জ পৃষ্ঠা ৩৩
- Bengali Word জূষ English definition ⇒ জুস
- Bengali Word জৃম্ভক English definition [জৃম্ভক্] (বিশেষ্য) ১ যে হাই তোলে। ২ দিব্যাস্ত্রবিশেষ। জৃম্ভমাণ (বিশেষণ) ১ হাই তুলছে এমন। ২ প্রকাশমান; বিকাশমান। জৃম্ভিত (বিশেষণ) ১ জৃম্ভণরত বা জৃম্ভণযুক্ত। ২ প্রকাশিত। {(তৎসম বা সংস্কৃত) √জৃম্ভ্+অক(ণ্বুল্)}
- Bengali Word জৃম্ভণ, জৃম্ভ, জৃম্ভা English definition [জৃম্ভন্, জৃম্ভ, জৃম্ভা] (বিশেষ্য) ১ হাই; হাইতোলা; আলস্য বা নিদ্রাবেশজনিত মুখব্যাদান (সে জৃম্ভণ বা হাস্য করিত- মোহ)। ২ বিস্তার। ৩ স্ফুরণ; প্রকাশ; বিকাশ। {(তৎসম বা সংস্কৃত) √জৃম্ভ্+অন (ল্যুট্), অ(ঘঞ্), আ(টাপ্)}
- Bengali Word জেঁকো English definition [জেঁকো] (বিশেষণ) ১ জাকজমকসম্পন্ন বা আড়ম্বরপূর্ণ। ২ গর্বিত; দর্পিত; দাম্ভিক; বড়াইকারী। {(তৎসম বা সংস্কৃত) চমৎকার> চমক> জমক> জেঁকো}
- Bengali Word জেওচ, জেঁচ, জেঁয়াচ English definition [জেয়োচ্, জেঁচ্, জেঁয়াচ্] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) সকল সন্তানই বেঁচে আছে এমন (জেঁচ-পোয়াতি)। {(তৎসম বা সংস্কৃত) জীবিতবৎস>জীববচ্ছ>জেঁওচ}
- Bengali Word জেওর, জেঅর English definition [জেয়োর, জেয়র্] (বিশেষ্য) গহনা; অলঙ্কার (কি কি জেওর আনিছরে দামাদ বিবির লাগিয়া-হারামণি)। ২ বেশভূষা বা সাজপোশাক (সিপাহ-সালারের সকল জেওর খুলিয়া ফেলিলে তুমি-কাজী নজরুল ইসলাম)। জেওরাত (বিশেষ্য) বহু অলঙ্কারাদি; বেশভূষা। {(ফারসি) জ্বীরর্}
- Bengali Word জেকের English definition ⇒ জিকির
- Bengali Word জেটপ্লেন English definition [জেট্প্লেন্] (বিশেষ্য) এক প্রকার দ্রুতগামী বিমান (বায়ুমন্ডলের বাইরে জেট প্লেন চলতে পারে না-শেখ ফজলল করিম)। {(ইংরেজি) Jet plane}
- Bengali Word জেটি English definition [জেটি] (বিশেষ্য) জাহাজ থেকে নামা ও ওঠার জন্য লোহা তক্তা প্রভৃতি দ্বারা বাঁধানো ঘাট; বাঁধানো জাহাজ ঘাটা (ছেলেরা কয়েকজন ততক্ষণে জেটিতে নামিয়া তীর ধরিয়া পায়চারি করিতে লাগিলেন-বেগম শামসুন্নাহার মাহমুদ)। {(ইংরেজি) Jetty}
- Bengali Word জেঠ, জাঠ, জাট English definition [জেঠ্, জাঠ্, জাট্] (বিশেষণ) জ্যেষ্ঠতাত সম্পর্কিত (জেঠ শ্বশুর)। {(তৎসম বা সংস্কৃত) জ্যেষ্ঠ>}
- Bengali Word জেঠতুতো, জেঠতুত, জাঠতুতো English definition [জেঠ্তুতো, জেঠতুত, জাঠতুতো] (বিশেষণ) জেঠাতো; জেঠার সন্তানরূপে সম্পর্কিত (জেঠতুত ভাই)। জেঠশ্বশুর, জাঠশ্বশুর (বিশেষ্য) স্বামীর বা স্ত্রীর জেঠা। জেঠশাশুড়ি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জ্যেষ্ঠতাত>}
