ম পৃষ্ঠা ২০
- Bengali Word মরীচ English definition ⇒ মরিচ
- Bengali Word মরীচি English definition [মোরিচি] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত ব্রহ্মার মানসপুত্র (মরণের দূতী মরীচি নাগিনী আগুনের হাম্মামে অবগাহি উঠে-শাহাদাত হোসেন)। ২ রশ্মি; কিরণ; প্রভা। মরীচিমায়া (বিশেষ্য) মরীচির মায়া; মরীচিকার ভ্রান্তি; মিথ্যা আশা (তৃষ্ণা-আতুর হরিণীর চোখে কি হবে হানিয়া মরীচিমায়া-মোহিতলাল মজুমদার)। মরীচিমালী (বিশেষ্য) সূর্য; রবি; ভাস্কর (হেথায় প্রখর মরীচিমালীর জ্বলে হুতাশন জ্বালা-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+ঈচি}
- Bengali Word মরীচিকা English definition [মোরিচিকা] (বিশেষ্য) ১ মৃগতৃষ্ণিকা] (বিশেষ্য) ১ মৃগতৃষ্ণিকা; মরুভূমিতে সূর্যের কিরণে জল ভ্রান্তি। ২ (আলঙ্কারিক) বৃথা আশার ছলনা; ধোঁকা (মরীচিকার মতো সমস্ত আশাই শূন্যে মিলিয়ে গেল)। {(তৎসম বা সংস্কৃত) মরীচি+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word মরীয়া English definition ⇒ মরিয়া
- Bengali Word মরু English definition [মোরু] (বিশেষ্য) ১ জল উদ্ভিদ জীবশূন্য বালুকাময় স্থান। ২ পানি ও বৃক্ষলতাহীন সুবিশাল প্রান্তর। মরুজাহাজ (বিশেষ্য) উট। মরুঝড় (বিশেষ্য) মরুভূমিতে বালুকা ঝড়; সাইমুম। মরুদ্বীপ (বিশেষ্য) মরুভূমিতে অবস্থিত জল ও বৃক্ষাদি পূর্ণ স্থান; oasis। মরুবক, মরূবক (বিশেষ্য) ১ মরু বা বালুকাময় স্থানে জাত ফলগাছ (আমোদিত মরুবক সুগন্ধি মালতী-সৈয়দ আলাওল)। ২ ব্যাঘ্র। মরুভূ, মরুভূমি, মরুস্থল, মরুস্থলী (বিশেষ্য) মরুময় বা বিস্তীর্ণ বালুকাময় স্থান (ভারত এখন মরুভূ-সমান-কায়কোবাদ)। মরুসম্ভব (বিশেষণ) মরুভূমিতে জাত বা উৎপন্ন। মরুসাইমুম (বিশেষ্য) মরুভূমির লু হাওয়া; প্রচণ্ড উত্তপ্ত বায়ু-বিশেষ (কখনও বা মরু সাইমুম ও মরুঝটিকার সম্মুখীন-গোলাম মোস্তফা)। মরুসাগর (বিশেষ্য) বালুর সাগর (সেই অবলুপ্ত সমুদ্রেরই শেষ চিহ্ন মরুসাগর জর্দান অঞ্চলে-মোহাম্মদ বরকতুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+উ}
- Bengali Word মরুত, মরুৎ English definition [মোরুত্] (বিশেষ্য) বায়ু; বাতাস (বাড়ির মেয়েগিদকে সূর্যচন্দ্র মরুৎগণের দুষ্প্রবেশ্য অন্তঃপুরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+উৎ(উতি)}
- Bengali Word মরুদ্বীপ English definition ⇒ মরূদ্যান
- Bengali Word মরুয়ত English definition [মোরুয়ত্] (বিশেষ্য) মনুষ্যত্ব; মানবোচিত ব্যবহার (টাকাই তোমাদের ধর্ম কর্ম; টাকাই তোমরা চেন, খাতির মরুয়ৎ ত নাই-মীর মশাররফ হোসেন)। {(আরবি) মরুরয়ৎ}
- Bengali Word মরুয়া (মধ্যযুগীয় বাংলা) English definition [মোরুয়া] (বিশেষ্য) বাবুই তুলসী (দামিনী মরুয়া ফুল ফুটে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) মরুবক>}
