জ পৃষ্ঠা ৩২
- Bengali Word জুলফ, জুলফি, জুলপি English definition [জুলফ্, জুল্ফি, জুলপি] (বিশেষ্য) ১ কানের নিকট গালের কিছুদুর পর্যন্ত যে দাড়ি রাখা হয়। ২ গণ্ডদেশের উপর এলিয়ে পড়া চুল; চূর্ণকুন্তল বা কান ঝাপটা (কালো কস্তুরী জুলফি যে তার-মোহিতলাল মজুমদার)। জুলফি ওয়ালি/ ওয়ালী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) চূর্ণ কুন্তলের অধিকারিণী বা কান ঝাপটা ধারিণী (শা’জাদী জুলফওয়ালী-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) জুল্ফ + হি ওয়ালী}
- Bengali Word জুলফিকার, জুলফেকার English definition [জুল্ফিকার্, জুলফেকার্] (বিশেষ্য) হজরত আলীর তলোয়ার (নাহি সে হজরত আলী জুলফিকার নাহি-কাজী নজরুল ইসলাম; জুলফেকার খাণ্ডা নিল কোমরে বান্দিয়া-হেয়াত মাহমুদ)। {(আরবি) যুল্ফিকার}
- Bengali Word জুলম English definition ⇒ জুলুম
- Bengali Word জুলমাত, জুলমৎ, জূলমাত English definition [জুল্মাত্, জুলমাত্, জুল্মাত্] (বিশেষ্য) ১ অত্যাচার; উৎপীড়ণ; অবিচার ও তজ্জনিত অনিয়ম উচ্চৃঙ্খলতা (দুনিয়াতে আজ জুলমাৎ ভারী-গোলাম মোস্তফা)। ২ প্রলয় লক্ষণ; ধ্বংসের সূচনা; অশান্তভাব; অন্ধকার (দিনের আকাশে একী জুলমাত মাঝি-ফররুখ আহমদ)। {(আরবি) জুল্মত}
- Bengali Word জুলাই English definition [জুলাই] (বিশেষ্য) ইংরেজি মাসবিশেষ; ইংরেজি বৎসরের সপ্তম মাস (রোমান বীর জুলিয়াস সিজারের স্মারক নাম); আষাঢ় মাসের শেষার্ধ থেকে শ্রাবণ মাসের প্রথমার্ধ পর্যন্ত। {(ইংরেজি) July}
- Bengali Word জুলাপ English definition ⇒ জোলাপ
- Bengali Word জুলি, জুলী, জোলি English definition [জুলি, জুলী, জোলি] (বিশেষ্য) ছোট নালা; লম্বা সরু খাত; জলনালি। {তিব্বতি জুর; (দ্রাবিড়) জোল, জোলি}
- Bengali Word জুলু English definition [জুলু] (বিশেষ্য) দক্ষিণ আফ্রিকার অধিবাসী জাতি ও তাদের ভাষা। {(ইংরেজি) Zulu}
- Bengali Word জুলুম, জুলম, জোলম English definition [জুলুম, জুলম্, জোলম্] (বিশেষ্য) ১ পীড়ন; অত্যাচার; উৎপীড়ন (জালিমে জুলম কৈলে করিব সবর-সৈয়দ আলাওল)। ২ জবরদস্তি; জোরাজুরি(নিষেধ কোরানে বিধর্মী পরে করিতে কোনো জুলুম-কাজী নজরুল ইসলাম)।(বিশেষ্য) জোর জবরদস্তি ও অত্যাচারে দক্ষ; প্রবল পরাক্রান্ত অত্যাচারী (জমিদারের জুলুম-জবর আমলা নায়েব-সত্যেন্দ্রনাথ দত্ত)। জুলুমবাজ (বিশেষণ) অত্যাচারী; দুর্দান্ত। জুলুমবাজি বি। {(আরবি) জুল্ম}
- Bengali Word জুলুস English definition ⇒ জলুস
- Bengali Word জুষ্ট English definition [জুশ্টো] (বিশেষণ) ১ পূজিত; সেবিত; সেবা করা হয়েছে এমন। ২ ভূষিত। {(তৎসম বা সংস্কৃত) √জুষ্+ত(ক্ত)}
