ম পৃষ্ঠা ২১
- Bengali Word মর্তমান English definition [মরতোমান্] (বিশেষ্য) এক জাতীয় কলা; বর্মাদেশের মার্তাবান দ্বীপ থেকে যে কলার প্রজাতি আনা হয়েছে (চারি পাশে মর্তমান, চম্পা, কাঠালি রম্ভা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ইংরেজি) martaban}
- Bengali Word মর্ত্যুকাম English definition [মোর্তুকাম্] (বিশেষণ) মরতে ইচ্ছুক; মরণাভিলাষী। {(তৎসম বা সংস্কৃত) মর্ত্যু+কাম}
- Bengali Word মর্দ, মদ্দ English definition [মর্দো, মদ্দো] (বিশেষ্য) ১ মরদ; ব্যাটাছেলে; পুরুষ। ২ যুবক; জোয়ানলোক। ৩ স্বামী; পতি (মর্দ বউ দুইজনেই সমান)। □ (বিশেষণ) বীর পুরুষ; সাহসী। (এই তো মর্দ মানুষের কথা; ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল)। মর্দা, মদ্দা (বিশেষণ) পুরুষ জাতীয়। মাদি (স্ত্রীলিঙ্গ)। মর্দানা (বিশেষ্য) পুরুষ। □ (বিশেষণ) পুরুষের; পুরুষোচিত; পুরুষের যোগ্য। মর্দানি, মদ্দানি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)পুরুষ প্রকৃতির নারী (নিন্দার্থে)। মর্দামি, মদ্দামি (বিশেষ্য) ১ পুরুষোচিত ভাব। ২ পুরুষত্ব; পৌরুষ; শৌর্য; বীরত্ব; বাহাদুরি। {(ফারসি) মরদ্}
- Bengali Word মর্দন English definition [মর্দোন্] (বিশেষ্য) ১ দলন; পিষ্টকরণ; পীড়ন; নির্যাতন; অত্যাচার; পেষণ। ২ দলনকারী; দমনকারী; পীড়নকারী (শত্রুমর্দন, দনুজমর্দন)। মর্দিত (বিশেষণ) দলিত; মর্দিত; পিষ্ট। মর্দিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √মৃদ্+অন(ল্যুট্)}
- Bengali Word মর্দল English definition [মর্দল্] (বিশেষ্য) মাদল; ঢোল; খোলের মতো বাদ্যযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) মর্দ+√লা+অ(ক)}
- Bengali Word মর্দা, মর্দানা, মর্দানি, মর্দানী English definition ⇒ মর্দ
- Bengali Word মর্দিনী English definition ⇒ মর্দী
- Bengali Word মর্দী English definition [মোর্দি] (বিশেষ্য) (বিশেষণ) মর্দনকারী; দমনকারী। মর্দিনী (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)মর্দনকারিণী; দমনকারিণী (মহিষমর্দিনী)। {(তৎসম বা সংস্কৃত) মর্দ+ইন্}