- Bengali Word মরূদ্যান, মরুদ্বীপ English definition [মোরুদ্দান্, মোরুদ্দিপ্] (বিশেষ্য) মরুভূমিতে অবস্থিত জল ও বৃক্ষাদি পূর্ণ; স্থান; oasis। {(তৎসম বা সংস্কৃত) মরু+উদ্যান, দ্বীপ}
- Bengali Word মরূবক, মরুবক (মধ্যযুগীয় বাংলা) English definition [মরুবক্] (বিশেষ্য) ১ বাঘ (পশু হস্তিগণ মরুবক-কাশীরাম দাস)। ২ একপ্রকার কাঁটা গাছ। ৩ জামীর; জম্বীর। {(তৎসম বা সংস্কৃত) মরু+√বা+অ(ক)+ক(কন্)}
- Bengali Word মর্কট English definition [মর্কট্] (বিশেষ্য) ১ ক্ষুদ্রাকৃতি বানর। ২ মাকড়সা। মর্কটী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। মর্কটজাল, মর্কটবাস (বিশেষ্য) মাকড়সার জাল (না রাখ মর্কট জাল ঘরে-সৈয়দ আলাওল)। মর্কটবৈরাগী (বিশেষ্য) ভণ্ড বৈরাগী। মর্কট বৈরাগ্য (বিশেষ্য) লোক দেখানে ভানকৃত বৈরাগ্য; সংসারে অনাসক্তির ভান করে যে; ভণ্ডামি। {(তৎসম বা সংস্কৃত) √মর্ক+অট(অটন্)}
- Bengali Word মর্গ English definition [মর্গো] (বিশেষ্য) যে ঘরে শনাক্ত করার জন্য শব রাখা হয়; জানঘর (মর্গের অন্ধকারে কত মৃত্যু জীবনের হিসেব না দিয়েই ইতিহাসের আড়াল হোল-আবদুল গনি হাজারী)। {(ইংরেজি) morgue}
- Bengali Word মর্চে English definition ⇒ মরিচা
- Bengali Word মর্জি English definition [মোরজি] (বিশেষ্য) ইচ্ছা; খেয়াল; খুশি। মর্জিমাফিক (বিশেষণ) ইচ্ছানুযায়ী। {(আরবি) মরদী}
- Bengali Word মর্জিয়া English definition [মোর্জিয়া] (বিশেষ্য) ডুবুরি; যে নিমজ্জিত হয়েছে (মর্জ্জিয়া ডুবিলে মাত্র পায় ভাগ্যফল-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) √মস্জ্>+ (বাংলা) ইয়া}
- Bengali Word মর্টগেজ, মরগেজ English definition [মর্ট্গেজ্, মর্গেজ্] (বিশেষ্য) বন্ধক; রেহান; ঋণ গ্রহণের জামিনস্বরূপ সম্পত্তি বন্ধক রাখ। মর্টগেজি (বিশেষণ) ঋণ গ্রহণের জামিনস্বরূপ দায়বদ্ধ। {(ইংরেজি) mortgag}
- Bengali Word মর্টার English definition [মর্টার্] (বিশেষ্য) ১ এক রকম কামান; গোলা ইত্যাদি ছোড়ার যন্ত্র। ২ হামানদিস্তা খল। ৩ দালান তৈরির জন্য সিমেন্ট; সুরকি, বালি ইত্যাদির মসলা বা মিশ্র। {(ইংরেজি) mortar}
- Bengali Word মর্ত, মর্ত্য English definition [মর্তো] (বিশেষ্য) ১ মনুষ্যলোক; পৃথিবী; মরলোক; সংসার; ইহলোক। ২ মানুষ। □ (বিশেষণ) মরণশীল; অচিরস্থায়ী; নশ্বর। মর্তধাম, মর্তভূমি, মর্তলোক (বিশেষ্য) মনুষ্যলোক; পৃথিবী (এই মর্তভূমে বিরাজিত স্বর্গলোক)। মর্তলীলা (বিশেষ্য) মানবজীবন; মনুষ্যজীবনের কার্যকলাপ; জন্মমৃত্যুর ব্যাপার। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+ত(তন্), য(যৎ)}
- Bengali Word মর্তবা English definition ⇒ মরতবা