দ পৃষ্ঠা ৫৫
- Bengali Word দেয়াড়, দেয়াড়া, দিয়ারা English definition [দেয়াড়্, দেয়াড়া, দিয়ারা] (বিশেষ্য) পলিমাটি পড়ে নদীর যে উচ্চ তটভূমি গড়ে ওঠে তা; উচ্চ জমি। {(আরবি)দিয়ার -----; (একব দার ----}
- Bengali Word দৈ English definition ⇒ দই
- Bengali Word দৈত্য English definition [দোইত্তো] (বিশেষ্য) ১ অসুর; দানব; অসুর প্রকৃতির লোক; বিরাটকায় ব্যক্তি। দৈত্যকুল (বিশেষ্য) অসুর বা দানবের বংশ। দৈত্যকুলে প্রহ্লাদ (বিশেষ্য) মন্দ বংশের ভালো লোক; গোবরে পদ্মফুল। দৈত্যগুরু (বিশেষ্য) শুক্রাচার্য। দৈত্যমাতা (বিশেষ্য) কশ্যপ পত্নী দিতি। {(তৎসম বা সংস্কৃত) দিতি+য(ণ্য)}
- Bengali Word দৈত্যারি English definition [দোইত্তারি] (বিশেষ্য) ১ দৈত্যের শত্রু; দেবতা। ২ বিষ্ণু। ৩ শিব। ৪ ইন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) দৈত্য+অরি}
- Bengali Word দৈন ১ English definition [দোইনো] (বিশেষণ) দৈনিক; দিবসীয়; দিবসের; প্রাত্যহিক। {(তৎসম বা সংস্কৃত) দিন+অ(অণ্)}
- Bengali Word দৈন ২ English definition [দোহনো] (বিশেষ্য) দারিদ্র্য; দৈন্য; দীনতা। {(তৎসম বা সংস্কৃত) দিন+অ(অণ্)}
- Bengali Word দৈনন্দিন English definition [দোইনোন্দিন্] (বিশেষণ) প্রাত্যহিক; প্রতিদিনের বা দিবসের; দৈনিক। {(তৎসম বা সংস্কৃত) দিনন্দিন+অ(অণ্)}
- Bengali Word দৈনিক English definition [দোইনিক্] (বিশেষণ) প্রাত্যহিক; রোজ রোজ করতে হয় বা ঘটে এমন। □ (বিশেষ্য) প্রত্যহ প্রকাশিত হয় এমন খবরের কাগজ (দৈনিকে দেখ কাজ খালি কোথা-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) দিন+ইক(ঠঞ্)}
- Bengali Word দৈন্য English definition [দোইন্নো] (বিশেষ্য) ১ দীনতা; দারিদ্র্য; দুরবস্থা। ২ অভাব; অপ্রাচুর্য (বুদ্ধির দৈন্য)। ৩ হীনতা। ৪ কৃপণতা; সংকীর্ণতা। ৫ কাতরতা (নানা যত্ন-দৈন্যে প্রভুরে করাইলা ভোজন-কৃষ্ণচন্দ্র মজুমদার)। দৈন্যদশা (বিশেষ্য) দারিদ্র্য; দুরবস্থা; অভাবগ্রস্ত অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) দীন+য(ষ্যঞ)}
- Bengali Word দৈব English definition [দোইবো] (বিশেষণ) ১ অলৌকিক; স্বর্গীয়; দেবতা থেকে আগত বা জাত (দৈবশক্তি)। ২ দেবতাসম্বন্ধীয় (কি মহৎ দৈব কর্মে দেব তব মর্তে আগমন-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) অদৃষ্ট; ভাগ্য; নসিব (দৈববশে, দুর্দৈব)। দৈবী (স্ত্রীলিঙ্গ)। দৈবক্রমে, দৈবগতিকে, দৈবগত্যা (ক্রিয়াবিশেষণ) ভাগ্যক্রমে; দৈবাৎ; হঠাৎ (কোপার্নিকস কেবল দৈবগত্যা যে সকল নিগ্রহ অতিক্রম করিয়া গিয়াছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দৈব ঘটনা (বিশেষ্য) ১ অলৌকিক ঘটনা বা ব্যাপার। ২ আকস্মিক ঘটনা; হঠাৎ সংঘটিত ব্যাপার। দৈবজ্ঞ বিগণৎকার; জ্যোতিষী; যে ভাগ্য গণনা করে। দৈবদুর্বিপাক (বিশেষ্য) ভাগ্যবিপর্যয়; অদৃষ্টের মন্দ পরিণাম; আকস্মিক বিপদ। দৈবদোষ (বিশেষ্য) অদৃষ্টের দোষ; দেবতার বিরুদ্ধতা (দৈবদোষে ব্যাসদেবে উপজিল ক্রোধ-ভারতচন্দ্র রায়গুণাকর)। দৈববশত, দৈববশে (ক্রিয়াবিশেষণ) ভাগ্যক্রমে; দৈবাৎ; হঠাৎ (একদিন দৈববশে শিষ্যসহ শাস্ত্ররসে-ভারতচন্দ্র রায়গুণাকর)। দৈববাণী (বিশেষ্য) স্বর্গ হতে প্রেরিত কথা; আকাশবাণী; অদৃশ্য দেবতার উক্তি বা কথা। দৈব বিড়ম্বনা (বিশেষ্য) দেবতার বা ভাগ্যের প্রতিকূলতা; বাগ্যবিপর্যয়। দৈবযোগ (বিশেষ্য) আকস্মিক বা অপ্রত্যাশিত ঘটনা। দৈবযোগে (ক্রিয়াবিশেষণ) আকস্মিকভাবে; অপ্রত্যাশিতভাবে (দৈবযোগে এক বিদেশীয় বন্ধুর সহিত সাক্ষাৎ হওয়াতে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। দৈবশক্তি (বিশেষ্য) ১ অলৌকিক ঐশীশক্তি। ২ বিধিদত্ত শক্তি। {(তৎসম বা সংস্কৃত) দেব+অ(অণ্)}
- Bengali Word দৈবকী English definition ⇒ দেবকী
- Bengali Word দৈবত English definition [দোইবত্] (বিশেষ্য) ১ দেব; দেবতা। ২ দেবগণ। □ (বিশেষণ) দেবতাসম্বন্ধীয় (যজ্ঞ জীব দৈবত-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) দেবতা+অ(অণ্)}
- Bengali Word দৈবাগত English definition [দোইবাগতো] (বিশেষণ) দৈবক্রমে আগত; হঠাৎ উপস্থিত (সে যে উপক্ষোর দান দৈবাগত দিনে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দৈব+আগত; ৫(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দৈবাধীন, দৈবায়ত্ত English definition [দোইবাধিন্, দোইবায়োত্তো] (বিশেষণ) দেবতা বা ভাগ্যের বশে; অদৃষ্টের দ্বারা নিয়ন্ত্রিত; মানুষের আয়ত্তে নয় এমন (বল বুদ্ধি বিক্রম বুঝিতে দৈবাধীন-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) দৈব+অধীন, আয়ত্ত; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দৈবাৎ English definition [দোইবাত্] (অব্যয়) আকস্মিকভাবে; সহসা; হঠাৎ; দৈববশে (দৈবাৎ একটা উপায় বাহির হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) দৈব+আৎ (৫মী (একবচন))}
- Bengali Word দৈবিক, দৈব্য English definition [দোইবিক্, দৈইব্বো] (বিশেষণ) ১ দেব সম্পর্কিত। ২ দৈবঘটিত। □ (ক্রিয়াবিশেষণ) দৈবক্রমে; দৈবাৎ। {(তৎসম বা সংস্কৃত) দেব+ইক(ঠক্), য(ষ্যঞ্)}
- Bengali Word দৈবী English definition ⇒ দৈব
- Bengali Word দৈবে, দৈবেঁ ((মধ্যযুগীয় বাংলা)) English definition [দোইবে, দোইবেঁ] (বিশেষ্য) দেবগণ (দৈবে কৈল তোহ্মা একসরী-বড়ু চণ্ডীদাস)। □ (ক্রিয়াবিশেষণ) দৈব বা অদৃষ্ট বলে হঠাৎ (কাহ্নাঞিঁ না বুঝে দৈবেঁ এ বিশেষ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) দৈব+(বাংলা) এ}
- Bengali Word দৈবোপহত English definition [দৈবোপহতো] (বিশেষণ) প্রতিকূল দেবতা বা ভাগ্য দ্বারা বিড়ম্বিত; ভাগ্যহীন। {(তৎসম বা সংস্কৃত) দৈব+উপহত; ৩(তৎপুরুষ সমাস)}
- Bengali Word দৈর্ঘ্য English definition [দোইর্ঘো] (বিশেষ্য) লম্বা দিকের মাপ; লম্বাই। {(তৎসম বা সংস্কৃত) দীর্ঘ+য(ষ্যঞ্)}