ম পৃষ্ঠা ১৪
- Bengali Word মনীষা English definition [মোনিশা] (বিশেষ্য) প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা (মনীষার স্ফুরণ এখন অতীতের কাহিনী-আ. ন. ম. বজলুর রশীদ)। মনীষী(-ষিন্) (বিশেষণ) ১ মনীষাসম্পন্ন; তীক্ষ্ণধী। ২ জ্ঞানী; বিদ্বান; পণ্ডিত। মনীষিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মনীষিতা (বিশেষ্য) বুদ্ধিমত্তা; মনীষীসুলভ ভাব। {(তৎসম বা সংস্কৃত) মনস্+ঈষা}
- Bengali Word মনু English definition [মোনু] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণ মতে ব্রহ্মার চতুর্দশ পুত্র-বৈবস্বত মনু; আদি মানব। ২ হিন্দু শাস্ত্রপ্রণেতা মনু। মনুজ (বিশেষ্য) মনুর সন্তান; মানুষ; আদমি। মনুজেন্দ্র (বিশেষ্য) নৃপতি; রাজা। মনুসংহিতা (বিশেষ্য) স্মার্ত মুনি মনু প্রণীত আইনশাস্ত্র। মনুরচিত হিন্দু স্মৃতিশাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) √মন্+উ}
- Bengali Word মনুমেন্ট English definition [মোনুমেন্ট্] (বিশেষ্য) কীর্তিস্তম্ভ (তাঁদের রক্ষিতার বাড়ীগুলি আজও মনুমেন্টের মতো তাঁদের স্মরণার্থে রয়েছে-কালীপ্রসন্ন সিংহ)। {(ইংরেজি) monument}
- Bengali Word মনুষ্য English definition [মোনুশ্শো] (বিশেষ্য) নর; মানুষ; মানব। মনুষী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। মনুষ্যকৃত (বিশেষণ) মানুষের দ্বারা সম্পাদিত; মনুষ্য-রচিত। মনুষ্যচরিত (বিশেষ্য) মানবস্বভাব। মনুষ্যজন্ম (বিশেষ্য) মানবজন্ম; মানুষরূপে জন্মগ্রহণ। মনুষ্যত্ব (বিশেষ্য) মানবতা; মানুষের থাকা উচিত এমন সদ্গুণ (প্রতিভা তোমার মনুষ্যত্বের স্পর্ধা-এয়াকুব আলী চৌধুরী)। মনুষ্যত্ববর্জিত (বিশেষণ) মনুষ্যত্ববিহীন; মানবোচিত গুণশূন্য; অমানুষ; পশুতুল্য। মনুষ্যধর্মা (বিশেষণ) মানবোচিত গুণে পূর্ণ। মনুষ্যলোক (বিশেষ্য) নরলোক; পৃথিবী; মর্ত্যলোক। মনুষ্যবাস (বিশেষ্য) লোকালয়। মনুষ্যোচিত (বিশেষণ) মানবোচিত; মানুষের জন্য যা উচিত বা শোভন। {(তৎসম বা সংস্কৃত) মনু+য(যৎ), ‘ষ’(ষুক্)আগম}
- Bengali Word মনোগত English definition [মনোগতো] (বিশেষণ) মানসিক; অন্তরের; মনের অধিকারগত। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+গত; ২ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মনোগত ১ English definition [মনোগতো] (বিশেষণ) কাম; কন্দর্প (তনু মোর মনোজ শরে দমিছে-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষণ) মনে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+√মন্+অ(ড)}
- Bengali Word মনোজগৎ English definition [মনোজগত্] (বিশেষ্য) মনোরূপ ভুবন; অন্তর্জগৎ; ভাবগজৎ; সমস্ত মানসিক ব্যাপার। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+জগৎ}
- Bengali Word মনোজব English definition [মনোজব্] (বিশেষণ) মনের সমান শীঘ্রগামী। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+জব}
- Bengali Word মনোজ্ঞ English definition [মনোগ্গোঁ] (বিশেষণ) মনোহর; সুন্দর; চিত্তাকর্ষক (সাহিত্য সম্বন্ধে মনোজ্ঞ আলোচনা-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল; মেঘ মাঝে মূর্তিখানি মনোজ্ঞ তোমার-সত্যেন্দ্রনাথ দত্ত)। মনোজ্ঞা (স্ত্রীলিঙ্গ)। মোনজ্ঞতা বি। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+√জ্ঞা+অ(ঘঞর্থে ক)}
- Bengali Word মনোদুঃখ English definition [মনোদুক্খো] (বিশেষ্য) শোক; মনের দুঃখ; মনস্তাপ; মনোবেদনা; মানসিক যন্ত্রণা। {(সাধুরীতি) মনঃ+দুঃখ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মনোনিবেশ English definition [মনোনিবেশ্] (বিশেষ্য) মনোযোগ। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+নিবেশ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মনোনীত English definition [মনোনিতো] (বিশেষণ) পছন্দ করা হয়েছে এমন; মনোনয়নপ্রাপ্ত। মনোনীততা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+√নী+ত(ক্ত)}
- Bengali Word মনোনয়ন English definition [মনোনয়োন্] (বিশেষ্য) নির্বাচন; বাছাই; পছন্দকরণ। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+নয়ন; ৩ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মনোবাঞ্ছা English definition [মনোবান্ছা] (বিশেষ্য) অভীষ্ট; মনোস্কাম; মনের সাধ। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+বাঞ্ছা}
- Bengali Word মনোবিকলন শাস্ত্র English definition [মনোবিকলন্শাস্ত্রো] (বিশেষ্য) মানব মনের প্রকৃতি বিশ্লেষণ ও বিচার (পরীক্ষালব্ধ মনোবিকলন শাস্ত্রের ব্যাপক প্রয়োগ করে ফ্রয়েড এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+বিকলন+শাস্ত্র}
- Bengali Word মনোবিচ্ছেদ English definition [মনোবিচ্ছেদ্] (বিশেষ্য) মনোমালিন্য; মনান্তর, ঝগড়া; কলহ। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+বিচ্ছেদ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মনোবিজ্ঞান, মনোবিদ্যা English definition [মনোবিগ্গ্যাঁন্, মনোবিদ্দা] (বিশেষ্য) মনের প্রকৃতি শক্তি বৃত্তি ইত্যাদিবিষয়ক বিজ্ঞান; মনোবিশ্লেষণ তত্ত্ব; mental science; psychology। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+বিজ্ঞান, বিদ্যা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মনোবিবাদ English definition [মনোবিবাদ্] (বিশেষ্য) মনান্তর; মনোমালিন্য; ঝগড়া; কলহ। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+বিবাদ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মনোবৃত্তি English definition [মনোবৃত্তি] (বিশেষ্য) স্মরণ চিন্তন অনুধ্যানাদি মানসিক ক্রিয়া; মনোভাব; চিত্তবৃত্তি। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+বৃত্তি}
- Bengali Word মনোবেদনা, মনোব্যথা English definition [মনোবেদোনা, মনোব্যাথা] (বিশেষ্য) মনের কষ্ট; মনোদুঃখ, অন্তর্যাতনা। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+বেদনা, ব্যথা; ৬ (তৎপুরুষ সমাস)}