জ পৃষ্ঠা ৩১
- Bengali Word জুত ২, জুৎ ২ English definition [জুত্] (বিশেষ্য) ১ জ্যোতি (চোখের জুত)। ২ শক্তি; সামর্থ্য (লোকটার দেহে এখনও জুত আছে)। ৩ চোট; জোর; তেজ (গুণ থাক বা না থাক মুখের জুত আছে)। {(তৎসম বা সংস্কৃত) যুক্ত>(প্রাকৃত) জুত্ত>}
- Bengali Word জুত ৩ English definition [জুত্] (বিশেষ্য) কোনো যন্ত্রের ভালো বা কার্যকর অবস্থা; যন্ত্রবিশেষ (তড়াক করিয়া জুতা উঠাইয়া তাক করি ছুড়ি মারে-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) যুক্ত>(প্রাকৃত) জুত্ত>}
- Bengali Word জুতা ১, জুতো, জুতি, জুত ৩ English definition [জুতা, জুতো, জুতি, জুত্] (বিশেষ্য) চর্মপাদুকা; পায়ে পরার চর্ম নির্মিত আবরণ (বলেই চালাল চটাপট জুতি-কাজী নজরুল ইসলাম)। জুতাখাওয়া (ক্রিয়া) ১ জুতা দ্বারা প্রহৃত হওয়া। ২ অপমানিত হওয়া। জুতাজুতি (বিশেষ্য) পরস্পর জুতা দ্বারা মারামারি। জুতানো (ক্রিয়া) ১ জুতা দ্বারা আঘাত করা। ২ অপমানিত করা। □ (ক্রিয়া) (বিশেষণ) অনুরূপ অর্থে। জুতামারা (ক্রিয়া) জুতানো। জুতাসেলাই থেকে চণ্ডীপাঠ (বিশেষ্য) সংসারের ছোট বড় ভালোমন্দ সব রকম কাজ। জুতাপেটা করা (ক্রিয়া) জুতা দিয়ে প্রহার করা। {(তৎসম বা সংস্কৃত) যুক্ত>?}
- Bengali Word জুতা ২ English definition ⇒ জোতা
- Bengali Word জুতি ১ (মবা) English definition [জুতি] (বিশেষ্য) দীপ্তি; কান্তি; জ্যোতি (জুতিহীন করে ভানু-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) জ্যোতিঃ>}
- Bengali Word জুতি ২ English definition ⇒ জুতা১
- Bengali Word জুতুয়া English definition [জুতুয়া] (বিশেষ্য) জুতা; পাদুকা (লাল জুতুয়া পায়-ছড়া)। {জুতা+উয়া>}
- Bengali Word জুদা English definition [জুদা] (বিশেষণ) পৃথক; ভিন্ন; আলাদা। জুদাই (বিশেষ্য) বিরহ; পার্থক্য। জুদা জুদা (ক্রিয়াবিশেষণ) পৃথক পৃথক; ভিন্ন ভিন্ন; আলাদা আলাদা (জুদা জুদা করিয়া আনা)। {(ফারসি) জুদায়ী}
- Bengali Word জুন English definition [জুন্] (বিশেষ্য) ইংরেজি মাসের নাম; জৈষ্ঠ্যের শেষার্ধ থেকে আষাঢ়ের প্রথমার্ধ পর্যন্ত; ইংরেজি বৎসরের ষষ্ঠ মাস। {(ইংরেজি) June}
- Bengali Word জুনি, জুনিপোকা English definition ⇒ জোনাকি
- Bengali Word জুনিয়র English definition [জুনিয়র্] (বিশেষণ) ছোট। □ (বিশেষ্য) নতুন; অপ্রবীণ; কনিষ্ঠ। {(ইংরেজি) Junior}
- Bengali Word জুবিলি, জুবিলী English definition [জুবিলি] (বিশেষ্য) জয়ন্তী; জন্মতিথি উৎসব; একাদিক্রমে পঁচিশ বছর পূর্তিতে রৌপ্য; পঞ্চাশ বছর পূর্তিতে সুবর্ণ এবং ষাট বছর পূর্তিতে হীরক জয়ন্তী (জন্মতিথি) উৎসব পালনের (জুবিলি) একটি ইউরোপীয় প্রথা (জুবিলি উপলক্ষে উপঢৌকন পাঠিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে-কাজী আবদুল মান্নান)।{(ইংরেজি) Jubilee}
