ম পৃষ্ঠা ২৩
- Bengali Word মশক ২, মস্ক English definition [মশক্, মস্ক্] (বিশেষ্য) ভিস্তি; জল বহনের এক প্রকার চামড়ার থলি (এক মস্কার জল ভরি আনিল সত্বর-হেয়াত মাহমুদ)। {(ফারসি) মশ্ক}
- Bengali Word মশকারা, মস্কারা, মস্করা English definition [মশ্কারা, মস্কারা, মস্করা] (বিশেষ্য) পরিহাস; ঠাট্টা; তামাশা (আপনি মশকারা কচ্ছেন-মুফাখখারুল ইসলাম; খালেদের মস্কারায় কোন স্বাদ নাই-মোঃ ওয়ালিউল্লাহ)। □ (বিশেষণ) হালকা; শিথিল; অদৃঢ়; ফসকা (গিরা)। {(আরবি) মস্খরাহ}
- Bengali Word মশগুল, মসগুল English definition [মোশ্গুল্] (বিশেষণ) মগ্ন; আবিষ্ট; বিভোর; বিহ্বল (সাধনাতেই মশগুল হাওয়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) মশ্গূল}
- Bengali Word মশমশ, মসমস English definition [মশ্মশ্] (অব্যয়) অনূকার শব্দবিশেষ (জুতার মশমশ ধ্বনি)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word মশলা, মশল্লা English definition ⇒ মসলা
- Bengali Word মশহুব English definition [মশ্হুর্] (বিশেষণ) বিখ্যাত; খ্যাতিমান (হাদিস কোরান কাবিলিয়াতের জন্য তিনি মশহুর-আবুল মনসুর আহমদ)। {(আরবি) মশহুর}
- Bengali Word মশা English definition [মশা] (বিশেষ্য) মশক; দংশনকারী রক্তশোষক পতঙ্গবিশেষ। মশা মারতে কামান দাগা (ক্রিয়া) (আলঙ্কারিক) সামান্য বা ক্ষুদ্র কাজে বিপুল আয়োজন করা। {(তৎসম বা সংস্কৃত) মশক>}
- Bengali Word মশাই English definition ⇒ মশায়
- Bengali Word মশান, মসান English definition [মশান্] (বিশেষ্য) ১ শ্মশান; যেখানে হিন্দুদের মৃতদেহ দাহ করা হয়। ২ বধ্যভূমি; যেখানে শূলে চড়িয়ে বা অন্য উপায়ে হত্যা করা হয়। {(তৎসম বা সংস্কৃত) শ্মশান>}
- Bengali Word মশারি, মশারী English definition [মশারি] (বিশেষ্য) মশার কামড় থেকে পরিত্রাণ লাভের জন্য ছাদ ও চতুষ্পার্শ্ববিশিস্ট সূক্ষ্ম ছিদ্রযুক্ত বস্ত্র নির্মিত যে আচ্ছাদন শয্যার উপর খাটানো হয়। {(তৎসম বা সংস্কৃত) মশহরী>; (তৎসম বা সংস্কৃত) মশক+অরি>মশারি}
- Bengali Word মশাল, মসাল English definition [মশাল্] (বিশেষ্য) দীর্ঘ স্থূল বর্তিকা; ছোট লাঠির মাথায় জড়ানো তেল মাখানো নেকড়া প্রভৃতি দিয়ে প্রস্তুত বড় আলো। মশালচি (বিশেষ্য) মশাল বহনকারী; আলোবাহক; মশালধারী বক্তি। {(আরবি) মশ্’আল}
- Bengali Word মশায়, মশাই English definition [মশায়্, মশাই] মহাশায়; জনাব; হুজুর ইত্যাদি। মশায় মশাই করা (ক্রিয়া) হুজুর হুজুর করা; চাটুকারিতা বা তোষামোদ করা। {(তৎসম বা সংস্কৃত) মহা+আশয়>}
- Bengali Word মসগুল English definition ⇒ মশগুল
- Bengali Word মসজিদ, মসজেদ English definition [মোশ্জিদ্, মোশ্জেদ্] (বিশেষ্য) মুসলমানদের উপাসনালয়; সিজদার ঘর। {(আরবি) মসজিদ}
- Bengali Word মসনদ, মছনদ English definition [মস্নদ্] (বিশেষ্য) সিংহাসন; রাজাসন (সরফরাজকে হত্যা করে মসনদ অধিকার করলেন-আনিসুজ্জামান)। মসনদি (বিশেষণ) ১ মসনদ সম্পর্কীয়। ২ সরকারি; রাজকীয়। {(আরবি) মসনদ}
- Bengali Word মসনবি English definition [মস্নোবি] (বিশেষ্য) ১ প্রতি দুই লাইনের অন্তে মিলযুক্ত ছন্দবিশেষ; ঐ ছন্দে রচিত পুস্তক। ২ জালালুদ্দিন রুমি রচিত দার্শনিক মরমি কাব্যগ্রন্থ (হাত নেড়ে সুর করিয়া মসনবির বয়েৎ পড়িতেছেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)) {(আরবি) মছনবী}
- Bengali Word মসনে English definition ⇒ মসীনা
- Bengali Word মসমস English definition ⇒ মশমশ
- Bengali Word মসরুফ English definition [মশ্রুফ্] (বিশেষণ) ব্যস্ত; নিয়োজিত; ব্যতিব্যস্ত (দুনিয়ার ফেকেরে মসরুফ আছি-আবুল মনসুর আহমদ)। {(আরবি) মসরূফ}
- Bengali Word মসলত English definition [মস্লত্] (বিশেষ্য) ১ উপদেশ; পরামর্শ (এনার মসলতে কাম করলে মোদের দফা রফা হইত-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ চিন্তা। {(আরবি) মুসলিহাত}