ম পৃষ্ঠা ১৭
- Bengali Word মন্দির English definition [মোন্দির্] (বিশেষ্য) ১ দেবালয়; পূজা বা উপাসনার গৃহ। ২ গৃহ। ভবন; বাড়ি (যার যে মন্দিরে গেলা পরম তাপিত-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) √মন্দ্+ইর(কিরচ্)}
- Bengali Word মন্দিরা English definition [মোন্দিরা] (বিশেষ্য) করতালজাতীয় কাঁসা বা পিতল নির্মিত বাদ্যযন্ত্রবিশেষ; cymbals। {(তৎসম বা সংস্কৃত) মঞ্জীর>}
- Bengali Word মন্দীভূত English definition [মোন্দিভুতো] (বিশেষণ) মৃদু হয়ে আসছে এমন; ক্ষীণতাপ্রাপ্ত; হ্রাসপ্রাপ্ত; বেগ বা তেজ কমে এসেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √মন্দ্+ঈ(চ্বি)+ভূ+ত(ক্ত)}
- Bengali Word মন্দুরা English definition [মোন্দুরা] (বিশেষ্য) ১ অশ্বশালা; ঘোড়াদের থাকার স্থান (মন্দুরা ত্যজিয়া বাজীরাজী বক্রগ্রীব-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মন্দ্+উর(উরচ্)+আ(টাপ্)}
- Bengali Word মন্দোদরী English definition [মন্দোদোরি] (বিশেষ্য) রামায়ণোক্ত রাবণের মহিষী। {(তৎসম বা সংস্কৃত) মন্দ+উদর+ঈ(ঙীষ্)}
- Bengali Word মন্দ্র English definition [মন্দ্রো] (বিশেষ্য) ১ গম্ভীর শব্দ; বাদ্যযন্ত্র; মৃদঙ্গ (বিপুল গভীর মধুর মন্দ্রে কে বাজাবে সেই বাজনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) গম্ভীর; গাম্ভীর্যপূর্ণ। মন্দ্রভাষে (ক্রিয়াবিশেষণ) গম্ভীর ভাষায় (বলিছেন মন্দ্রভাষে নাগদলে ডাকি-সত্যেন্দ্রনাথ দত্ত)। মন্দ্রিত (বিশেষণ) গম্ভীর শব্দে ধ্বনিত বা নিনাদিত (মন্দ্রিত তব ভেরী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √মন্দ্+র}
- Bengali Word মন্বন্তর English definition [মন্নোন্তর্] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণ মতে চতুর্দশ মনুর মধ্যে এক এক মনুর অধিকার কাল। ২ ব্যাপক দুর্ভিক্ষ বা আকাল (ছিয়াত্তরের মন্বন্তরে সবই গেছে-আবু ইসহাকশা)। {(তৎসম বা সংস্কৃত) মনু+অন্তর; (নিত্য সমাস)}
- Bengali Word মন্মথ, মনমথ (মধ্যযুগীয় বাংলা) English definition [মন্মথো] (বিশেষ্য) হিন্দু দেবতা কামদেব; কন্দর্প; প্রেমের দেবতা। মন্মথপ্রিয়া, মন্মথমোহিনী (বিশেষ্য) কামপত্নী; রতি দেবী। মন্মথবন্ধু (বিশেষ্য) চন্দ্র। মন্মথসুহৃদ (বিশেষ্য) বসন্ত। {(তৎসম বা সংস্কৃত) মন্মথ,>মনমথ(স্বরাগমে)}
- Bengali Word মন্যা, মন্যি English definition [মোন্না, মোন্নি] (বিশেষ্য) অভিশাপ (শাপমন্যি)। {(তৎসম বা সংস্কৃত) √মন্+য(ক্যাপ্)+আ(টাপ্),>}
- Bengali Word মন্যু English definition [মোন্নু] (বিশেষ্য) ১ ক্রোধ; রোষ; রাগ। ২ শোক। ৩ দৈন্য। ৪ যজ্ঞ। ৫ দর্প; অহঙ্কার। {(তৎসম বা সংস্কৃত) √মন্+যু(যুচ্)}
- Bengali Word মফস্বল, মফঃস্বল English definition [মফোশ্শল্] (বিশেষ্য) ১ শহর বহির্ভূত স্থান; গ্রাম। ২ কাপড়ের পাড় বা জমির নক্সার বিপরীত দিক। {(আরবি) মুফসসল}
- Bengali Word মফিদ English definition [মোফিদ্] (বিশেষণ) উপকারী; যাতে ফায়দা আছে এমন (গরীব এতিম মিসকিনে দে যা কিছু মফিদ-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) মুফীদ}
- Bengali Word মফেল, মহফেল, মহফিল English definition [মফেল্, মহোফেল্, মহফিল্] (বিশেষ্য) আসর; মহফিল (মলুদের মফিল ছেড়ে উঠল তেড়ে যতেক মুসলমান-জসীমউদ্দীন)। {(আরবি) মহফিল}
- Bengali Word মবলগ English definition [মব্লগ্] (বিশেষ্য) ১ নগদ। ২ মোট (মবলগ পঁচিশ টাকা)। {(আরবি) মবলগ}
- Bengali Word মম English definition [মমো] (বিশেষণ) (পদ্যে ব্যবহৃত) আমার। {(তৎসম বা সংস্কৃত) মম}
- Bengali Word মমতা, মমত্ব English definition [মমোতা, মমোত্তো] (বিশেষ্য) ১ আপন জ্ঞান বা বোধ। ২ মায়া। ৩ আসক্তি। {(তৎসম বা সংস্কৃত) মম+তা(তল্)}
- Bengali Word মমলেট English definition [মম্লেট্] (বিশেষ্য) দুধে ফেটিয়ে ডিম দ্বারা প্রস্তুত একপ্রকার ভাজা খাদ্য; অমলেট (যখন খুশী রেস্তোরায় ঢুকে মমলেট কাটলেট হুকুম দিতে লজ্জা করে-সৈয়দ মুজতবা আলী)। {ফরাসি omelet}
- Bengali Word মমি, মমী English definition [মোমি] (বিশেষ্য) পচনরোধক ঔষধে রক্ষিত প্রাচীন মিসরের রাজাদের শব (মিশরের মমী ঘিরিয়া নেচেছে রাতের পিশাচ দল-জসীমউদ্দীন)। {(ইংরেজি) mummy; (ফারসি) মূমিয়া}
- Bengali Word মমিন English definition ⇒ মোমিন
- Bengali Word মমী English definition ⇒ মমি