ম পৃষ্ঠা ১৯
- Bengali Word মরমি, মরমী English definition [মরোমি] (বিশেষণ) ১ আধ্যাত্মিক। ২ সহানুভূতি সম্পন্ন; দরদযুক্ত; দরদি (মরমি বন্ধু)। □ (বিশেষ্য) (বিশেষণ) অধ্যাত্ম বিষয়ক উপলব্ধির (তত্ত্ব) মানুষ; মর্ম উপলব্ধিকারী; মরমিয়া বা অজ্ঞেয় অতীন্দ্রিয় তত্ত্বের আলোচক; mystic। {(তৎসম বা সংস্কৃত) মর্মী>মরমি, মরমী}
- Bengali Word মরমিয়া English definition [মরোমিয়া] (বিশেষ্য) (বিশেষণ) ১ ধর্মাদির বাইরের আড়ম্বর বর্জনপূর্বক তার মর্মোদ্ঘাটনে প্রচেষ্টাকারী; mystic। ২ সাধারণ বুদ্ধির অতীত গূঢ় ঐশ্বরিক তত্ত্ববিষয়ক (মরমিয়া তত্ত্ব); যিনি অতীন্দ্রিয় বিষয় সম্পর্কে জ্ঞান রাখেন; অতীন্দ্রিয় বিষয়বোধে সমর্থ ব্যক্তি (মরমিয়া সাধক)। {মরম+ইয়া}
- Bengali Word মরশুম English definition ⇒ মৌসুম
- Bengali Word মরষা, মরসা (মধ্যযুগীয় বাংলা) English definition [মরশা] (ক্রিয়া) ক্ষমা করা; মার্জনা করা। মসষিআঁ (মধ্যযুগীয় বাংলা) (অসমাপিকা ক্রিয়া) (দোষ বা অপরাধ) ক্ষমা করে (সব মরষিয়া তাক জিঅ বনমালী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। মরষিল, মরিসিল (মধ্যযুগীয় বাংলা) ক্ষমা করলাম (সব মরষিল রাধা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। মরষিহ (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) মার্জনা বা ক্ষমা করছ। মরসিব (মধ্যযুগীয় বাংলা) ক্ষমা করবে (বচদা)। {(তৎসম বা সংস্কৃত) √মর্য>}
- Bengali Word মরসুম English definition ⇒ মৌসুম
- Bengali Word মরহারা English definition ⇒ মারহাবা
- Bengali Word মরহুম English definition [মর্হুম্] (বিশেষণ) আল্লাহর রহমত (দয়া) প্রাপ্ত; মৃত; স্বর্গীয়; লোকন্তরিত (মরহুম আবদুল করিম সাহিত্য বিশারদ)। মরহুমা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(আরবি) মরহুম}
- Bengali Word মরা English definition [মরা] (ক্রিয়া) ১ প্রাণত্যাগ করা; দেহত্যাগ করা। ২ বিপদগ্রস্ত বা বিনষ্ট হওয়া (চাকরিটা না পেলে বেচারা মরবে)। ৩ মানসিক কষ্ট পাওয়া (ভেবে মরছি)। ৪ শুকিয়ে যাওয়া; মজে যাওয়া (নদীটা একেবারেই মরে গেছে)। ৫ হ্রাস পাওয়া; কমে যাওয়া (ব্যথা মরা)। ৬ নির্জীব হওয়া; কোনোক্রমে বেঁচে থাকা (লোকটা অভাবে মরে আছে)। ৭ লুপ্ত হওয়া; শেষ হয়ে যাওয়া (বাতাস আলো গেল মরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৮ প্রেমে আত্মবিস্মৃত হওয়া; কলঙ্কিনী হওয়া (ও রমা দিদি তাই বুঝি তুমি মরেছ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। ৯ নষ্ট হওয়া (রঙ জ্বলে গেলো, ধোপ মরে গেলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। মরা কটাল ⇒ কটাল। মরা কান্না (বিশেষ্য) বাড়িতে কেউ মারা গেলে আত্মীয়-স্বজন যেরূপ উচ্চরোলে কাঁদে সেরূপ ক্রন্দন। মরাগাঙ, মরা নদী (বিশেষ্য) মজা নদী; শুষ্ক নদী। মরা মরা ধার (বিশেষ্য) যে ধার বা তীক্ষ্ণতা নষ্ট হয়ে গেছে। মরাপেট, মরানাড়ি (বিশেষ্য) বহুদিন ধরে অর্ধাহার বা অনাহারে হজমশক্তি নষ্ট হওয়ার ফলে অধিক আহার গ্রহণ করতে ও তা পরিপাক করতে অসমর্থ পাকস্থলী। □ (বিশেষণ) অল্প আহারেই পেট ভরে যায় এমন। মরামাস (বিশেষ্য) খুশকি; মরা চামড়া। মরা মুখ দেখা (ক্রিয়া) কঠিন শপথ করা। মরাস্রোত (বিশেষ্য) যে