ম পৃষ্ঠা ১২
- Bengali Word মধ্যা English definition ⇒ মধ্য
- Bengali Word মধ্যাহ্ন English definition [মোদ্ধান্হো] (বিশেষ্য) মধ্যদিন; দিনের মধ্যভাগ; দুপুর বেলা; দ্বিপ্রহর। মধ্যাহ্নতপন (বিশেষ্য) দিবা দ্বিপ্রহরের প্রখর সূর্য। মধ্যাহ্নভোজন (বিশেষ্য) দুপুরের আহার; দিনের বেলার প্রধান আহার। {(তৎসম বা সংস্কৃত) মধ্য+অহ্ন}
- Bengali Word মধ্যে English definition ⇒ মধ্য
- Bengali Word মন ১ English definition [মোন্] (বিশেষ্য) ১ চিত্ত; অন্তরিন্দ্রিয়; হৃদয় (মন বসা)। ২ স্মৃতি; স্মরণ (মনে পড়া)। ৩ বোধ (আমার মনে হয়)। ৪ ইচ্ছা; প্রবৃত্তি (মন চায় না, মন যায় না)। ৫ নিষ্ঠা; আন্তরিকতা (মন দিয়ে কাজ করা)। ৬ পছন্দ (মনের মতো বউ)। ৭ অভিনিবেশ; একাগ্রতা (তার লেখাপড়ায় বেশ মন আছে)। ৮ আকাঙ্ক্ষা; সংকল্প (মন করা, বিলেত যেতে মন করা)। মনওঠা, মনউঠা (ক্রিয়া) মনের মতো হওয়ার জন্য খুশি হওয়া; আশা মেটা; তুষ্ট হওয়া (গয়না দেখে গিন্নির মন ওঠেনি)। মন করা (ক্রিয়া) ১ সংকল্প করা; ইচ্ছা করা (কোন চৌকিতে বসলেই উঠি উঠি মন করে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সম্মত হওয়া। মন কর্ষণ (বিশেষ্য) চিত্তের উৎকর্ষ সাধন (কষ্টের মধ্যেই নিজের মন কর্ষণের কিছুটা ব্যবস্থা করে নিতে হবে-এস. এন. কিউ জুলফিকার আলী (নছরু))। মনকলা খাওয়া (ক্রিয়া) কল্পনায় বাঞ্ছিত বস্তু উপভোগ করা। মনকল্প (বিশেষ্য) মনের কথা; মনের ইচ্ছা (মনকল্প তোমার কি মতে আমি জানি-কাজী দৌলত)। মন কষা (ক্রিয়া) ১ চিত্ত দৃঢ় করা। ২ মন পরীক্ষা করা। মন কষাকাষি (বিশেষ্য) পরস্পরের প্রতি মনে বিরূপতা ও বিরোধিতা; পরস্পর মনোমালিন্য; পরস্পর অবনিবনা (প্রবীণ নবীনদের মধ্যে.... মনকষাকষি আরম্ভ হইয়াছিল-মাওলানা মুস্তাফিজুর রহমান)। মন কাড়া (ক্রিয়া) মুগ্ধ করা; মন ভুলানো। মন কেমন করা (ক্রিয়া) মন ব্যথিত বা ভারাক্রান্ত হওয়া; ব্যাকুল হওয়া; কান্না পাওয়া। মন খারাপ হওয়া (ক্রিয়া) দুঃখিত বা বিষণ্ন হওয়া। মনখোলা (বিশেষণ) অকপট; সরল; উদার। মনখোলা (ক্রিয়া) মনের কথা অকপটে খুলে বলা। মনগড়া (বিশেষণ) অলীক; কাল্পনিক; কল্পনাপ্রসূত; বানানো (এ তোমার মনগড়া কথা-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। মনগলা (ক্রিয়া) হৃদয় বিগলিত হওয়া; দয়ার্দ্র হওয়া। মন চলা (ক্রিয়া) চিত্তধাবিত হওয়া (দেহ চলে ত মন চলে না)। মনচোর, মনচোরা, মনোচোর (বিশেষ্য) (বিশেষণ) যে মন চুরি করে; চিত্তচোর; হৃদয়হারক; প্রণয়পাত্র (ভালো না বাসিত চাস হায় মনোচোর-রবীন্দ্রনাথ ঠাকুর)। মনছল (বিশেষণ) মনকে যে ছলনা করে; ছলনাময়ী (মনছল হে মহানিয়তি চঞ্চলা-আহমদ শরীফরাফ সিদ্দিকী)। মন ছোটা, মন ছুটা (ক্রিয়া) প্রবল ইচ্ছা