জ পৃষ্ঠা ২০
- Bengali Word জামাত English definition ⇒ জামায়েত
- Bengali Word জামাত উলা English definition [জামাত্উলা] (বিশেষ্য) ১ মাদ্রাসার সর্বোচ্চ শ্রেণি; ঐ পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তি। ২ প্রথম শ্রেণি; সর্বোচ্চ শ্রেণি। {(আরবি) জমা’আতে ঊলা}
- Bengali Word জামাতা English definition [জামাতা] (বিশেষ্য) ১ জামাই; কন্যার স্বামী (নির্চ্চএ তার দুহিতার জামাতা মরএ-সৈয়দ সুলতান)। ২ পতি। জামাতৃগৃহ (বিশেষ্য) জামাতার আবাস বা ঘর। {(তৎসম বা সংস্কৃত) জায়া+√মা (গ্রহণ করা অর্থে)+তৃ (তৃচ্)=কন্যার পাণি গ্রহণকারী}
- Bengali Word জামানত, জমানত English definition [জামানত্, জমানত] (বিশেষ্য) ১ জামিনস্বরূপ গচ্ছিত অর্থাদি। ২ জামিন; প্রতিভূ; bail। জামানতনামা (বিশেষ্য) যে পত্রে জামানতের শর্তাদি লেখা থাকে। {(আরবি) দমানত}
- Bengali Word জামাল English definition [জামাল] বিরূপ; সৌন্দর্য; সুষমা (তা না হলে কার হবে আর রৌশুন এমন জামাল?-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) জামাল}
- Bengali Word জামিউল আজহার English definition [জামিয়ুল্ আজহার্] (বিশেষ্য) কায়রোতে অবস্থিত বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় (জামিউল আজহারের ছাত্রবৃন্দ-মাওলানা মুস্তাফিজুর রহমান)। {(আরবি) আল্জামিউল আজহর্}
- Bengali Word জামিওয়ার English definition [জামিওয়ার্] (বিশেষ্য) সমস্ত জমিতে ফুল তোলা দামি কাশ্মীরি শাল বা চাদর। {(ফারসি) জামহ্রার}
- Bengali Word জামিন, জাবিন English definition [জামিন, জাবিন] (বিশেষ্য) ১ জামানত; প্রতিভূ; অপরের জন্য দায়ী; bail; security (আসামির জামিন নেওয়া যাইতে পারে)। ২ অঙ্গীকার পালন না করলে যে গচ্ছিত টাকা কাটা যায়। জামানি, জামিনী, জাবানি (অদ্র) (বিশেষ্য) জামানত (তাঁহার পাঁচশত টাকার জামিনী হইয়াছে-মীর মশাররফ হোসেন)। (বিশেষ্য) যে অপরের জন্য জামিন হয়; প্রতিভূ। জামিনদারি (বিশেষ্য) জামিন দেওয়া; মুচলেকা দেওয়া। জামিননামা (বিশেষ্য) যে পত্রে জামিন নেওয়া বা দেওয়ার শর্তাদি লেখা থাকে; মুচলেকা। {(আরবি) দামিন}
- Bengali Word জামির, জামীর, জমিরা English definition [জামির্, জামির্, জমিরা] (বিশেষ্য) আকারে বড় ও অত্যন্ত অম্লস্বাদযুক্ত লেবুবিশেষ; গোঁড়ালেবু (জমির তুরঙ্গ দ্রাক্ষা মহুয়া বাদাম-সৈয়দ আলাওল; হিয়া পুলকিত কচু কনক জামিরা-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) জন্বীর>}
- Bengali Word জামিয়ার, জামীয়ার, জামেয়ার English definition [জামিয়ার্, জামীয়ার্, জামেয়ার্] (বিশেষ্য) ফুল তোলা অত্যন্ত মূল্যবান কাশ্মীরি শালবিশেষ (একটি দামী পুরাতন জামিয়ার বাহির করিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) জামহরার}
- Bengali Word জামীয়ার, জামেয়ার English definition ⇒ জামিয়ার
- Bengali Word জামে মসজিদ English definition [জামে মোস্জিদ্] (বিশেষ্য) বড় মসজিদ; শুক্রবারে বা ঈদে বড় জামাত অনুষ্ঠানের লক্ষ্যে নির্মিত বড় মসজিদ; দিল্লির বিখ্যাত মসজিদ (তিনি জামে মসজিদ ও অন্যান্য মসজিদ নির্মাণ করেন-মুঃ আবদুর রাজ্জাক)। {(আরবি) জামে+মসজিদ}
- Bengali Word জাম্বীর English definition [জাম্বির্] (বিশেষ্য) জামির; জন্বীর। □ (বিশেষণ) ১ জামিরসন্বন্ধীয়। ২ জামির থেকে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) জন্বীর+অ(অণ্)}
- Bengali Word জাম্বু ((মধ্যযুগীয় বাংলা)) English definition [জাম্বু] (বিশেষ্য) জাম (আম্বু, জাম্বু মুকুলিল-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) জম্বু}
- Bengali Word জাম্বুবান, জাম্ববান English definition [জাম্বুবান্, জাম্বোবান্] (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত ভল্লুকরাজ; বানররাজ সুগ্রীবের মন্ত্রী। জাম্ববতী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। জাম্ববানের কন্যা; শ্রীকৃষ্ণের (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জম্বু+অ(অণ্)+বৎ(বতুপ্)}
- Bengali Word জামড়া, জামড়ো English definition [জাম্ড়া, জামড়ো] (বিশেষ্য) ক্রমাগত ঘষার ফলে চামড়ায় কড়া পড়া। ¨ (বিশেষণ) দড়কাঁচা। {(আরবি) জামিদ্}
- Bengali Word জাযা English definition ⇒ জাজা
- Bengali Word জার ১ English definition [জার্] (বিশেষ্য) উপপতি; গুপ্ত প্রণয়ী। জারজাত (বিশেষ্য) জারজ (জারজাত সন্তান) {(তৎসম বা সংস্কৃত) √জৃ+ই(ণিচ্)=জারি+অ(অচ্)}
- Bengali Word জার,-যার English definition [জার্] প্রাচুর্য নির্দেশক প্রত্যয়। {(ফারসি) গুল্জ্বার = ফুলের সমারোহ}
- Bengali Word জারক English definition [জারোক্] বিন পাচক; পরিপাক করে এমন; জীর্ণকারী; হজমি (জারক নেবু ভাণ্ডারের যথাস্থানে ফিরিয়া গেল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √জারি+অক(ণ্বুল্)}