জ পৃষ্ঠা ২৩
- Bengali Word জাহাঁবাজ English definition ⇒ জাঁহাবাজ
- Bengali Word জাহাঙ্গীর English definition [জাহাঙ্গির] (বিশেষ্য) পৃথিবীর অধিপতি। {(তুলনীয়) আলমগীর, জাঁহাপনা}
- Bengali Word জাহাজ English definition [জাহাজ্] (বিশেষ্য) বৃহৎ জলযান; অর্ণবপোত; ষ্টিমার। জাহাজি (বিশেষণ) ১ জাহাজবিষয়ক। ২ জাহাজে আনীত। ৩ জাহাজে আসে এমন (জাহাজি নারকেল)। ৪ জাহাজে কাজ করে এমন; জাহাজের শ্রমিক কর্মচারী প্রভৃতি। জাহাজের কাছে জেলে ডিঙি-বড়র সঙ্গে ছোটর তুলনা। {(আরবি) জাহাজ্ব}
- Bengali Word জাহান, জহান English definition [জাহান্, জহান্] (বিশেষ্য) দুনিয়া; বিশ্ব; বিশ্বভুবন; সারা পৃথিবী; জগৎ (আজি ইসলামী ডঙ্কা গরজে ভরি জাহান-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) জাহান}
- Bengali Word জাহানদার, জাহান্দার English definition [জাহান্দার] (বিশেষ্য) দুনিয়ার মালিক। {(ফারসি) জাহান্দার}
- Bengali Word জাহান্নাম, জাহান্নম English definition [জাহান্নাম্, জাহান্নম্] (বিশেষ্য) নরক; দোজখ; পাপীদের জন্য নির্দিষ্ট অত্যন্ত নিকৃষ্ট কষ্টদায়ক স্থান (তাহাকে জাহান্নম নামক একটা অস্থানে যাইতে অনুরোধ করি-রবীন্দ্রনাথ ঠাকুর; এবার নিষ্কৃতি না দিলে জাহান্নামেও আমার স্থান হবে না-রখাঁ)। জাহান্নামি, জাহান্নামী (বিশেষ্য), (বিশেষণ) ১ নারকী; দোজখি (তুই ত আজই প্রধান জাহান্নামি হইলি-মীর মশাররফ হোসেন)। ২ পাপী; অনাচারী। জাহান্নামে দেওয়া (ক্রিয়া) সর্বনাশ করা; নষ্ট করা। জাহান্নামে যাওয়া (ক্রিয়া) ১ নরকে যাওয়া। ২ অধঃপাতে যাওয়া; গোল্লায় যাওয়া। ৩ কুপথগামী হওয়া; দুশ্চরিত্র হওয়া। জাহান্নামের পথ (বিশেষ্য) ১ নরকের বা দোজখের পথ। ২ অধোগতির পথ; ধ্বংসের পথ। {(আরবি) জাহন্নম্}
- Bengali Word জাহির, জাহের, জাহেরি English definition [জাহির্, জাহের্, জাহেরি] (বিশেষণ) ১ প্রকাশ্য; প্রকাশিত; ব্যক্ত (সহরের উপদ্রব করিল জাহির- ভার; নবীর জাহেরী ছুন্নৎগুলি লইয়া মারামারি-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। ২ ব্যাপ্ত; বিঘোষিত (আমার কাগজের নাম দেশবিদেশে জাহের হয়েছে-দীনবন্ধু মিত্র)। □ (বিশেষ্য) প্রচার; রাষ্ট্র; প্রকাশ (আমার নাম জাহির হবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য), (বিশেষণ) প্রদর্শন বা প্রকটন (বিদ্যা জাহির করা)। জাহিরা, জাহেরা (বিশেষণ) বাইরের; বাহ্যিক (জাহেরা দুনিয়া)। {(আরবি) জহির}
- Bengali Word জাহিল, যাহিল, জাহেল English definition [জাহিল্, জাহিল্, জাহেল্] (বিশেষ্য), (বিশেষণ) অজ্ঞ; মূর্খ; নির্বোধ। □ (বিশেষ্য) অশিক্ষিত ব্যক্তি (জাহিলের নিকটে না যাওয়া কদাচিত-সৈয়দ আলাওল; আজন্ম যাহিল থাকে নরকেতে পড়ে-সৈয়দ আলাওল)। {(আরবি) জাহিল}
- Bengali Word জাহিলিয়া, জাহেলিয়াত English definition [জাহেলিয়া, জাহেলিয়াত্] (বিশেষ্য) অজ্ঞতা বা বর্বরতার যুগ; ইসলাম ধর্ম প্রচারের পূর্বে মোটামুটি একশত বৎসর সময়কাল, যখন আরব দেশে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অবস্থার চরম অবনতি ঘটেছিলো। জাহিলি (বিশেষ্য) ১ অজ্ঞ; অসভ্য; বর্বর ব্যক্তি। জাহেলাত, জাহালাত (বিশেষ্য) অজ্ঞতা; মূর্খতা (জাহেলাতের আঁধার মোদের কাটছে নাক আর-গোলাম মোস্তফা)। {(আরবি) জাহিলীয়াত}