হওয়া। মন জানা (ক্রিয়া) অপরের মনের কথা জানা; অন্তরের ভাব বা অভিপ্রায় অবগত হওয়া। মন টলা (ক্রিয়া) পুর্বসংকল্প বা অভিপ্রায় শিথিল হওয়া; মতের নড়চড় হওয়া; বিচলিত হওয়া; চিত্তবিকার ঘটা (রূপ দেখে মুনির মন পর্যন্ত টলে)। মন টানা (ক্রিয়া) চিত্ত আকর্ষণ করা (এখন আর গ্রামের দিকে মন টানে না)। মনঢালা (বিশেষণ) সম্পূর্ণ আন্তরিক। মন ঢালা (ক্রিয়া) সমর্পণ করা; গাঢ়ভাবে মনোনিবেশ করা। মন থাকা (ক্রিয়া) অন্তরের টান থাকা; ইচ্ছা থাকা। মন থেকে (ক্রিয়াবিশেষণ) ১ আন্তরিকভাবে; আন্তরিকতার সাথে। ২ নিজের কল্পনা থেকে। মন দমা (ক্রিয়া) উদ্যম নষ্ট হওয়া; হতাশ হওয়া। মন দেওয়া (ক্রিয়া) ১ মনোযোগী হওয়া; মন লাগানো। ২ ভালোবাসা। মন দেওয়া নেওয়া, মন দেয়া নেয়া (বিশেষ্য) চিত্ত বিনিময়; একে অন্যকে ভালোবাসা। মনপবন (বিশেষ্য) ১ মনরূপ বাতাস; মনঃপ্রাণ; প্রাণ ও প্রাণবায়ু। ২ পবন বা বায়ুর ন্যায় দ্রুতগামী বা স্বেচ্ছাবিহারী মন (মনপবনের নাও)। মনপবনের দাঁড় (বিশেষ্য) রূপকথার কল্পিত মনপবন নামক অতিদ্রুতগামী নৌকার দাঁড়। মন ফেরানো (ক্রিয়া) ঝোঁক নিবারণ করা; কোনো কিছু হতে নিবৃত্ত করা। মন বসা, মন লাগা (ক্রিয়া) চিত্তস্থির হওয়া; ভালো লাগা (কাজে মন বসেছে)। মন ভার হওয়া (ক্রিয়া) বিরক্ত হওয়া; অপ্রসন্ন হওয়া। মনভোলা (বিশেষণ) ভুলো; কিছু মনে থাকে না এমন; আত্মবিস্মৃত। মন ভোলানো, মন ভুলানো (ক্রিয়া) চিত্তমুগ্ধ করা; মন হরণ করা। মন ভোলানে (বিশেষণ) মনোমুগ্ধকর। মনমরা (বিশেষণ) বিমর্ষ; উৎসাহহীন (চাউনিটা মনমরা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। মন মাতানো১ (ক্রিয়া) অপরের মন আনন্দে অভিভূত করা; চিত্তমুগ্ধ করা। মন মাতানো২, মনমাতানে (বিশেষণ) মন মত্তকারী; যে মনকে আনন্দে মাতিয়ে দেয়; মনোমুগ্ধকর। মন মানা (ক্রিয়া) বোধ বা প্রবোধ মানা; সান্ত্বনা পাওয়া। মন যাওয়া (ক্রিয়া) মন বসা (বিশ্বকর্মার আর কাজে মনই যাচ্ছে না-অবনীন্দ্রনাথ ঠাকুর)। মন জোগানো, মন যোগানো, (ক্রিয়া) পরের খুশিমতো কাজ করে সন্তুষ্ট করা; চাটুকারিতা দ্বারা খুশি করা। মন জোগানো কথা (বিশেষণ) করার জন্য বলা কথা; তোষামোদসূচক বাক্য। মনরক্ষা (বিশেষ্য) কোনোরূপে মনঃক্ষুণ্ন না হয় তার উপায় করা; চাটুকারিতা বা প্রিয় কাজ করে সন্তোষ বিধান। মন রাখা (ক্রিয়া) মন রক্ষা করা; অন্যের ইচ্ছা অনুযায়ী চলে তাকে খুশি করা। মন লাগা (ক্রিয়া) মনে বসা; আগ্রহ অনুরাগ বা উৎসাহ বোধ করা (পড়ায় মন লাগে না)। মন লাগানো (ক্রিয়া) মন যাতে বসে তা করা; মনোযোগ দেওয়া; মনোনিবেশ করা। মন সরা (ক্রিয়া) মন বসা; ভালো লাগা; ইচ্ছা হওয়া; প্রবৃত্তি হওয়া। মন হওয়া (ক্রিয়া) ইচ্ছা হওয়া; প্রবৃত্তি হওয়া। মন হরা (ক্রিয়া) মন