জ পৃষ্ঠা ২৪
- Bengali Word জায়বেজায় English definition [জায়্বেজায়্] (বিশেষণ) ন্যায়-অন্যায়; ভালো-মন্দ বলা যায় ও বলা যায় না এমন; যা-খুশি-তাই; যাচ্ছে তাই (জায়বেজায় গালি-গালাজ)। {(ফারসি) জায়বেজায়}
- Bengali Word জায়মান English definition [জায়োমান] (বিশেষণ) উৎপাদিত হচ্ছে এমন; জন্মাচ্ছে এমন; উৎপদ্যমান। জায়মানা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √জন্ + মান(শানচ্)}
- Bengali Word জায়া English definition [জায়া] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পত্নী; ভার্যা। {(তৎসম বা সংস্কৃত) √জন্+য+আ(টাপ্)}
- Bengali Word জায়াজীব, জায়াজীবী English definition [জায়াজিবি] (বিশেষ্য) ১ পত্নীর অর্থে যে ব্যক্তি জীবিকা নির্বাহ করে। ২ নটীর স্বামী। {(তৎসম বা সংস্কৃত) জায়া+জীব, জীবী}
- Bengali Word জায়াপতি English definition [জায়াপোতি] (বিশেষ্য) স্ত্রী ও স্বামী; দম্পত্তি । {(তৎসম বা সংস্কৃত) জায়া+পতি}
- Bengali Word জায়ু English definition [জায়ু] (বিশেষ্য) ঔষুধ। জায়ুজব্যাধি (বিশেষ্য) কোনো কোনো ঔষধ একাদিক্রমে সেবনের ফলে যে রোগ জন্মে; drug disease । {(তৎসম বা সংস্কৃত) √জি+উ(উণ্)}
- Bengali Word জায়েজ English definition [জায়েজ্] (বিশেষণ) বৈধ; সিদ্ধ; আইনসম্মত; উপযুক্ত; প্রচলিত। {(আরবি) জাইজ্ব}
- Bengali Word জা’নামাজ, জা’নমায English definition [জায়্নামাজ্, জায়্নমাজ্] (বিশেষ্য) নামাজ পড়ার মাদুর বা কার্পেট (জা’নামাজ বিছিয়ে নামাজ পড়ছে মাগরেবের-শাহাদাত হোসেন)। {(ফারসি) জায়নামাজ}
- Bengali Word জি ১, জী ১ English definition [জি] (বিশেষ্য) ১ জীব তথা বেঁচে থাকুন অর্থে। ২ হিন্দু সমাজে সন্মানসূচক ও সন্বোধনবাচক শব্দ বা উপাধিবিশেষ (স্বামীজি, নেতাজি)। ৩ প্রাণসদৃশ (বাবাজি-বাবা জীবন)। ৪ মহাশয় (পাঁড়েজি)। {(তৎসম বা সংস্কৃত) জীব>(প্রাকৃত) জীঅ. জী, জি; (তৎসম বা সংস্কৃত) আর্য (সন্মানিত ব্যক্তি অর্থে)>(প্রাকৃত) অজ্জ. জি, জী}
- Bengali Word জি ২ English definition ⇒ জী২
- Bengali Word জি ৩((মধ্যযুগীয় বাংলা)) English definition [জি-] (বিশেষ্য) জিহবা; রসনা (মুখে না নিঃসরে বাণী শুকাইল জি-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) জিহ্বা >(প্রাকৃত) (বর্ণ বিপর্যয়ে) জিব্ভা>জিব>জি}
- Bengali Word জি ৪ ((মধ্যযুগীয় বাংলা)), জী ২ English definition [জি] (বিশেষ্য) ১ জীবন; প্রাণ। ২ মন; চিত্ত (জী চায় না)। {(তৎসম বা সংস্কৃত) জীব>(প্রাকৃত) জিঅ>জি; (তুলনীয়) (হিন্দি) জী}
- Bengali Word জিংগো, জিঙ্গো English definition [জিঙ্গো] (বিশেষ্য) উগ্র স্বদেশপ্রেমিক; বিশেষত যুদ্ধপ্রিয় লোক; যুদ্ধবাজ; jingo (লঙ সাহেবের মর্যাদা কি লুটবে জিঙ্গো পাদরী প্রভু?-সত্যেন্দ্রনাথ দত্ত)। জিংগোপনা, জিঙ্গোপনা (বিশেষ্য) উগ্র স্বদেশপ্রেমিকতা, jingoism (জিঙ্গোপনার ছাই দিয়ে দে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ইংরেজি) Jingo}
