ম পৃষ্ঠা ১৬
- Bengali Word মন্টেসরি, মন্টেসরী English definition [মন্টেসরি] (বিশেষ্য) রোমবাসিনী শিক্ষাবিদ ডাক্তার মারিয়া মন্টেসরি, যিনি ১৯০০ খ্রিস্টাব্দে অল্পবয়স্ক বালক-বালিকাদের জন্য বিশেষ শিক্ষা পদ্ধতি প্রবর্তন করেন। ঐ পদ্ধতিকে মন্টেসরি পদ্ধতি বলা হয় (কিন্ডার গার্টেন ও মন্টেসরী পদ্ধতিতে এদের শিশুরা লেখাপড়া শেখে-মুহম্মদ আবদুল হাই)। {(ইটালীয়) Montessori}
- Bengali Word মন্তব্য English definition [মন্তোব্বো] (বিশেষ্য) অভিমত; টীকা। {(তৎসম বা সংস্কৃত) √মন্+তব্য}
- Bengali Word মন্তর English definition [মন্তোর্] (বিশেষ্য) মন্ত্র (বাতাস যেন বদলে গেছে বদলে গেছে মন্তরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মন্ত্র>}
- Bengali Word মন্তা(ন্তৃ) English definition [মন্তা] (বিশেষ্য) (বিশেষণ) মননকর্তা; পরামর্শদানকারী। {(তৎসম বা সংস্কৃত) √মন্+তৃ(তৃচ্)}
- Bengali Word মন্তেক English definition [মন্তেক্] (বিশেষ্য) তর্ক বিদ্যা বা শাস্ত্র; logic (এবং বাংলা মন্তেক করাই অধিকতর পক্ষপাতী-মুজিবর রহমান খাঁ)। {(আরবি) মন্তিক}
- Bengali Word মন্ত্র English definition [মন্ত্রো] (বিশেষ্য) ১ হিন্দুদের দেবপূজা প্রভৃতিতে ব্যবহৃত পবিত্র বাক্য বা শব্দ (বিবাহের মন্ত্র, সাপের মন্ত্র ইত্যাদি)। ২ হিন্দু বিশ্বাসে ত্রাণকারী শব্দ বা শব্দসমূহ (শিবমন্ত্র, মন্ত্রজপ)। ৩ বেদ বা বেদাংশ। ৪ কর্মের মূলনীতি (অহিংসা মন্ত্র)। ৫ মন্ত্রণা; উপদেশ; যুক্তি; যুক্তি-পরামর্শ। ৬ রহস্য। মন্ত্রকুশল (বিশেষণ) পরামর্শদানে নিপুণ। মন্ত্রগুপ্তি (বিশেষ্য) মন্ত্রণার অপ্রকাশ; মন্ত্রণার বা যুক্তি-পরামর্শের গোপনীয়তা রক্ষা। মন্ত্রগূঢ় (বিশেষ্য) গুপ্তচর; spy। মন্ত্রগৃহ (বিশেষ্য) মন্ত্রণাগৃহ; মন্ত্রণাভবন; পরামর্শগৃহ। মন্ত্রগ্রহণ (বিশেষ্য) ১ দীক্ষা গ্রহণ। ২ পরামর্শ গ্রহণ। ৩ কোনো কার্যাদি সাধনের ব্রত গ্রহণ। মন্ত্রজিহ্ব (বিশেষ্য) অগ্নি। মন্ত্রতন্ত্র (বিশেষ্য) মন্ত্রাদি; নানাবিধ মন্ত্র। মন্ত্রদাতা (বিশেষ্য) (বিশেষণ) দীক্ষাগুরু; পরামর্শদাতা। মন্ত্রদাত্রী (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মন্ত্রপূত (বিশেষণ) মন্ত্রের ক্ষমতা। মন্ত্রবিৎ/বিদ (বিশেষণ) ১ মন্ত্রজ্ঞ; মন্ত্রজ্ঞাতা। মন্ত্রমুগ্ধ (বিশেষণ) মন্ত্রের প্রভাবে বা রূপ, গুণ, ব্যক্তিত্ব ইত্যাদিতে বশীভূত। মন্ত্রমুগ্ধা (বিশেষণ) মন্ত্রমুগ্ধা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মন্ত্রশিষ্য (বিশেষ্য) ১ কোনো ব্যক্তি কর্তৃক দীক্ষিত শিষ্য। ২ একান্ত অনুগামী ব্যক্তি। মন্ত্রসাধন (বিশেষ্য) মন্ত্রের দ্বারা সিদ্ধিলাভের চেষ্টা; মন্ত্রের দ্বারা সিদ্ধি লাভের উপায়। মন্ত্রসাধক (বিশেষণ) যে মন্ত্র দ্বারা সাধনা করে; মন্ত্রে সিদ্ধিকামী। মন্ত্রসিদ্ধ (বিশেষণ) মন্ত্রের সাধনায় সফলকাম; মন্ত্রজপ করে সিদ্ধিপ্রাপ্ত; মন্ত্রোপাসনায় সিদ্ধিপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) √মন্ত্র্+অ(অচ্)}
