ম পৃষ্ঠা ১৩
- Bengali Word মনসব English definition [মন্সব্] (বিশেষ্য) উচ্চপদ। মনসবদার (বিশেষ্য) জায়গিরপ্রাপ্ত সেনাপতির উপাধি (আপনি দশহাজারী মনসবদার-আকবর উদ্দীন)। মনসবদারি, মনসবদারী (বিশেষ্য) মনসবদারের পদ বা কার্য (আলমগীরের দরবারে বড়ো বড়ো মনসবদারী পাইলেন-মোহাম্মদ ওয়াজেদ আলী)। {(আরবি) মনসব}
- Bengali Word মনসা English definition [মনোশা] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত সর্পমাতা নাগদেবী; বিষহরী। ২ সিজ নামক গাছ। মনসামঙ্গল (বিশেষ্য) হিন্দু দেবী মনসার মাহাত্ম্য ও কাহিনী বিষয়ক কাব্যগ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) মনস্+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word মনসিজ English definition [মোনশিজ্] (বিশেষ্য) মদন; কামদেব; কন্দর্প (পুষ্পের কলিকা যেন মনসিজ শর নিদয়া হইয়া মোরে হানেন অন্তর-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) মনস্+√জন্+অ(ড)}
- Bengali Word মনসুখ English definition [মনসুখ্] (বিশেষণ) বাতিল; রহিত। {(আরবি) মানসূক, বিপরীত নাসিখ রহিতকারী}
- Bengali Word মনসুন, মনসূন English definition [মন্সুন্] (বিশেষ্য) মৌসুমি বায়ু; গ্রীষ্মকালে ভারত মহাসাগরে উত্থিত দক্ষিণ-পশ্চিমন কোণ থেকে আগত বাষ্পযুক্ত বায়ু (সমুদ্র পার হয়ে মনসূন এলো আকাশে মেঘের পাখা ছড়িয়ে-বুদ্ধদেব বসু)। {(ইংরেজি) monsoon; (আরবি) মরসিমী}
- Bengali Word মনস্কাম, মনস্কামনা English definition [মনোশ্কাম্, মনোশ্কামোনা] (বিশেষ্য) বাসনা; আন্তরিক কামনা; ইচ্ছা। {(তৎসম বা সংস্কৃত) মনস্+কামনা}
- Bengali Word মনস্তাপ English definition [মনোস্তাপ্] (বিশেষ্য) ১ মানসিক কষ্ট; মনোদুঃখ (তাহে মহাপাত্রের বাড়িল মনস্তাপ-ঘনরাম চক্রবর্তী) ২ অনুশোচনা। {(তৎসম বা সংস্কৃত) মনস্+তাপ}
- Bengali Word মনস্তুষ্টি English definition [মনোস্তুশ্টি] (বিশেষ্য) মনের সন্তোষ; চিত্তের তৃপ্তি। {(তৎসম বা সংস্কৃত) মনস্+তুষ্টি}
- Bengali Word মনস্থ English definition ⇒ মনঃ
- Bengali Word মনস্বী (-ন্বিন্) English definition [মনোশ্শি] (বিশেষণ) উদারচেতা; মহামনা; ধীরচেতা; প্রশস্তচিত্ত; স্থিরচিত্ত। মনস্বিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মনস্বিতা বি। {(তৎসম বা সংস্কৃত) মনস্+বিন্(বিনি)}
- Bengali Word মনহুস English definition [মন্হুশ্] (বিশেষণ) অশুভ; অমঙ্গলজনক; মন্দ; অভিশপ্ত; হতভাগ্য (মনহুস দিন-তালিম হোসেন)। {(আরবি) মন্হুস}
- Bengali Word মনাছিব, মুনাছিব English definition ⇒ মুনাসিব
- Bengali Word মনান্তর English definition [মনান্তর্] (বিশেষ্য) মনোমালিন্য; ঝগড়া (তাঁহাদের সহিত কথান্তর উপস্থিত হইয়া ক্রমে বিলক্ষণ মনান্তর ঘটিয়া উঠিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। {(তৎসম বা সংস্কৃত) মনস্>মন+অন্তর; (নিত্য সমাস)}
- Bengali Word মনাসিব English definition ⇒ মুনাসিব
- Bengali Word মনিঅর্ডার English definition ⇒ মানিঅর্ডার
- Bengali Word মনিব, মুনিব English definition [মোনিব্, মুনিব্] (বিশেষ্য) প্রভু; নিযুক্তকারী ব্যক্তি। {(আরবি) মুনীব}
- Bengali Word মনিব্যাগ English definition ⇒ মানিব্যাগ
- Bengali Word মনিষ, মুনিষ English definition [মোনিশ্, মুনিশ্] (বিশেষ্য) ১ দৈনিক পারিশ্রমিক নিয়ে যারা গৃহস্থ বাড়িতে কাজ করে। ২ কুলি; মজুর। মনিষখাটা (ক্রিয়া) মনিষরূপে কাজ করে জীবিকা উপার্জন করা। {(তৎসম বা সংস্কৃত) মনুষ্য>}
- Bengali Word মনিষ্যি English definition [মোনিশ্শি] (বিশেষ্য) মনুষ্য; মানুষ (তিনি খানদানী মনিষ্যি-রাজশেকর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) মনুষ্য>}
- Bengali Word মনিহারি, মণিহারী, মনোহারি English definition [মোনিহারি, মোণিহারি, মনোহারি] (বিশেষণ) কাগজ-কলম, খেলনা, কাচের চুড়ি, প্রসাধন সামগ্রী, শৌখিন জিনিস প্রভৃতি খুচরা দ্রব্যের বিক্রেতা অথবা সেই সম্পর্কীয়। {(তৎসম বা সংস্কৃত) মণিকার>মণিআ+(বাংলা) হার}