- Bengali Word মর্ম, মর্ম্ম English definition [মর্মো] (বিশেষ্য) ১ প্রাণ-স্থান; শরীরের বিশেষ বিশেষ সন্ধিস্থান যেখানে আঘাত করলে প্রাণনাশ হতে পারে (মর্মস্থল, মর্মস্থান)। ২ হৃদয় (মর্মপীড়া, মর্ম-ভেদী)। ৩ উদ্দেশ্য; ইচ্ছা (এই মর্মে)। ৪ তাৎপর্য; মূলভাব; সার (সারমর্ম)। ৫ নিগূঢ় অর্থ; রহস্য; গুপ্ততত্ত্ব (মর্মোদ্ধার)। মর্মকথা (বিশেষ্য) মনের কথা; হৃদয়ের কথা; নিগূঢ় অর্থ; গুপ্ত রহস্য। মর্মগ্রহণ, মর্মগ্রহ, মর্মধাণ, মর্মাবধারণ (বিশেষ্য) তাৎপর্যবোধ; মূলভাব উপলব্ধি; অনুধাবন (আপনি যাহা বলিলেন আমি তাহার মর্মগ্রহ করিতে পারিয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। মর্মগ্রাহী (বিশেষণ) মর্মগ্রহণকারী; তত্ত্বগ্রহণকারী। মর্মঘাতী, মর্মন্তুদ, মর্মভেদী, মর্মান্তিক (বিশেষণ) ১ হৃদয়বিদারক; মারাত্মক; নিদারুন (মর্মঘাতী আঘাত; ওদের ঝগড়াঝাটির মধ্যে বড়দের মাথা গলান মর্মান্তিক বেকুফি-মবিনউদ্দীন আহমদ)। ২ অত্যন্ত করুণ (মর্মান্তিক নীরবতা করুক বিস্তার-রবীন্দ্রনাথ ঠাকুর)। মর্মজ্ঞ (বিশেষ্য) রহস্যজ্ঞ; যিনি মর্ম বা তাৎপর্য জানেন। মর্মপীড়া, মর্মবেদনা, মর্মব্যথা (বিশেষ্য) হৃদয়বেদনা; মানসিক কষ্ট বা যন্ত্রণা। মর্মব্যথক (বিশেষণ) তীব্র বেদনাদায়ক; মর্মে আঘাতকারী (নিজ সম্বন্ধীয় মর্মব্যথক ভূত ভবিষ্যৎ চিন্তা অন্তর্হিত হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। মর্মকুমুর (বিশেষ্য) মনের দর্পন; মনের আয়না (বস্তুতঃ খাদিজা ছিলেন হজরতের মর্মমুকুর-গোলাম মোস্তফা)। মর্মস্থল, মর্মস্থান (বিশেষ্য) দেহমধ্যস্থ প্রাণকোষ; হৃদয়; হৃদয়ের কোমলতম ও নিগূঢ়তম স্থান। মর্মস্পর্শী(-শিন্), মর্মস্পৃক (-স্পৃশ্) (বিশেষ্য) হৃদয় স্পর্শকারী; যা মন গলায়; হৃদয়দ্রাবক; touching। □ (বিশেষণ) হৃদয়বিদারক। মর্মাঘাত (বিশেষ্য) হৃদয়ে আঘাত; হৃদয়ে বেদনা; মানসিক আঘাত। মর্মাবগত (বিশেষণ) অবগত মর্ম; তাৎপর্য বা মর্ম জেনেছে। মর্মার্থ (বিশেষ্য) গূঢ় অর্থ; তাৎপর্য; প্রকৃত তত্ত্ব। মর্মাহত (বিশেষণ) মনে দারুণ আঘাত প্রাপ্ত; মর্মপীড়িত। মর্মী(-মিন্) (বিশেষণ) মর্মজ্ঞ; গূঢ় রহস্য উপলব্ধি করেছে এমন; মরমি। মর্মোক্তি (বিশেষ্য) মর্মের উক্তি; মনের কথা (কাতরোক্তি যত গভীর, যতই হৃদয়বিদারক হউক না কেন তাহা বাঙ্গালীর মর্মোক্তি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। মর্মোদ্ঘাটন, মর্মোদ্ভেদ (বিশেষ্য) রহস্যভেদ; স্বরূপার্থপ্রকাশ। {(তৎসম বা সংস্কৃত) √মৃ+মন্(মনিন্)}
- Bengali Word মর্মর ২, মর্ম্মর ২ English definition [মর্মর্] (বিশেষ্য) মার্বেল পাথর; marble। {(ফারসি) মরমর}