- Bengali Word জিউ, জীউ((মধ্যযুগীয় বাংলা)) English definition [জিউ] (বিশেষ্য) ১ জীবন; প্রাণ (জীউদান দিয়ে পূজে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ চিত্ত; মন (ভয়ে কম্পে মোর জিউ-কাজী দৌলত; সর্বদা জিউ খুশী থাকিবেক-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। (ক্রিয়া) জীবিত থাকো; বেঁচে থাকো (সবে কহে জীউ জীউ-বৃব)। {(তৎসম বা সংস্কৃত) জীব>(প্রাকৃত) জিঅ>জিউ}
- Bengali Word জিওগ্রাফি, জিওগ্রাফী English definition [জিয়োগ্রাফি] (বিশেষ্য) ১ ভূগোল; geography (জিওগ্রাফী জানো?-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। ২ (আলঙ্কারিক) চেহারা; আকৃতি (মুখের জিওগ্রাফি)। {(ইংরেজি) Geography}
- Bengali Word জিওল, জিয়ল, জিয়েল English definition [জিয়োল্, জিয়োল্, জিয়েল্] (বিশেষণ) ১ সহজে মরে না এরূপ। ২ বহুদিন বাঁচে ও জিইয়ে রাখা যায় এমন (জিওল মাছ); live fish। □ (বিশেষ্য) ১ আঠার জন্য বিখ্যাত এক প্রকার গাছ ও তার কাঠ (জিয়ল কাঠের খুঁটি রস পেলেই বেঁচে উঠে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মাছবিশেষ; শিঙি-মাগুর জাতীয় জিইয়ে রাখার মতো মাছ। {(তৎসম বা সংস্কৃত) জীব>+ওয়াল>}
- Bengali Word জিকির, জিকীর, জিগির, জিগীর, জিকের English definition [জিকির্,জিকির, জিগির্, জিগির্, জিকের্] (বিশেষ্য) ১ আল্লাহর নাম উচ্চারণ বা জপ (গাজী মাদার হাঁকছে জিকীর-জসীমউদ্দীন)। ২ রব; উচ্চধ্বনি; স্লোগান। ৩ বিশেষ জোর; emphasis। ৪ ধুয়া; একই বক্তব্যের পৌনঃপুনিক উচ্চারণ। ৫ প্রচার। ৬ জয়োল্লাস; জয়ধ্বনি। ৭ শোরগোল; হৈচৈ। জিকির তোলা (ক্রিয়া) ১ কোনো বিষয়ে শোরগোল বা আন্দোলন সৃষ্টি করা। ২ ধুয়া তোলা। জিকির দিয়ে বলা (বিশেষ্য) জোর দিয়ে বলা; বিশেষভাবে বলা; বলিষ্ঠভাবে ঘোষণা করা। {(আরবি) যিকর}
- Bengali Word জিগমিষা English definition [জিগোমিশা] (বিশেষ্য) গমনের ইচ্ছা। জিগমিষু (বিশেষণ) গমনেচ্ছু; গমনোৎসুক। {(তৎসম বা সংস্কৃত) √গম্+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word জিগর, যিগর English definition [জিগর্] (বিশেষ্য) ১ যকৃৎ; কলিজা; হৃৎপিণ্ড; প্রাণ (তৈয়ার হয় হর্দ্দম ভাই ফাড়তে জিগার শত্রুদের-কাজী নজরুল ইসলাম)। ২ পারমার্থ গান। ৩ সাহস; বুকের পাটা। জিগরখাড়া (বিশেষ্য) কলিজাখাদক। □ (বিশেষণ) দুঃখপীড়িত। জিগর-পস্তানি, জিগর-পস্তানী (বিশেষণ) কলিজাফাটা; হৃদয়বিদারক (এ কোন জিগর পস্তানী সুর-কাজী নজরুল ইসলাম)। জিগরফাটা (বিশেষণ) কলিজা চেরা (জিগরফাটা রক্ত দিয়ে লাল বানাই-আহসান হাবীব)। {(ফারসি) জিগর্}
- Bengali Word জিগা, জিকা English definition [জিগা, জিকা] (বিশেষ্য) এক জাতীয় গাছ ও তার আঠা; জিওল; জিয়ালা বা ছাউনি গাছ; ভাদিগাছ (চট্টগ্রাম)। {জিওল>}