- Bengali Word মন্ত্রণ, মন্ত্রণা English definition [মন্ত্রোন্, মন্ত্রোনা] (বিশেষ্য) ১ গুপ্ত পরমর্শ; অপরের সাথে কোনো বিষয়ে আলোচনা। ২ যুক্তি; কর্তব্য সম্পর্কে উপদেশ বা পরামর্শ (মন্ত্রণা দেওয়া)। মন্ত্রণাগৃহ (বিশেষ্য) পরামর্শের জন্য (প্রধানত গুপ্ত) স্থান। মন্ত্রণাদাতা (বিশেষণ) পরামর্শ দান করে এমন; পরামর্শদানকারী। মন্ত্রণীয় (বিশেষণ) মন্ত্রণা করার উপযুক্ত। মন্ত্রিত (বিশেষণ) ১ মন্ত্রণা দ্বারা স্থির করা হয়েছে এমন। ২ পরামর্শ দ্বারা নির্ধারিত। {(তৎসম বা সংস্কৃত) √মন্ত্র্+অন(ল্যুট্), আ(টাপ্)}
- Bengali Word মন্ত্রী(-স্ত্রিন্) English definition [মোন্ত্রি] (বিশেষ্য) ১ রাজার বা রাষ্টপতির পরামর্শদাতা; উজির; সচিব; অমাত্য (রাজা কৃষ্ণচন্দ্র রায়, অতিবড় মন্ত্রী-রাজীবলোচনা মুখোপাধ্যায়)। ২ রাষ্ট্রশাসনের কোনো বিশেষ বিষয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী (অর্থমন্ত্রী, শিক্ষামন্ত্রী)। ৩ দাবার ঘুটিবিশেষ। □ (বিশেষণ) মন্ত্রণাদাতা। মন্ত্রিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মন্ত্রিত্ব (বিশেষ্য) মন্ত্রীর পদ বা কাজ। {(তৎসম বা সংস্কৃত) √মন্ত্র্+ইন(ইনি)}
- Bengali Word মন্থ English definition [মন্থো] (বিশেষ্য) ১ ছাতু মিশ্রিত পানীয়। ২ মন্থন; বিলোড়ন। ৩ মন্থন-দণ্ড। ৪ নেত্রমল। ৫ চক্ষু রোগবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √মন্থ্+অ(ঘঞ্)}
- Bengali Word মন্থন English definition [মন্থোন্] (বিশেষ্য) আলোড়ন; মথিতকরণ (সমুদ্রমন্থন)। ২ বিনাশ; দলন। মন্থনী (বিশেষ্য) ১ মন্থনদণ্ড; যার দ্বারা মন্থন কার্য সম্পাদিত হয়; মউনি। ২ মন্থনপাত্র। মন্থনমন্থিত (বিশেষণ) আলোড়িত; মথিত (উঠেছিল মন্থিত সাগরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। মন্থী(-ন্থিন্) (বিশেষণ) মন্থনকারী। {(তৎসম বা সংস্কৃত) √মন্থ্+অন(ল্যুট্)}
- Bengali Word মন্থর English definition [মন্থোর্] (বিশেষণ) ১ অলস; দীর্ঘসূত্রী; অদ্রুত; ধীর (মন্থরগামী)। ২ ধীরগামী; মন্দনগামী। ৩ নত; নম্র। মন্থরতা (বিশেষ্য) (আষাঢ় মাসে মেঘের মতন মন্থরতায় ভরা-রবীন্দ্রনাথ ঠাকুর)। মন্থরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)মন্থর শব্দের স্ত্রীলিঙ্গরূপ। □ (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)রামায়ণোক্ত রাজা দশরথের পত্নী কৈকেয়ীর কুব্জা দাসী। {(তৎসম বা সংস্কৃত) √মন্থ্+অর(অরন্)}
- Bengali Word মন্দ English definition [মন্দো] (বিশেষ্য) খারাপ; অননুকূল (মন্দ বস্তু, মন্দ ভাগ্য)। □ (বিশেষণ) ১ কু; অসৎ (মন্দলোক)। ২ ধীর; অলস (শীতল সুগদ্ধ গন্ধবহের মন্দ মন্দ সঞ্চার-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। ৩ অসুস্থ; পীড়িত (শরীর মন্দ)। ৪ ক্ষীণ; ভোঁতা (মন্দবুদ্ধি, মন্দধী)। মন্দতা, মন্দত্ব, মান্দ্য (বিশেষ্য) মন্দা১ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মন্দগতি (বিশেষ্য) ১ ধীর বা মন্থর গতি। □ (বিশেষণ) ধীরগতিযুক্ত (মন্দগতি