চুরি করা; চিত্ত হরণ করা। মন হারানো (ক্রিয়া) মন বশে না থাকা; আত্মহারা হওয়া। মনে আনা (ক্রিয়া) ভাবা; স্মরণ করা; মনে স্থান দেওয়া (ও কথা মনে আনতে নেই)। মনে আসা, মনে ওঠা, মনে উঠা (ক্রিয়া) মনে পড়া; স্মরণ হওয়া; স্মৃতিপথে উদিত হওয়া। মনে করা (ক্রিয়া) স্মরণ করা; চিন্তা করা; সংকল্প করা। মনে করে (ক্রিয়াবিশেষণ) স্মরণ করে; ভেবে; অভিপ্রায় নিয়ে; উদ্দেশ্যে (কি মনে করে সে হঠাৎ চলে গেল সেই জানে)। মনে জাগা (ক্রিয়া) স্মরণ হওয়া; খেয়াল হওয়া; মনে উদিত হওয়া। মনে জানা (ক্রিয়া) অনুভব বা উপলব্ধি করা। মনে থাকা (ক্রিয়া) বিস্মৃত না হওয়া; স্মরণ থাকা। মনে দাগ কাটা, মনে দাগ থাকা (ক্রিয়া) স্মৃতি স্থায়ী হওয়া; হৃদয়ে জাগরূক থাকা; বেদনার ছাপ থাকা। মনে ধরা (ক্রিয়া) মনের মতন হওয়া; পছন্দসই হওয়া। মনে পড়া (ক্রিয়া) স্মরণ হওয়া। মনে পুষে রাখা (ক্রিয়া) মনে করে রাখা; না ভোলা। মনে-প্রাণে (ক্রিয়াবিশেষণ) ঐকান্তিকভাবে; সর্বান্তঃকরণে। মনে মনে (ক্রিয়াবিশেষণ) বাইরে প্রকাশ না করে; নিজের মনে ও অপরের অজ্ঞাতে; কল্পনায়। মনের আগুন (বিশেষ্য) শোক ও দুঃখজনিত মনের তীব্র যন্ত্রণা; অন্তর্দাহ। মনের কালি, মনের ময়লা (বিশেষ্য) ১ মনোমালিন্য; বিবাদ-বিসংবাদ। ২ বিদ্বেষ; ঈর্ষা। ৩ গোপন পাপ; গোপনে কৃত পাপকার্য। মনের গোল (বিশেষ্য) ১ সন্দেহ; সংশয়। ২ দ্বিধা; ইতস্তত ভাব। মনের জোর (বিশেষ্য) মানসিক বল; মনের দৃঢ়তা। মনের ঝাল মিটানো (ক্রিয়া) মনের গোপন বিরূপতা প্রকাশ করা; পুষে রাখা বিদ্বেষ বা ক্রোধের বহিঃপ্রকাশ করা। মনের বিষ (বিশেষ্য) গোপন হিংসা বিদ্বেষ বা শত্রুতা। মনের মতো (বিশেষণ) পছন্দমাফিক; ইচ্ছার অনুরূপ। মনের মানুষ (বিশেষ্য) আপন পছন্দ মতো মানুষ; প্রেমপত্র। মনের মিল (বিশেষ্য) সদ্ভাব; সম্প্রীতি; ঐক্য। মনে রাখা (ক্রিয়া) স্মরণ রাখা। মনে লওয়া, মনে হওয়া (ক্রিয়া) বোধ বা ইচ্ছা হওয়া। মনে লাগা (ক্রিয়া) পছন্দ হওয়া। আপন মনে (ক্রিয়াবিশেষণ) মনে মনে; নিজের মনে; স্বাগত। {(তৎসম বা সংস্কৃত) মনস্, মনঃ>}
- Bengali Word মন ২, মণ English definition [মোন্] (বিশেষ্য) ৪০ সের ওজন। মনকষা (বিশেষ্য) (গণিত) মনের দাম থেকে সেরের দাম প্রভৃতি বের করার শুভঙ্করী নিয়ম। মনকিয়া (বিশেষ্য) (গণিত) মন হিসাবের তালিকা; মনবিষয়ক গণিত। মনকে (ক্রিয়াবিশেষণ) মনপ্রতি; প্রত্যেক মনে; প্রতি মন। {(তৎসম বা সংস্কৃত) মান; (আরবি) মন্}