- Bengali Word জুব্বা English definition ⇒ জোব্বা
- Bengali Word জুবড়ানো, জোবড়ানো English definition [জুব্ড়ানো, জোব্ড়ানো] (ক্রিয়া) ১ ডুবানো, চুবানো (দাড়ি জুবড়ে খাওয়া)। ২ বেশি ভিজানো; অভিষিক্ত করা। ৩ ধেবড়ানো। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জুবড়ি, জোবড়া (বিশেষণ) অতিশয় সিক্ত (মাথাটা যে ভিজে একেবারে জুবড়ি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। {জাবড়া>জুবড়া+আনো}
- Bengali Word জুম ((মধ্যযুগীয় বাংলা)) English definition [জুম্] (বিশেষ্য) এক (অপপ্রয়োগ) অত্যাচার; জুলুম; জবরদস্তি (বিস্তর লস্কর সঙ্গে অতিশয় জুম-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ স্পর্ধা (এত জুম আজ্ঞা বিনা বুকে হাত দিলা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) জুলুম্}
- Bengali Word জুম ২, জুম আবাদ, জুম চাষ English definition [জুম্, জুমআবাদ, জুমচাশ্] (বিশেষ্য) ১ স্থানে স্থানে গর্ত করে এক সঙ্গে বিভিন্ন ফসলের বীজ বপন। ২ পার্বত্য চট্টগ্রামের এক ধরনের চাষাবাদের পদ্ধতি {-(অজ্ঞাতমূল)}
- Bengali Word জুমা, জুম্মা English definition [জুমা, জুম্মা] (বিশেষ্য) ১ শুক্রবার দিন জোহরের সময়ে মুসলমানদের সন্মিলিত (জামাতে) নামাজ। ২ শুক্রবার। জুমাঘর (বিশেষ্য) যে মসজিদে শুক্রবারে মিলিত হয়ে জুমার নামাজ পড়া হয়। জুমাবার (বিশেষ্য) শুক্রবার (আগামী জুন্মাবারে জয়নাল দ্বারা মহারাজের নামে খোৎবা পাঠ করাইব-মীর মশাররফ হোসেন)। জুমা মসজিদ (বিশেষ্য) ১ যে বৃহৎ মসজিদে শুক্রবারে নামাজ ও খোৎবা পাঠ করা হয়। ২ দিল্লির বিখ্যাত জামে মসজিদ। {(আরবি) জুম্আহ}
- Bengali Word জুরি, জুরী English definition [জুরি] (বিশেষ্য) আসামির বিচারের জন্য বিচারকের সাহায্যকারী নির্দিষ্ট ভদ্রমণ্ডলী; বিচারকার্যে সহায়তার জন্য আদালত কর্তৃক জনসাধারণের মধ্য থেকে নিযুক্ত ব্যক্তিগণ। {(ইংরেজি) Jury}
- Bengali Word জুলজুল English definition [জুল্জুল্] (অব্যয়) ১ মিটমিট বা ক্ষীণোজ্জ্বল ভাব (জুলজুল করে চেয়ে থাকা)। ২ অল্প অল্প; কিছু প্রকাশ কিছু অপ্রকাশ ভাব (ধান্য শীষ তার করছে বিস্তার, তলিয়ে বন্যায় জাগছে জুলজুল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) জ্বলজ্বল>}
- Bengali Word জুলজেনা English definition [জুল্জেনা] (বিশেষ্য) দুলদুল অশ্বের উপাধিবিশেষ (তাহা দেখি হাসে মনে আলীর কুমার, জুরজেনা টিপিয়া যায় তাহার মাঝার-হেয়াত মাহমুদ)। {(আরবি) যুল্জনাহ্}