- Bengali Word জেঠা, জ্যাঠা English definition [জ্যাঠা] (বিশেষ্য) ১ পিতার বড় ভাই। ২ অকালপক্ক; ফাজিল; বাচাল (আমরা ছেলেবেলাতেই জ্যাঠার শিরোমণি ছিলেম-কালীপ্রসন্ন সিংহ)। জেঠাই, জেঠাইমা, জেঠী১, জেঠিমা (বিশেষ্য) জেঠার পত্নী। জেঠাতো (বিশেষণ) জেঠতুতো। জেঠামো, জেঠামি, জ্যাঠামি, জেঠামো (বিশেষ্য) ১ জেঠার মতো ব্যবহার বা কথাবার্তা; মুরব্বির চাল; মাতব্বরি। ২ বাচালতা; পাকামি; অকালপক্কতা; ইচড়ে পাকা শিশুর মতো আচরণ (মেয়েদের জেঠামি সইতে পারে না-রবীন্দ্রনাথ ঠাকুর; স্কুল ছাড়াতে জ্যাঠামি ভাতের ফ্যানের মতন উথলে উঠলো-কালীপ্রসন্ন সিংহ)। জেঠী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জ্যেষ্ঠ>(প্রাকৃত) জেট্ঠ}
- Bengali Word জেঠি, জেঠী ২ English definition [জেঠি] (বিশেষ্য) টিকটিকি। {(তৎসম বা সংস্কৃত) জ্যেষ্ঠী>(প্রাকৃত) জেট্ঠী>}
- Bengali Word জেতব্য English definition [জেতোব্বো] (বিশেষণ) জয় করার বা বশীভূত করার যোগ্য; জেয়। {(তৎসম বা সংস্কৃত) √জি+তব্য}
- Bengali Word জেতা ১ English definition [জেতা] (বিশেষণ) জয়লাভ করেছে এমন; জয়ী; বিজয়ী; জয়কারী। জেত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √জি+তৃ(তৃচ)}
- Bengali Word জেতা ২, জিতা English definition [জেতা, জিতা] (ক্রিয়া) ১ জয়ী হওয়া; জয়লাভ করা। ২ লাভ করা (জিতে কেনা)। ৩ জয় করে পাওয়া (বাজি জেতা)। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জেতানো, জিতানো (ক্রিয়া) ১ বিজয়ী করা; জয় করানো। ২ লাভবান করা । ¨ (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √জি+তৃ(তৃচ)}
- Bengali Word জেদ, জেদি English definition ⇒ জিদ
- Bengali Word জেনা, জিনা English definition [জেনা, জিনা] (বিশেষ্য) বিবাহ সম্পর্ক ব্যতীত পুরুষ ও নারীর যৌনমিলন; ব্যভিচার; ধর্ষণ। জেনাকার (বিশেষণ) ব্যভিচারী; ধর্ষণকারী। জেনাকারি (বিশেষ্য) ব্যভিচার; বিবাহ সম্পর্ক ব্যতীত পুরুষ ও নারীর যৌনমিলন (না করিব জেনাকারি কহিনু নিদান-ফকির গরীবুল্লাহ)। {(আরবি) জ্বিনা}
- Bengali Word জেনানা English definition ⇒ জানানা
- Bengali Word জেনারেল English definition [জেনারেল্] (বিশেষ্য) সেনাপতি। {(ইংরেজি) General (তুলনীয়) জাঁদরেল}