- Bengali Word জুস, জূষ English definition [জুশ্] (বিশেষ্য) ১ ক্বাথ; সুরুয়া; ঝোলবিশেষ (মাংসের জুস)। ২ রস। {(ইংরেজি) Juice; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) যূষ; (ফারসি) জোশ্}
- Bengali Word জুহু, জুহূ English definition [জুহু] (বিশেষ্য) হিন্দুদের যজ্ঞে ব্যবহৃত কাষ্ঠপাত্র বিশেষ (জুহূ ভরি এই দিলাম হবি-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √হু+ক্বিপ্}
- Bengali Word জুহুরা English definition [জোহুরা] (বিশেষ্য) অলৌকিক শক্তি; ঔজ্জ্বল্য প্রকাশ; কেরামতি; মাহাত্ম্য। {(আরবি) জহূর}
- Bengali Word জুড়ানো, জুড়নো English definition [জুড়ানো, জুড়নো] (ক্রিয়া) ১ শীতল হওয়া বা করা (খাবার জুড়ানো)। ২ শান্ত হওয়া বা করা (জ্বালা জুড়ানো)। ৩ তৃপ্ত করা বা হওয়া (প্রাণ জুড়ানো)। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) জাড্য (শৈত্য)> জাড়> জুড়া+আনো}
- Bengali Word জুড়ি, জুড়ী English definition [জুড়ি] (বিশেষ্য) ১ সমান সমান দুটিতে জোট বা জোড় (জুড়ি বাঁধা)। ২ সমান দ্বিতীয় ব্যক্তি বা বস্তু (তার জুড়ি মেলা ভার)। ৩ দোসর; সাথি। ৪ দুই ঘোড়ায় টানা গাড়ি (জুড়ি হাঁকানো)। ৫ যাত্রার গায়ক যুগল। ৬ সেতারের দুইটি বিশেষ তার (জুড়ির তার)। ¨ (বিশেষণ) ১ দুই ঘোড়ায় টানে এমন (জুড়ি গাড়ি)। ২ সমকক্ষ (জুড়ি লোক)। জুড়িদার (বিশেষ্য) সহযোগী; সঙ্গী; সমকক্ষ; সমতুল্য। {মু. জুড়ি}
- Bengali Word জুয়া, জুয়ো English definition [জুয়া, জুয়ো] (বিশেষ্য) যে খেলায় বাজি রাখা হয়, দ্যুতক্রীড়া; gambling। জুয়া চুরি, জুচ্চুরি, জোচ্চুরি (বিশেষ্য) ১ জুয়া খেলায় কপটতা। ২ ধোঁকাবাজি; প্রবঞ্চনা; প্রতারণা; শঠতা; ঠকামি। জুয়া চোর, জোচ্চর (বিশেষ্য) ১ যে জুয়া খেলায় চুরি করে। ২ প্রবঞ্চক; প্রতারক; ঠক। জুয়াড়ি, জুয়ারি (বিশেষ্য) যে জুয়া খেলে বা জুয়া খেলায় আসক্ত। জোচ্চুরিপনা (বিশেষণ) জুয়াচোরের ন্যায় আচরণ অর্থাৎ ঠকামি। {(তৎসম বা সংস্কৃত) দ্যুত>(প্রাকৃত) জুঅ>জুআ, জুয়া}
- Bengali Word জুয়ান English definition ⇒ জওয়ান
- Bengali Word জুয়ানো, জোয়ানো English definition [জুয়ানো, জোয়ানো] (ক্রিয়া) ১ জোগানো; জোটা (কথা না জুয়ায়)। ২ যোগ্য হওয়া; উচিত হওয়া (অনুগত জনেরে ছাড়িতে না জুয়ায়-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্>জুয়া+আনো>}
- Bengali Word জূট English definition [জুট্] (বিশেষ্য) ১ ঝুঁটি বা চূড়া (জটাজূট)। ২ গোছা; গুচ্ছ। ৩ সমুহ। {(তৎসম বা সংস্কৃত) √জুট্+অ(অচ্)}