- Bengali Word মর্মর, মর্ম্মর ১, মরমর ২ English definition [মর্মর্] (বিশেষ্য) অনুকার শব্দ; শুষ্ক পত্রাদির মরমর ধ্বনি (মৃদুল বাতাসে মর্ম্মর ভাসে-সত্যেন্দ্রনাথ দত্ত; শুষ্ক পত্র ঝরার মরমর শব্দ-মাহমুদা খাতুন সিদ্দিকা)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word মর্মাঘাত, মর্মান্তিক, মর্মাবগত, মর্মাবধারণ, মর্মার্থ, মর্মাহত, মর্মী, মর্মোদ্ঘাটন, মর্মোদ্ভেদ English definition ⇒ মর্ম
- Bengali Word মর্যাদা English definition [মোর্জাদা] (বিশেষ্য) ১ সম্মান (মর্যাদা দান)। ২ সম্ভ্রম; গৌরব (বংশমর্যাদা)। ৩ সীমা (মর্যাদা লঙ্ঘন)। ৪ ন্যায়সঙ্গত নীতি; সদাচারসম্মত নিয়ম (মর্যাদাপূর্ণ ব্যবহার)। ৫ নজর; সেলামি; দক্ষিণা (পীরের মর্যাদা)। {(তৎসম বা সংস্কৃত) মরি+আ+√দা+অ(অঙ্)+আ(টাপ্)}
- Bengali Word মর্শুম English definition ⇒ মরশুম
- Bengali Word মর্ষ, মর্ষণ English definition [মর্শো, মর্শন্] (বিশেষ্য) ১ ক্ষমা; সহ্যকরণ। ২ নাশকরণ; ধ্বংস সাধন। মর্ষিত (বিশেষণ) ক্ষমা বা সহ্য করা হয়েছে এমন; ক্ষমিত; ক্ষান্ত; নাশিত; ধ্বংসিত। {(তৎসম বা সংস্কৃত) √মৃষ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word মর্সিয়া, মরসিয়া English definition [মোর্শিয়া] (বিশেষ্য) ১ মৃত্যু উপলক্ষে রচিত শোকসূচক গান (ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহি না-কাজী নজরুল ইসলাম)। ২ মহররমের শোকগান (ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে হামদ নাত মর্সিয়া ইত্যাদি কবিতা-ড. কাজী মোতাহের হোসেন)। {(আরবি) মর্সিয়াহ}
- Bengali Word মর্সিয়া, মরসিয়া ১ English definition [মোর্শিয়া] (বিশেষ্য) ১ মৃত্যু উপলক্ষে রচিত শোকসূচক গান বা গাথা; আহাজারি (শোক বিলাপ); জারিগান (ত্যাগ চাই, মর্সিয়া ক্রন্দন চাহি না-কাজী নজরুল ইসলাম)। ২ মহররমের শোকগান (ইসলামি সঙ্গীতের ক্ষেত্রে হামদ নাত মর্সিয়া ইত্যাদি কবিতা-কামো)। {(আরবি) মর্সিয়া}
- Bengali Word মর্সুম English definition ⇒ মরসুম
- Bengali Word মল ১ English definition [মল্] (বিশেষ্য) পদবলয়; চরণালঙ্কার; নূপুর। {(তৎসম বা সংস্কৃত) বলয়>}
- Bengali Word মল ২ English definition [মল্] (বিশেষ্য) ১ ময়লা। ২ বিষ্ঠা। ৩ মরিচা; গাদ; ক্লেদ; কাইট; ক্বাথ।৪ কলঙ্ক; পাপ। মলত্যাগ (বিশেষ্য) বিষ্ঠাত্যাগ। মলদূষিত (বিশেষণ) মল দ্বারা অপবিত্র; ময়লা বা আবর্জনা মিশ্রিত। মলদ্বার (বিশেষ্য) গুহ্যদেশ; পায়ু। মলনালি (বিশেষ্য) মলদ্বারের উপরের নালি। মলভাণ্ড (বিশেষ্য) বৃহদন্ত্র; উদরের অন্ত্রের যে নির্দিষ্ট অংশে মল থাকে। {(তৎসম বা সংস্কৃত) √মল্+অ(অচ্)}