- Bengali Word মনঃ English definition [মনহ্ (সন্ধিস্থলের ক্ষেত্রে পরপদের প্রথম বর্ণের দ্বিত্ব উচ্চারণ)] (বিশেষ্য) মন। মনকল্পিত (বিশেষণ) মনগড়া; কল্পনায় সৃষ্ট। মন কষ্ট (বিশেষ্য) মনোদুঃখ; মনোবেদনা; মনের কষ্ট। মনক্ষুণ্ন (বিশেষণ) পছন্দসই; মনোমতো; সন্তোষজনক; মনোনীত। মনপ্রান (বিশেষ্য) সমগ্র চিত্ত; সমস্ত অন্তঃকরণ; সমস্ত মন; আন্তরিকতা। মনসংযোগ (বিশেষ্য) মনোযোগ; মনোনিবেশ। মনসমীক্ষণ (বিশেষ্য) মানব-মনের প্রকৃতি ও প্রবণতার বিশ্লেষন; ফ্রয়েড আবিস্কৃত অর্ধচেতন মানসের বিশ্লেষণ ও বিচার পদ্ধতি; psycho-analysis। মনস্থ; মনস্থ (বিশেষণ) মনে স্থিত; অভিপ্রেত; সংকল্পিত। □ (বিশেষ্য) ইচ্ছা; অভিপ্রায়; সংকল্প; প্রতিজ্ঞা। {(তৎসম বা সংস্কৃত) মসন্(মনঃ)}
- Bengali Word মনঃশিলা English definition [মনোশ্শিলা] (বিশেষ্য) একপ্রকার রক্তবর্ণ পাহাড়ি উপধাতু; মনছাল। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+শিলা}
- Bengali Word মনঃস্থ English definition ⇒ মনঃ
- Bengali Word মনকির-নকির English definition [মোন্কির্-নোকির্] (বিশেষ্য) দুই ফেরেশ্তা যাঁরা মৃত ব্যক্তিদের কবরের মধ্যে তাদের ধর্মবিশ্বাস ও কার্যাদি সম্বন্ধে জিজ্ঞাসা করেন। {(আরবি) মন্কির্ নকীর}
- Bengali Word মনক্কা, মুনাক্কা English definition [মনোক্কা, মুনাক্কা] (বিশেষ্য) কিশমিশ অপেক্ষা বড় শুষ্ক আঙুরবিশেষ। {(আরবি) মুনক্কী}
- Bengali Word মনগুন English definition [মনাগুন্] (বিশেষ্য) প্রেমজনিত চিত্তদাহ (মনাগুনের জ্বালায়, অম্বল শূলের জ্বালায় ভেদ আছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {মন+আগুন}
- Bengali Word মনচোর, মনচোরা English definition ⇒ মন১
- Bengali Word মনছাল English definition [মোন্ছাল্] (বিশেষ্য) একপ্রকার রক্তবর্ণ ধাতু। {(তৎসম বা সংস্কৃত) মনঃশিলা>}
- Bengali Word মনজিল English definition ⇒ মঞ্জিল
- Bengali Word মনজুর English definition ⇒ মঞ্জুর
- Bengali Word মনন English definition [মনোন্] (বিশেষ্য) ১ চিন্তন; অনবরত অনুচিন্তন। ২ অনুমান; ধারণা; বোধ; সংকল্প; প্রতিজ্ঞা। মনন-দৈন্য (বিশেষ্য) চিন্তার দৈন্য (বঙ্কিমের মনন-দৈন্য এখানে-আহমদ শরীফ)। মননশীল (বিশেষ্য) চিন্তাশক্তিসম্পন্ন; চিন্তাশীল; ভাবুক; intellectual। মননীয় (বিশেষণ) মননযোগ্য; চিন্তনীয়; ভাবিবার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √মন্+অন(ল্যুট্)}
- Bengali Word মনমথ English definition ⇒ মন্মথ
- Bengali Word মনমোহন English definition ⇒ মনোমোহন
- Bengali Word মনশ্চক্ষু English definition [মনোশ্চোক্খু] (বিশেষ্য) মন রূপ চক্ষু; অন্তর্দৃষ্টি; কল্পনা। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+চক্ষু; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মনশ্চাঞ্চল্য English definition [মনোশ্চান্চোল্লো] (বিশেষ্য) চিত্তচাঞ্চল্য; মনের উদ্বেগ। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+চাঞ্চল্য}