ম পৃষ্ঠা ৪৪
- Bengali Word মাধ্ব English definition [মাদ্ধো] (বিশেষণ) দার্শনিক মাধ্বচার্য প্রবর্তিত বা সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) মধু+অ(অণ্)}
- Bengali Word মাধ্বী ১ English definition [মাদ্দি] (বিশেষ্য) ১ মধু থেকে উৎপন্ন মদবিশেষ। ২ মহুয়া। ৩ দ্রাক্ষা; আঙুর। মাধ্বীক (বিশেষ্য) ১ আঙুর, মহুয়া বা মধু থেকে উৎপন্ন মদ। ২ মধু। {(তৎসম বা সংস্কৃত) মধু+ঈ(ঙীপ্)}
- Bengali Word মাধ্বী ২ English definition [মাদ্ধি] (বিশেষ্য) ১ মধ্বাচার্য কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব সম্প্রদায়। ২ বৈষ্ণবাচার্য মধ্বাচার্য সম্পর্কিত (মাধ্বী দর্শন)। {(তৎসম বা সংস্কৃত) মধ্ব+অ(অণ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word মাধ্যন্দিন English definition [মাদ্ধোন্দিন্] (বিশেষণ) মধ্যাহ্ন সময়ের। মাধ্যন্দিন রেখা (বিশেষ্য) মধ্যাহ্নকালীন সূর্যগতিসূচক পথ (মাধ্যন্দিন রেখা ও পৃথিবীর পরিধি নির্ণয় করবার জন্য খলিফার আদেশে বৈজ্ঞানিকগণ গবেষণা শুরু করে-আকবর আলী)। {(তৎসম বা সংস্কৃত) মধ্যন্দিন+অ(অণ্)}
- Bengali Word মাধ্যম English definition [মাদ্ধোম্] (বিশেষ্য) যার মধ্যস্থতা বা সহায়তায় কোনো কাজ সাদিত হয়; medium। মাধ্যমিক (বিশেষণ) মধ্যবর্তী; মধ্যস্থ। □ (বিশেষ্য) বৌদ্ধ মতবাদবিশেষ। মাধ্যমিক শিক্ষা (বিশেষ্য) ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার যে স্তর; secondary education। মাধ্যমে (ক্রিয়াবিশেষণ) মারফতে; মধ্যস্থতায়। {(তৎসম বা সংস্কৃত) মধ্য+ম(মণ্)}
- Bengali Word মাধ্যাকর্ষণ English definition [মাদ্ধাকর্শোন্] (বিশেষ্য) জড় পদার্থের পরস্পর আকর্ষণ শক্তি; ভূ-কেন্দ্রের দিকে জড়পদার্থের আকর্ষণ; অভিকর্ষ; gravitation। {(তৎসম বা সংস্কৃত) মধ্য+আকর্ষণ+অ(অণ্)}
- Bengali Word মাধ্যাহ্নিক English definition [মাদ্ধান্নিক্] (বিশেষণ) মধ্যাহ্ন কালের; মধ্যাহ্ন সম্পর্কিত (মাধ্যাহ্নিক বিশ্রাম)। {(তৎসম বা সংস্কৃত) মধ্যাহ্ন+ইক(ঠঞ্)}
- Bengali Word মান ১ English definition [মান্] (বিশেষ্য) ১ মাত্রা; মাপার উপকরণ। ২ ওজনকরণ; মাপকরণ। ৩ (সনৃ) তালের বিরাম বা মাত্রা। ৪ (গণিত.) প্রকৃত মূল্য; value। ৫ উৎকর্ষের অপকর্ষের পরিমাণ; standard। মানচিত্র, মানচিত্রাবলি (বিশেষ্য) অঞ্চল, দেশ প্রভৃতির অবস্থান, আয়তনাদি জ্ঞাপক নকশা; ম্যাপ। মানদণ্ড (বিশেষ্য) ১ দাঁড়িপাল্লা। ২ বিচারের মাপকাঠি। মানমন্দির (বিশেষ্য) গ্রহ-নক্ষত্র পর্যবেক্ষণ করবার গৃহ; observatory। ঘনমান (বিশেষ্য) (গণিত.) আয়তন; volume। {(তৎসম বা সংস্কৃত) √মা+অন(ল্যুট্)}
- Bengali Word মান ২ English definition [মান্] (বিশেষ্য) ১ সম্মান; তাজিম; মর্যাদা; সম্ভ্রম (মান দেওয়া)। ২ গৌরব (মান রাখা)। ৩ সমাদর। ৪ পূজা। মান-ইজ্জত (বিশেষ্য) মানসম্ভ্রম (মান ইজ্জত আর রইল না)। মান খোয়ানো, মান খুয়ানো (ক্রিয়া) মান হারানো (তার কাছে টাকা চেয়ে মান খোয়াতে পারব না)। মানদ (বিশেষণ) সম্মানদানকারী (হে মানদ! আমায় টাইটল দাও, খেতাব দাও-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। মানদা (স্ত্রীলিঙ্গ)। মান দেওয়া (ক্রিয়া) সম্মান দান করা। মানন, মাননা (বিশেষ্য) সম্মান বা আদরকরণ (এক মনে মোর গতি যে করে মাননা, আমি পূর্ণ করি তার মনের কামনা-ভারতচন্দ্র রায়গুণাকর)। মাননীয় (বিশেষণ) সম্মানীয়; সম্মানার্হ। মাননীয়া (স্ত্রীলিঙ্গ)। মাননীয়েষু (বিশেষ্য) (বিশেষণ) শ্রদ্ধেয় ব্যক্তির নিকট পত্র লেখার পাঠবিধি। মাননীয়াসু (স্ত্রীলিঙ্গ)। মানপত্র (বিশেষ্য) ১ সংবর্ধনার জন্য প্রদত্ত প্রশংসাসূচক ও শ্রদ্ধাজ্ঞাপক অভিনন্দনপত্র; সম্মাননাপত্র। ২ উপাধি-বিষয়ক পত্র। মান রাখা (ক্রিয়া) সম্মান রক্ষা করা। মানহানি (বিশেষ্য) সম্মানের লঘুতা বিধান; মর্যাদার ক্ষতি; defamation (মানহানির মকদ্দমা)। মানহীন (বিশেষণ) ১ সম্মানশূন্য; মর্যাদাহীন। মানের গুড়ে বালি-মান-ইজ্জত নষ্ট (চাঁদা দিতে চাঁদি ফাটে মানের গুড়ে বালি-হেম)। {(তৎসম বা সংস্কৃত) √মান্+অ(অচ্)}
- Bengali Word মান ৩ English definition [মান্] (বিশেষ্য) ১ বিমর্ষতা; বিষণ্নতা; অসন্তোষ (মান করা)। ২ গর্ব; দম্ভ; অভিমান (মানিনি মান নিবার-চণ্ডীদাস; অতি মান ভালো নয়)। মান করা (ক্রিয়া) ১ অভিমান করা। ২ প্রণয়কোপ প্রদর্শন করা। মানকলি (বিশেষ্য) ভালোবাসার ঝগড়া; স্ত্রী-পুরুষের অভিমানজনিত কলহ। মানভঞ্জন (বিশেষ্য) অভিমান নিরসন (একদিন মানভঞ্জন যাত্রা হইতেছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। মানভঞ্জন পালা (বিশেষ্য) কৃষ্ণ কর্তৃক রাধিকার মানভঞ্জনবিষয়ক গতি-কাব্য। মান ভাঙা (ক্রিয়া) প্রণয়ী-প্রণয়িনীর অভিমান দূর হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √মান্+অ(অচ্)}
- Bengali Word মান ৪, মানকচু English definition [মান্, মান্কোচু] (বিশেষ্য) এক প্রকার কন্দ যা রেঁধে খাওয়া হয়। {(তৎসম বা সংস্কৃত) মাণক>}
- Bengali Word মানই English definition (ব্রজবুলি) [মানই] (ক্রিয়া) বোধ করা (ক্ষণে অনুমতি ক্ষণে মানই ভীত-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √মান্>}
- Bengali Word মানচিত্র English definition ⇒ মান১
- Bengali Word মানত, মানৎ English definition [মানোত্] (বিশেষ্য) মানসিক; মনোবাসনা সিদ্ধির জন্য সদকা, ভোগ বা বলিদান কিংবা বিশেষ ইবাদত পূজা ইত্যাদি করার সংকল্প (মন্দিরে মানত, অন্থ তুমিই বলো না ভক্তিক্ষেত্রে অজাচার ছদ্ম উচাটন-বিষ্ণু দে)। {(আরবি) মন্নৎ}
- Bengali Word মানদ English definition ⇒ মান২
- Bengali Word মানদণ্ড English definition ⇒ মান১
- Bengali Word মানদা, মানন, মাননা, মাননীয়, মানপত্র English definition ⇒ মান২
- Bengali Word মানব English definition [মানোব্] (বিশেষ্য) ১ মানুষ; মনুষ্য; আদমি; নৃ; নর। □ (বিশেষণ) ১ মনুসম্পর্কীয়। ২ মনু কর্তৃক প্রণীত (মানবধর্ম শাস্ত্র)। মানবী (স্ত্রীলিঙ্গ)। মানবক, মাণবক (বিশেষ্য) ক্ষুদ্রাকৃতি মানব; বেঁটে লোক; বালক; মূঢ় (মানবকদের ক্লান্ত সাঁকো-জীবনানন্দ দাশ)। মানবতা, মানবত্ব (বিশেষ্য) মানুষের গুণ; মনুষ্য ধর্ম; মনুষ্যত্ব; মানবের ভাব; humanity। মানবলীলা (বিশেষ্য) মানব-জীবন যাপনকালে কার্যকলাপ। মানবলীলা সংবরণ করা (ক্রিয়া) মারা যাওয়া; মৃত্যু হওয়া। মানবসমাজ (বিশেষ্য) ১ মনুষ্যসমূহ। ২ সকল মানুষকে নিয়ে তৈরি সমাজ; human society। মানব হৃদয় (বিশেষ্য) ১ মানুষের হৃদয়। ২ মনুষ্যত্বপূর্ণ মন। ৩ মানবোচিত অনুভূতি বা বোধ। মানবীয় (বিশেষণ) মনুষ্যোচিত; মানুষের পক্ষে স্বাভাবিক (মানবীয় গুণ)। মানবোচিত (বিশেষণ) মানুষের যোগ্য বা উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) মনু+অ(অণ্)}
- Bengali Word মানভঞ্জন English definition ⇒ মান৩
- Bengali Word মানমন্দির English definition ⇒ মান১