ম পৃষ্ঠা ১৫
- Bengali Word মনোভঙ্গ English definition [মনোভঙ্গো] (বিশেষ্য) নৈরাশ্য; নিরুৎসাহ; বিষণ্নতা; বিষাদ। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+ভঙ্গ}
- Bengali Word মনোভাব English definition [মনোভব্] (বিশেষ্য) মদন; মন্মথ; কাম (মনোরম মনোভব সরস মধুর-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) সমঃ+ভব; ৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মনোভাব ১ English definition [মনোভাব্] (বিশেষ্য) মনের অবস্থা; মনের গতি; মানসিক অবস্থা; ইচ্ছা; বাসনা। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+ভাব; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মনোভার English definition [মনোভার্] (বিশেষ্য) হৃদয়ভার; মনোবেদনা; অভিমানদিজনিত মানসিক ক্লেশ (নামাতে পারি যদি মনোভাব-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+ভার; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মনোমত, মনমতো English definition [মনোমতো, মন্মতো] (বিশেষণ) ইচ্ছানুরূপ; পছন্দসই; মনের মতো (দিতে হবে যা আছে আমার সংগ্রহ করা, যা আমার মনোমত-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+মত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মনোমদ English definition [মনোমদ্] (বিশেষ্য) দম্ভ; মিথ্যাগর্ব; অহঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+মদ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মনোমালিন্য English definition [মনোমালিন্নো] (বিশেষ্য) মনের মলিনতা; মনান্তর; ঝগড়া; কলহ। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+মলিন্য; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word মনোমোহন English definition [মনোমোহোন্] (বিশেষণ) মনোহরী; চিত্তাকর্ষক; মনোজ্ঞ; সুন্দর। মনোমোহিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+মোহন}
- Bengali Word মনোময় English definition [মনোময়্] (বিশেষণ) মন দ্বারা সৃষ্ট; মানস; কাল্পনিক; মানসিক; মনঃস্বরূপ। মনোময় কোষ (বিশেষ্য) আত্মার তৃতীয় আবরণ। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+ময়; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মনোযোগ English definition [মনোজোগ্] (বিশেষ্য) ১ মনোনিবেশ; অভিনিবেশ; প্রণিধান; একাগ্রতা; অবহিতচিত্ততা; মনঃসংযোগ। মনোযোগী(-গিন্) (বিশেষণ) মন দিয়েছে এমন; অভিনিবিষ্ট (কাজে অত্যন্ত মনোযোগী হইয়া উঠিল-শামসুদ্দীন আবুল কালাম)। মনোযোগিতা বি। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+যোগ}
- Bengali Word মনোরঞ্জক English definition [মনোরন্জোক্] (বিশেষণ) মনোহর; চিত্তাকর্ষক; মনের সন্তোষ বিধায়ক। মনোরঞ্জিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+রঞ্জক}
- Bengali Word মনোরঞ্জন English definition [মনোরন্জোন্] (বিশেষ্য) চিত্তের সন্তোষ সাধন; মনের আনন্দ দান। □ (বিশেষণ) মনের আনন্দ বিধায়ক; মনোরঞ্জক। মনোরঞ্জিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)মনোরঞ্জনকারিণী; চিত্তবিনোদনকারিণী। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+রঞ্জন}
- Bengali Word মনোরথ English definition [মনোরথ্] (বিশেষ্য) ১ ইচ্ছা; বাসনা; অভিলাষ (নিজ মনোরথ কথা এবে কহ শুনি-সৈয়দ আলাওল)। ২ সংকল্প। মনোরথগতি (বিশেষ্য) যথেচ্ছ গমন শক্তি। □ (বিশেষণ) মনের মতো দ্রুতগতিসম্পন্ন। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+রথ}
- Bengali Word মনোরম English definition [মনোরম্] (বিশেষণ) সুন্দর; মনোজ্ঞ; রমণীয়। মনোরমা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+রম}
- Bengali Word মনোরাজ্য English definition [মনোরাজ্জো] (বিশেষ্য) মনোরূপ রাজ্য; হৃদয়-রাজ্য; মনের ভুবন; মনোজগৎ; ভাবগজৎ। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+রাজ্য}
- Bengali Word মনোলোভা English definition [মেনোলোভা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)দেখে মন মুগ্ধ হয় এমন; মনোমুগ্ধকর; মনোহারিণী; চিত্তহারিণী (ফুলের হাসি মনোলোভা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+লোভা}
- Bengali Word মনোহত English definition [মনোহতো] (বিশেষণ) নিরাশ; হতাশ; হৃদয়ে আঘাত প্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+হত}
- Bengali Word মনোহর English definition [মনোহর্] (বিশেষণ) অতি সুন্দর; চিত্তাকর্ষক। মনোহরা (বিশেষ্য) সন্দেশবিশষ। □ (বিশেষণ) মনোহরণকারিণী; অতি মনোরমা। মনোহরণ (বিশেষণ) হৃদয় মুগ্ধকর। মনোহরশাহি, মনোহরসাহি (বিশেষ্য) মনোহর শাহ প্রবর্তিত কীর্তনের সুরবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+হর}
- Bengali Word মনোহারী ২ English definition ⇒ মনিহারি
- Bengali Word মনোহারী(-রিন্) English definition [মনোহারি] (বিশেষণ) ১ রমণীয়া; চিত্তাকর্ষী; অতিসুন্দর। মনোহারিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) মনঃ+হারী}