- Bengali Word জাহ্নবী English definition [জান্হোবি] (বিশেষ্য) ১ গঙ্গা; ভাগীরথী। ২ হিন্দুমতে জহ্নু মুনির কন্যা। ৩ নদী; স্রোতস্বিনী (পাষাণ টুটিয়া গলিয়া পড়িবে অশ্রুর জাহ্নবী-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) জহ্নু+ অ(অণ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word জা্উ, যাউ English definition [জাউ] (বিশেষ্য) অধিক পানি দিয়ে বেশি সিদ্ধ করে রান্না করা খুদ বা চালের মণ্ড; যব চাল বা খুদের ক্বাথ বা মণ্ড (পাটালি দিয়া নতুন ধানের জাউ খাইতে দিয়াছিল-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) যবাগূ>;(পালি)যাগূ>}
- Bengali Word জাড় English definition [জাড়্] (বিশেষ্য) ১ শীত; হিম; ঠান্ডা (দারুণ দুর্জ্জয় জাড় নাহি রাখে কিছু সাড়-ঈশ্বর গুপ্ত)। ২ শীতজনিত জড়তা (বুড়াদের ভাঙে নাক জাড়-সত্যেন্দ্রনাথ দত্ত)। জাড়কাটা, জারকাটা (বিশেষ্য) শীতের কারণে লোমকূপের স্ফীতি। {(তৎসম বা সংস্কৃত) জাড্য>}
- Bengali Word জাড়ি English definition [জাড়ি] (বিশেষ্য) নানা গাছগাছড়ায় প্রস্তুত পাঁচন। {(তৎসম বা সংস্কৃত) জড়>}
- Bengali Word জায় ১ English definition [জায়্] (বিশেষ্য) ১ ফর্দ। ২ হিসাবের লিখিত বিস্তৃত বিবরণ; বিস্তৃত হিসাব। ৩ তফসিল। ৪ বিনিময় (টাকার জায়ে জিনিস দিতে হবে)। জায়বাকি, বাকিজায় (বিশেষ্য) যে টাকা পাওয়ার বাকি আছে তার তালিকা। জায়সুদি (বিশেষণ) ঋণের সুদ হিসাবে প্রদত্ত জমির ফসল। {(ফারসি) জায়্}
- Bengali Word জায়গা, জাগা ২ English definition [জায়্গা, জাগা] (বিশেষ্য) ১ স্থান (তিল ধারণের জায়গা নেই)। ২ ; ভূসম্পত্তি (বহু জায়গার মালিক)। ৩ অবস্থা, সুযোগ; ক্ষেত্র (জায়গা বুঝে কথা বলা উচিত)। ৪ আধার; পাত্র (চিনি রাখার জায়গা দাও)। ৫ বদল;পরিবর্ত (রহিমের জায়গায় করিম)। ৬ আশ্রয় (কোথাও তার জায়গা নেই)। ৭ আবাস; বাস (সুন্দরবন বাঘের জায়গা)। ৮ অঞ্চল (গ্রামের জায়গা)। জায়গাজমি (বিশেষ্য) ভূসম্পত্তি। {(ফারসি) জায়্গাহ্}
- Bengali Word জায়গির, জায়গীর, জাইগীর, জাগির, জাগীর English definition [জায়্গির্, জায়্গির্, জাইগির্, জাগির্, জাগির] (বিশেষ্য) ১ চাকরির বেতন বা মাইনের পরিবর্তে প্রদত্ত ভূসম্পত্তির উপস্বত্ব ভোগের অধিকার। ২ কৃতকর্মের পুরস্কার স্বরূপ বাদশাহ প্রভৃতির নিকট থেকে প্রাপ্ত নিষ্কর ভূসম্পত্তি (সুকর্মের ফলে পেত কত পুরস্কার নিষ্কর জাগির-কায়কোবাদ)। ৩ বিনা খরচে কোনো পরিবারে থাকা-খাওয়ার ব্যবস্থা (সরকার বাড়ীতেও দুইজনের জায়গির আছে-আবুল মনসুর আহমদ)। জায়গিরদার (বিশেষ্য) জায়গিরের মালিক; জায়গির ভোগকারী। □ (বিশেষণ) জায়গির দেওয়া আছে এমন; জায়গির পেয়েছে এমন। জায়গিরদারি (বিশেষ্য) জায়গিরের ভোগদখল। {(ফারসি) জাগীর}
- Bengali Word জায়দাদ English definition [জায়্দাদ্] (বিশেষ্য) ১ জমি প্রভৃতি সম্পত্তি; ভূসম্পত্তি। ২ ভূমিতে দখলি স্বত্ব। {(ফারসি) জায়দাদ্}
- Bengali Word জায়নামাজ English definition [জায়্নামাজ্] (বিশেষ্য) যে আসন পেতে নামাজ পড়া হয় (দরমার জায়নামাজখানি দাওয়াতেই ছিল-কাজী আবদুল ওদুদ)। {(ফারসি) জায়্নামাজ্ব}
- Bengali Word জায়ফল English definition [জায়্ফল্] (বিশেষ্য) জাতিফল; এক প্রকার মসলা; এক প্রকার সুগন্ধযুক্ত বীজ (পেয়েছি আমরা কিশতী ভরানো জায়ফল-ফররুখ আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) জাতীফল>}
- Bengali Word জায়বদলি, জায়বদলী English definition [জায়বোদ্লি] (বিশেষ্য) বদলি; পরিবর্ত (জায়বদলি বা exchange স্বরূপ তাঁর সহোদরার পাণি-পীড়ণ করলে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) জায় +(আরবি) বদল +(বাংলা) ই}