলি)। ২ শোধিত। □ (বিশেষ্য) জীর্ণ বা শোধিতকরণ। {(তৎসম বা সংস্কৃত) √জৃ>(প্রাকৃত) √জর্+>জার+(বাংলা) আ}
- Bengali Word জারি ১, জারী ১ English definition [জারি] (বিশেষ্য) ১ প্রচলন; কার্যকর; প্রয়োগ; (নতুন আইন জারি)। ২ প্রচার; রাষ্ট্র; জাহির (তিনি যতই জারি করেন, লেখাপড়ায় কিন্তু তত দখল নাই; এক ফরমান জারি করিল-মাওলানা মুস্তাফিজুর রহমান)। ৩ দম্ভ; দর্প; বড়াই (কিসের জারি করিয়া বেড়ায় সে?)। □ (বিশেষণ) প্রবর্তিত; প্রচলিত; কার্যকর (মনুর শাস্ত্র শুধরে দিয়ে নতুন বিধি করব জারি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) জারী}
- Bengali Word জারি ২, জারী ২ English definition [জারি] (বিশেষ্য) ১ দুঃখ, কান্না, শোক ইত্যাদি। ২ কারবালার শোকাবহ ঘটনামূলক গাথা। ৩ শোকগীতি। জারিগান (বিশেষ্য) মুসলমানদের ধর্মীয় কাহিনীনির্ভর গানবিশেষ; শোকগাথামূলক গান। {(ফারসি) জারি, (তুলনীয়) আহাজারি}
- Bengali Word জারিজুরি, জারিজোরি English definition [জারিজুরি, জারিজোরি] (বিশেষ্য) ১ বাহাদুরি; বড়াই; জাঁক (অপুর যত জারিজুরি তাহার মায়ের কাছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। ২ কলাকৌশল; ওস্তাদি; কারিগরি (তার সকল প্রকার জারিজুরিই ব্যর্থতায় পরিণত হইবে-মাওলানা মুস্তাফিজুর রহমান)। ৩ প্রতাপ; প্রভাব। {(আরবি) জারি+(বাংলা) জোর+ই}
- Bengali Word জারিত English definition [জারিতো] (বিশেষণ) ১ জীর্ণ; শোধিত; ভস্মীকৃত (জারিত লোহা)। ২ জারিত হয়েছে এমন দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত) √জৃ +ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word জারী English definition ⇒ জারি১
- Bengali Word জারুল, জাড়ুল English definition [জারুল্, জাডুল] (বিশেষ্য) এক প্রকার গাছ ও তার কাঠ। { √জার্ +উল}
- Bengali Word জারেজার, জারজার English definition [জারেজার্, জার্জার] (ক্রিয়াবিশেষণ) দরবিগলিত ধারায়; ঝুরে ঝুরে; একান্ত কাতরে; বিলাপে;খেদে (কান্দে জারজার)। □ (বিশেষণ) জরজর বা জীর্ণ; একান্ত কাতর (কান্দিতে লাগিল দুহে হয়া জারেজার-হেয়াত মাহমুদ)। {(ফারসি) জ্বার জ্বার}
- Bengali Word জার্নাল, জার্ন্যাল English definition [জার্নাল্, জার্ন্যাল] (বিশেষ্য) ১ দৈনিক পত্রিকা; সাময়িক পত্র। ২ দৈনিক আয়-ব্যয়ের হিসাবের খাতা। ৩ দিনপঞ্জি; দিনের ঘটনাপঞ্জি (জার্নালের পাতায় যেখানে প্রাত্যহিক ঐকতানে লিপিবদ্ধ-সৈয়দ শামসুল হক; জার্ন্যাল কাব্য হয় কি-না কিংবা কাব্য জার্ন্যাল হতে পারে কি-না এ নিয়ে তর্ক চলতে পারে-আহমদ শরীফ)। {(ইংরেজি) Journal}
