ম পৃষ্ঠা ৩৫
- Bengali Word মা-বাপ English definition [মাবাপ্] (বিশেষ্য) ১ মাতা-পিতা। ২ প্রতিপালক; স্নেহশীল, ক্ষমাশীল এবং অসাধারণ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি (হুজুর মা বাপ, গরিবের প্রতি দয়া করুন)। {(তৎসম বা সংস্কৃত) মাতা+বপ্র(> (প্রাকৃত) বপ্প)>}
- Bengali Word মাংনা English definition ⇒ মাগনা
- Bengali Word মাংস English definition [মাঙ্শো] (বিশেষ্য) গোশ্ত; প্রাণীর দেহের হাড় ও চামড়ার মধ্যবর্তী শরীরের অংশবিশেষ। মাংস কষা (ক্রিয়া) অল্প আঁচে মসলা সহযোগে মুখরোচক করে ভাজা (তাড়াতাড়ি মাংসটা কষে নাও)। মাংসপেশি (বিশেষ্য) দেহের যে মাংসপিণ্ড সঞ্চালন-ক্রিয়া সাধন করে (মাংসপেশির আক্ষেপ)। মাংসভোজী(-জিন্), মাংসাদ, মাংসাশী(-শিন্) (বিশেষণ) মাংস ভোজনকারী; মাংসখাদক। মাংসল (বিশেষণ) ১ মাংসবহুল (মাংসল দেহ)। ২ মোটা। মাংসিক (বিশেষণ) মাংস ব্যবসায়ী; কসাই। {(তৎসম বা সংস্কৃত) √মন্+স}
- Bengali Word মাই English definition [মাই] (বিশেষ্য) (কথ্য.) ১ স্তন; পয়োধর। ২ স্তন্য; মায়ের দুধ (কোন কোন মাতা ছোট ছেলেটিরে জাগায়ে দিতেছে মাই-জসীমউদ্দীন)। মাই খাওয়া (ক্রিয়া) (কথ্য.) স্তন্যপান করা। মাই ছাড়া (ক্রিয়া) (কথ্য.) স্তন্য ত্যাগ করা। মাই ছাড়ানো (ক্রিয়া) (কথ্য.) বিশেষ কোনো কারণে স্তন্যপায়ী শিশুকে তার মাতৃস্তন্য পান থেকে নিবৃত্ত করা। মাই দেওয়া (ক্রিয়া) (কথ্য.) স্তন্য পান করানো। মাই ধরা (ক্রিয়া) (কথ্য.) ১ স্তনবৃন্ত মুখে করা। ২ স্তন্য পান আরম্ভ করা। মাইপোষ (বিশেষ্য) শিশুদের দুধ খাওনোর চুষিযুক্ত বোতল। {(তৎসম বা সংস্কৃত) মাতা> (প্রাকৃত) মাই}
- Bengali Word মাইক English definition [মাইক্] (বিশেষ্য) ধ্বনিবর্ধক যন্ত্রবিশেষ; মাইক্রোফোনের সংক্ষিপ্ত রূপ। {(ইংরেজি) microphone}
- Bengali Word মাইজ English definition ⇒ মাজ
- Bengali Word মাইঞা English definition ⇒ মাইয়া
- Bengali Word মাইতওয়ারা English definition ⇒ মাতোয়ারা
- Bengali Word মাইন English definition [মাইন্] (বিশেষ্য) স্থলে বা জলের তলায় বা সমুদ্রের উপরে ভাসমান বিস্ফোরক (আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) mine}
- Bengali Word মাইনদার, মাইন্দার English definition [মাইন্দার্] (বিশেষ্য) ১ মাসিক বেতনভুক ভৃত্য। ২ যে ভৃত্য মাসে মাসে বেতন বা মাহিনা পায়; মাহিনাধারী। মাইনদারি (ক্রিয়া) ভৃত্যগিরি করা; চাকরি করা (হয়তো স্বামী কিম্বা ছেলে এখনও কাছারিতে মাইনদারি করে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ফারসি) মহীনাদার মহিয়ানাহদার}
- Bengali Word মাইনর, মাইনার English definition [মাইনর্, মাইনার্] (বিশেষণ) নিম্ন মাধ্যমিক (মাইনর পরীক্ষা)। □ (বিশেষ্য) ১ নাবালক; নাবালিকা; নাবালেগ; নাবালেগা। ২ তুচ্ছ; ক্ষুদ্র। {(ইংরেজি) minor}
- Bengali Word মাইনা, মাইনে English definition [মাইনা, মাইনে] (বিশেষ্য) মাসিক বেতন (বড় ঘর আর ছোট মাইনেতে বনিবনা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। মাইনা পত্তোর (বিশেষ্য) মাসিক বেতনাদি (মাইনে পত্তোর দেয় ফ্যাক্টরি থেকে-মনোজ বসু)। {(ফারসি) মহীনা}
- Bengali Word মাইনার English definition ⇒ মাইনর
- Bengali Word মাইন্দার English definition ⇒ মাইনদার
- Bengali Word মাইপোশ, মাইকোশ English definition [মাইপোশ্, মাইকোশ] (বিশেষ্য) গুপ্ত বাক্স সহ তক্তাপোশ। {অজ্ঞাতমূল}
- Bengali Word মাইপোষ English definition ⇒ মাই
- Bengali Word মাইফেল English definition [মাইফেল্] (বিশেষ্য) নাচগানের আসর বা জলসা; নৃত্যগীতের মজলিশ; মহফিল (নীলের ফরাশে দ্যাখো বসেছে তারার মাইফেল আজো-শামসুর রাহমান)। {(আরবি) মহফিল}
- Bengali Word মাইরি English definition [মাইরি] (অব্যয়) ১ শপথ করতে ব্যবহৃত শব্দ। ২ বিরক্তি বা ক্রোধসূচক; যিশু খ্রিস্টের মা মেরির নামে দিব্যি বা তাঁর দোহাই (বিধু কহিল মাইরি স্যার, আমি বুঝি এখানে একলা বসিয়া থাকিব-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(পর্তুগিজ) Maria ( (তুলনীয়) (ইংরেজি) Mary)}
- Bengali Word মাইল ১ English definition [মাইল্] (বিশেষ্য) ১৭৬০ গজ; আধক্রোশ মতো। মাইল-পোস্ট (বিশেষ্য) মাইল নির্দেশক স্তম্ভ (মাইলপোষ্টে ত দেখতে পাচ্ছি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) mile}
- Bengali Word মাইল ২ English definition [মাইলো] (আঞ্চলিক) (ক্রিয়া) ১ মারলো। ২ আঘাত করলো (‘তার কথা আমার বুকে শেল মাইল’)। {আঞ্চলিক}