ম পৃষ্ঠা ২২
- Bengali Word মলকুল মওত English definition ⇒ মালিকুল মউত
- Bengali Word মলন English definition [মলন্] (বিশেষ্য) মর্দন; পেষণ; গরু দিয়ে ধান মাড়ানো। {(তৎসম বা সংস্কৃত) √মল্+অন(ল্যুট্)}
- Bengali Word মলম English definition [মলোম্] (বিশেষ্য) প্রলেপ; লেপে প্রয়োগ করার ওষুধ। {(আরবি) মর্হম্}
- Bengali Word মলমল English definition [মল্মল্] (বিশেষ্য) মসলিন কাপড়; মিহি সুতার কাপড়-বিশেষ (ভাঁজ করা মলমলের পাগড়ি-রাজশেকর বসু (পরশু))। মলমলি (বিশেষণ) মলমল দিয়ে তৈরি (কারো গায়ে ফুলদার লক্ষ টাকার মলমলি চাদর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) মল্মল্}
- Bengali Word মলমাস English definition [মল্মাশ্] (বিশেষ্য) অধিমাস; অতিরিক্ত চান্দ্রমাস। এটি দুই অমাবস্যা দিয়ে যুক্ত ও রবি সংক্রান্তি বর্জিত। মলমাসে হিন্দুদের পূজাপার্বণ এবং সর্বপ্রকার শুভকার্য নিষিদ্ধ। সৌর বছরের সঙ্গে চান্দ্র বছরের সামঞ্জস্য বিধানের জন্য কয়েক বছর পরপর এই মলমাস গণনা হতে বাদ দেওয়া হয়। {(তৎসম বা সংস্কৃত) মল+মাস}
- Bengali Word মলম্বা English definition [মলম্বা] (বিশেষণ) সোনার পাত দিয়ে মোড়া গিলটি (মলম্বা অম্বরে তাম্র এত শোভা যদি ধরে-মাইকেল মধুসূদন দত্ত)। {(আরবি) মুলম্মা}
- Bengali Word মলা ১ English definition [মলা] (ক্রিয়া) মর্দন করা; দলন করা; ডলা (নাক মলা, কান মলা)। □ (বিশেষ্য) উক্ত অর্থে। মলাই (বিশেষ্য) ডলন; মর্দন (ডলাই মলাই)। মলানো (ক্রিয়া) মর্দন করানো; ডলানো। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √মৃদ্> (প্রাকৃত) মল+ (বাংলা) আ}
- Bengali Word মলা ২ English definition [মলা] (বিশেষ্য) মল; ময়লা; মলিনতা; মালিন্য (মনের মলা)। {(তৎসম বা সংস্কৃত) মল+ (বাংলা) আ}
- Bengali Word মলাট English definition [মলাট] (বিশেষ্য) পুস্তকাদির বহিরাবরণ; মলিনতা থেকে রক্ষা করার জন্য গ্রন্থাদির উপরের আবরণ। {(তৎসম বা সংস্কৃত) মলপট্ট>}
- Bengali Word মলি (মধ্যযুগীয় বাংলা) English definition [মোলি] (বিশেষ্য) দেহের ময়লা (বিজয় জয়াতে মেলি তুলিল গৌরীর মলি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) মল+ই}
- Bengali Word মলিদা English definition [মোলিদা] (বিশেষ্য) পালিশ করা পাতলা ও নরম পশমি শীতবস্ত্র (মলিদা রং মেঘের মায়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) মলীদহ}