স্রোত পানির অপ্রতুলতাবশত অতি ধীরে বয় বা যে নদী শুষ্কপ্রায় হয়ে যাওয়ায় স্রোতহীন (পদ্মার মরাস্রোত শীতলতার আহ্বান প্রসারিত করে কোন দূর পানে চলে যাবার তাগিদে-সরদার জয়েনউদ্দীন)। মরাহাজা (বিশেষণ) শীর্ণ; ক্ষীণ; ক্ষয়প্রাপ্ত; শুষ্ক; মৃত। মরার বাড়া গাল নেই- ১ যার উপরে আর মন্দ বাক্য নেই; যতো রকম অমঙ্গল হতে পারে তার মধ্যে মৃত্যুর তুল্য আর কিছু নয়। ২ চরম তিরস্কার। {(তৎসম বা সংস্কৃত) √মৃ> (বাংলা) √মর্+আ}
- Bengali Word মরাই, মরায় English definition [মরাই, মরায়্] (বিশেষ্য) ধানের গোলা (উঠানে তোর শূন্য মরাই মড়ার মত পড়ে-কাজী নজরুল ইসলাম; মরায়ের পাশে চড়ুই শালিক নাচে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) মরার>}
- Bengali Word মরাঞ্চে English definition ⇒ মড়াঞ্চে
- Bengali Word মরাঠা English definition ⇒ মারাঠা
- Bengali Word মরানো English definition [মরানো] (ক্রিয়া) ১ মরিয়ে অর্থাৎ শুকিয়ে ফেলা; জ্বাল দিয়ে জলীয় অংশ শুকিয়ে ফেলা (দুধ মরিয়ে ক্ষীরে পরিণত করেছ)। ২ মেরে ফেলা। {মরা+আনো}
- Bengali Word মরাল English definition [মরাল্] (বিশেষ্য) রাজহাঁস; এক শ্রেণির বড় হাঁস; flamingo; swan (কোথায় জলে মরাল চলে মরালী তার পিছে পিছে-সত্যেন্দ্রনাথ দত্ত)। মরালী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মরালগামিনী (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)রাজহংসীর মতো মন্থর ও মনোহর গতিযুক্তা। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+আল(আলচ্)}
- Bengali Word মরায় English definition ⇒ মরাই
- Bengali Word মরি English definition ⇒ মরি মরি
- Bengali Word মরিচ, মরীচ English definition [মোরিচ্] (বিশেষ্য) ১ ক্ষুদ্র ঝাল ফল; ঝাল মসলাবিশেষ; গোল মরিচ; প্রধানত সবজি তরকারি ভর্তা ইত্যাদিতে ব্যবহৃত। ২ লঙ্কা (কাঁচা মরিচ, শুকনা মরিচ)। জিরা মরিচ (বিশেষ্য) জিরা ও গোল মরিচ। গোল মরিচ (বিশেষ্য) বৃন্তযুক্ত ক্ষুদ্র ঝাল ফল যা ভেষজরূপেও ব্যবহৃত হয়। কামরাঙ্গা মরিচ (বিশেষ্য) কামরাঙ্গার মতো সবুজ ও লাল রঙের প্রচুর ঝালবিশিষ্ট মাঝরি আকারের মরিচ রূপে ব্যবহৃত শুকনা লঙ্কা। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+ইচ}
- Bengali Word মরিচা, মরচে, মর্চে English definition [মোরিচা, মোরচে, মরচে] (বিশেষ্য) জং; লৌহমল (মরিচা ধরা, মরিচা পড়া, প্রাণশক্তির অভাব ঘটে বলে তাতে জীবনে মর্চে পড়ে-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) মূরচহ}
- Bengali Word মরিমরি, মরি English definition [মোরিমোরি, মোরি] (অব্যয়) এক প্রকার বিস্ময়, বিদ্রূপ বা আনন্দসূচক ধ্বনি; মরতে রাজি; মরণেও সুখ। {(প্রাকৃত) হমারি>}
- Bengali Word মরিযাদ English definition [মোরিজাদ্] (পদ্যে ব্যবহৃত) (বিশেষ্য) মর্যাদা; সম্ভ্রম; সম্মান (খোয়াল কুল মরিযাদ-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) মর্যাদা>(স্বরাগমে) মরিযাদ}
- Bengali Word মরিয়া, মরীয়া English definition [মোরিয়া] (বিশেষণ) মৃত্যুবরণে প্রস্তুত; হতাশ হওয়ার ফলে বিপদ সম্বন্ধে বেপরোয়া (আমিও মরিয়া হয়ে শুরু করলাম পরীক্ষা নিরীক্ষা-রাজিয়া খান)। {(বাংলা) √মর্+ইয়া, ঈয়া}