চলত রচি দীর্ঘ করুণ গাথা-রবীন্দ্রনাথ ঠাকুর)। মন্দগামী(-মিন্) (বিশেষণ) ধীরে চলে এমন; মন্থরগতিসম্পন্ন। মন্দগামিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মন্দচারি (বিশেষণ) মন্দ বাক্য; খারাপ কথা (কথায় কথায় তোমার কাজের নসল্লা ধরছি; হামেশা মন্দচারি কইছি-আবুল মনসুর আহমদ)। মন্দ নয় ১ খারাপ না; মোটামুটি ভাব। ২ (ব্যঙ্গার্থ) বিলক্ষণ; খুব ভালো অর্থাৎ খুব খারাপ। মন্দবুদ্ধি (বিশেষণ) ১ দুষ্টবুদ্ধিসম্পন্ন; কুবুদ্ধিযুক্ত। ২ অল্পবুদ্ধিযুক্ত; স্থূলবুদ্ধি। মন্দভাগ, মন্দভাগ্য (বিশেষ্য) মন্দ বা খারাপ অদৃষ্ট। □ (বিশেষণ) মৃদুভাষী (মন্দভাষী ইন্দু, সখা সিন্ধু তুমি বন্দনীয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। মন্দ মন্দ (ক্রিয়াবিশেষণ) ধীরে ধীরে। মন্দের ভালো (বিশেষণ) অনেক মন্দের মধ্যে অপেক্ষাকৃত কম মন্দ, তেমন ভালো না হলেও কিছু ভালো। {(তৎসম বা সংস্কৃত) √মন্দ্+অ(অচ্)}
- Bengali Word মন্দন English definition [মন্দোন্] (বিশেষ্য) (বিজ্ঞান.) বেগের ক্রমিক হ্রাস; retardation। {(তৎসম বা সংস্কৃত) √মন্দ্+অন(ল্যুট্)}
- Bengali Word মন্দর English definition [মন্দর্] (বিশেষ্য) হিন্দুপরাণ অনুসারে সমুদ্র মন্থনকালে মন্থনদণ্ডরূপে ব্যবহৃত পর্বত (মন্দর আপনি অচল হইল হেরি উচ্চ কুচযুগে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √মন্দ্+অর(অরন্)}
- Bengali Word মন্দা ১ English definition ⇒ মন্দ
- Bengali Word মন্দা ২ English definition [মন্দা] (বিশেষ্য) ১ মন্দ। ২ অবনিতি; হ্রাস। ৩ পণ্য দ্রব্যের মূল্য বা ক্রয়-বিক্রয়ের হ্রাস; depression (মন্দার সময়) ৪ (মধ্যযুগীয় বাংলা) খারাপ লোক; দুষ্টলোক (অধর নীরস মঝু কবুলহি মন্দা-বিদ্যাপতি)। □ (বিশেষণ) পণ্যদ্রব্যের চাহিদা কমা; মূল্যের অবনতি (বাজার মন্দা)। {(তৎসম বা সংস্কৃত) মন্দ+ (বাংলা) আ}
- Bengali Word মন্দাকিনী English definition [মন্দাকিনি] (বিশেষ্য) হিন্দুপুরাণ অনুসারে স্বর্গের গঙ্গা নদী। {(তৎসম বা সংস্কৃত) মন্দ+√অক্+ইন্(ণিনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word মন্দাক্রান্তা English definition [মন্দাক্ক্রান্তা] (বিশেষ্য) ১ সংস্কৃত ছন্দের নাম। ২ শ্রুতিমধুর পদ্য ছন্দের ন্যায় (জীবনতরী বহে যেত মন্দাক্রান্ত তালে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মন্দ+আক্রান্তা}
- Bengali Word মন্দাগ্নি English definition [মন্দাগ্নি] (বিশেষ্য) অগ্নিমান্দ্য; ক্ষুধার অপ্রাচুর্য (ছেলেরা শারীরিক ও মানসিক মন্দাগ্নিতে জীর্ণশীর্ণ হয়ে-প্রমথ চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) মন্দ+অগ্নি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word মন্দার ২ English definition [মন্দার্] (বিশেষ্য) ১ স্বর্গের উদ্যানস্থ বৃক্ষ; স্বর্গের পুষ্পবিশেষ (পূর্ণ পুষ্ট মন্দার মুকুল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মাদার গাছ। {(তৎসম বা সংস্কৃত) √মন্দ্+আর(আরন্)}