- Bengali Word জার্নি English definition [জার্নি] (বিশেষ্য) ভ্রমণ (দু’দিন দু’রাতের জার্নি বিশেষ কিছুই না-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) Journey}
- Bengali Word জাল ১ English definition [জাল্] (বিশেষ্য) ফাঁক ফাঁক করে বোনা সুতা দড়ি বা তারের ফাঁদবিশেষ (জাল ফেলে জেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ফাঁদ (জার বিস্তার)। ৩ ফ্যাসাদ; হাঙ্গামা; ঝঞ্ঝাট; ঝামেলা (জালে জড়ানো)। ৪ সূক্ষ্ম আবরণ (জাল-গেরা জানালা)। ৫ সমূহ; রাশি (চিকুরজাল)। ৬ মন্দশক্তি বা কুপ্রভাব (কুহকজাল)। ৭ বন্ধন; পাশ (মায়াজাল)। ৮ চুল বাঁধবার উপকরণবিশেষ (খোঁপার জাল)। জালকাঠি, জালগাঁঠি (বিশেষ্য) জারকে ভারী করার জন্য প্রান্তভাগে যে লোহার বা সিসার সচ্ছিদ্র কাঠি ঝুলানো হয়। জালগুটানো (ক্রিয়া) ১ কাজ শেষ করে কর্মক্ষেত্র ত্যাগ করা। ২ জালে যা ধরা পড়েছে সুতা টেনে তা গুটানো। জালজীবী (বিশেষ্য) জেলে; ধীবর। জালছেড়া, জালছেড়াঁ (ক্রিয়াবিশেষণ) বিপদ থেকে উদ্ধার পাওয়া। জালপাদ (বিশেষণ) লিপ্তপাদ; web-footed। ২ হাঁস জাতীয় পাখি অথবা পশু যাদের পায়ের আঙ্গুল পাতলা চামড়া দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত। জালবন্ধ (বিশেষণ) জাল দ্বারা বন্ধ; জালের ন্যায় পাতলা বুনটবিশিষ্ট কাপড় দ্বারা আবৃত (সর্দারজীদের জালবন্ধ দাড়ির হরেক রকম বাহার-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) √জল্+অ(অচ্)}
- Bengali Word জাল ২ English definition [জাল্] বিন ১ কৃত্রিম; মেকি; মিথ্যা (জালটাকা!)। ২ ছদ্মবেশী; কপট; নকল (জাল দরবেশ)। □ (বিশেষ্য) ঠকাবার জন্য অনুকরণ। জালকরা (ক্রিয়া) ১ প্রতারণার জন্য নকল করা (দলিল জাল করা)। ২ কৃত্রিম জিনিস তৈরি করা। জালবাজ (বিশেষণ) কপটতায় পটু বা ছলময়; জালিয়াত; জুয়াচোর (সকলেই মিথ্যাবাদী ও জালবাজ-কালীপ্রসন্ন সিংহ)। জালসাজ, জালসাজা (বিশেষ্য), (বিশেষণ) জালিয়াত; জালকারক; forger (আপনি আমাদের চোর বলেছেন, জালসাজা বলেছেন-দীনবন্ধু মিত্র)। জালসাজি, জালসাজী (বিশেষ্য) জালিয়াতি, প্রবঞ্চনা; forgery (খুড়ুর জালসাজী ধরিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(আরবি) জাল}
- Bengali Word জাল ৩ English definition ⇒ জা১
- Bengali Word জালক English definition [জালোক্] (বিশেষ্য) ১ ফুলের কুঁড়ি; কোরক। ২ জালি। ৩ পাখির উপদ্রব থেকে ফল তরকারি ইত্যাদি রক্ষা করার জন্য ব্যবহৃত জাল। ৪ ফল পাড়ার জন্য আঁকশির অগ্রভাগে ব্যবহৃত জালবিশেষ। ৫ গবাক্ষ। ৬ মোচা। ৭ কুলায়; নীড়। ৮ দম্ভ। ৯ ভূষণবিশেষ। ১০ ছোট লাউ; জালি লাউ। □ (বিশেষণ) জালকারক । {(তৎসম বা সংস্কৃত) জাল+ক(কন্)}