- Bengali Word মলিন English definition [মোলিন্] (বিশেষণ) ১ ফর্সা নয় এমন; ময়লা; অগৌর (মলিন দেহবর্ণ)। ২ অপরিচ্ছন্ন; ময়লাযুক্ত (মলিন বস্ত্র)। ৩ ম্রান; অনুজ্জ্বল (মলিন বর্ণ)। ৪ কলঙ্কিত (ধূলি দ্বারা মলিন)। ৫ বিষণ্ন; দুঃখিত; ম্লান (মলিন মুখ)। মলিনা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। মলিনতা, মলিনত্ব, মলিনিমা(-মন্), মালিন্য (বিশেষ্য) বিষণ্নতা, ম্লানভাব (রবির ললাট হতে মুচে নেয় গোধূলির মলিনিমা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) মল+ইন(ইনচ্)}
- Bengali Word মলুদ শরিফ/মলুদ শরীফ English definition [মোলুদ্শোরিফ্] ⇒ মিলাদ। (বিশেষ্য) মিলাদশরিফ (আজকে হবে মলুদ শরীফ কাজীর মোল্লার বাড়ী-জসীমউদ্দীন)। {মীলাদ+শরীফ}
- Bengali Word মল্ল English definition [মল্লো] (বিশেষ্য) কুস্তিগির; বলী; খালি হাতে কুস্তি করে যুদ্ধ করে যে; পালোয়ান; wrestler। মল্লভূমি (বিশেষ্য) মল্লগণের রণভূমি; যেখানে কুস্তিযুদ্ধ করা হয়। মল্লযুদ্ধ (বিশেষ্য) ১ বাহুযুদ্ধ; কুস্তি; wrestling। ২ হিন্দুর পদবিবিশেষ। ৩ পায়ের গহনা। {(তৎসম বা সংস্কৃত) √মল্ল্+অ(অচ্)}
- Bengali Word মল্লার English definition [মল্লার্] (বিশেষ্য) সঙ্গীতের একটি রাগ (মেঘমল্লার)। মল্লারী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)সঙ্গীতের একটি রাগিণী। {(তৎসম বা সংস্কৃত) মল্লারী>}
- Bengali Word মল্লি English definition ⇒ মল্লিকা
- Bengali Word মল্লিকা English definition [মোল্লিক্] (বিশেষ্য) ১ মালিক; রাজা; রাজপুত্র; উচ্চপদস্থ রাজকর্মচারী (সৈয়দ মল্লিক সেখ মোগল পাঠান-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ উপাধিবিশেষ। ৩ বাঙালির পদবিবিশেষ। ৩ কিছুটা ধূসর রঙের হাঁস-এর পা ও ঠোট সামান্য লাল। {(আরবি) মলিক}
- Bengali Word মল্লিকা, মল্লি, মল্লী English definition [মোল্লিকা, মোল্লি, মোল্লী] (বিশেষ্য) বেলিফুল; বেলফুল। কাঠমল্লিকা (বিশেষ্য) গন্ধহীন মল্লিকাবিশেষ। মল্লিনাথ (বিশেষ্য) সুপ্রসিদ্ধ সংস্কৃত টীকাকার। {(তৎসম বা সংস্কৃত) মল্লি+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word মলয় English definition [মলয়্] (বিশেষ্য) ১ ভারতের পশ্চিমঘাট নামক পর্বত শ্রেণি। ২ দক্ষিণ দিক থেকে প্রবাহিত স্নিগ্ধ বায়ু। ৩ মালাবার দেশ; মালয়; যবদ্বীপ। মলয়জ (বিশেষণ) মলয় পর্বতে উৎপন্ন। □ (বিশেষ্য) ১ চন্দন। ২ দখিনা বাতাস; মলয়ানিল; মলয় বাতাস। মলয়পবন, মলয়বায়ু, মলয় মারুত, মলয়ানিল (বিশেষ্য) মলয় পর্বত থেকে আগত বাযু; দক্ষিণ সমীর। মলয়াচল (বিশেষ্য) মলয় পর্বত। {(তৎসম বা সংস্কৃত) √মল্+অয়(কয়ন্)}
- Bengali Word মশক ১ English definition [মশোক্] (বিশেষ্য) মশা; দংশনকারী এবং রক্তশোষক এক জাতীয় ক্ষুদ্র পতঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) √মশ্+অ(অচ্)+ক(কন্)}