ম পৃষ্ঠা ৪৫
- Bengali Word মানস English definition [মানোশ্] (বিশেষ্য) ১ মন; হৃদয়; চিত্ত (কবিমানস)। ২ ইচ্ছা; অভিলাষ; মকসুদ (কৃচ্ছ্রের শেষে বিধি পরাল মানস-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ চিত্তবোধ। ৪ হিমালয় প্রদশেস্থ সরোবরবিশেষ (মানস সরোবর)। □ (বিশেষণ) ১ মানসিক (মানস পাপ)। ২ কল্পনায় গঠিত; কাল্পনিক; কল্পজাত (মানসমূর্তি)। মানসতা (বিশেষ্য) মনের প্রকৃতি ও বৈশিষ্ট্য; হৃদয়ের প্রবণতা। মানসনেত্র, মানসলোচন (বিশেষ্য) ১ মনরূপ চক্ষু; মানসিক দৃষ্টি; অন্তৃর্দৃষ্টি। ২ কল্পনা; অনুমান। মানসপুত্র (বিশেষ্য) মন বা কল্পনা থেকে জাত পুত্র; ঔরসজাত পুত্র নয় তবে মানস-জগতের সঙ্গে স্মযুজ্য আছে এমন পুত্রপ্রতিম কেউ। মানসকন্যা (স্ত্রীলিঙ্গ)। মানসপ্রতিমা (বিশেষ্য) মনে যে মূর্তি কল্পনা করা হয়েছে। মানসসরোবর (বিশেষ্য) কৈলাস পর্বতের নিকটবর্তী হ্রদের নাম। মানসসিদ্ধি (বিশেষ্য) আশার সফলতা; আকাঙ্ক্ষাপূরণ; প্রার্থিত বস্তু লাভ; ইষ্টলাভ। মানসাঙ্ক (বিশেষ্য) না লিখে মনে মনে কষতে হয় এমন অঙ্ক। মানসিক (বিশেষণ) ১ মন সংক্রান্ত। ২ কল্পনাপ্রসূত বা জাত। ৩ মানত। মানসিকী (স্ত্রীলিঙ্গ)। মানসী (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)১ মনঃকল্পিতা; মনোজাতা (মানসমূর্তি)। ২ মনে মনে প্রেয়সীরূপে কল্পিত হয় যে (কবির মানসী)। {(তৎসম বা সংস্কৃত) মনস্+অ(অণ্)}
- Bengali Word মানা ১ English definition [মানা] (বিশেষ্য) বারণ; নিষেধ (তোমাকে না মানা করলাম)। {(আরবি) মানাআ}
- Bengali Word মানা ২ English definition [মানা] (ক্রিয়া) ১ সম্মান করা; মান্য করা (গুরুজনকে মানা)। ২ বিশ্বাস করা (পরকাল মানা)। ৩ বোধ করা (অদৃষ্ট মানা)। ৪ স্বীকার করা; বোঝা (দোষ মানা)। ৫ গ্রাহ্য করা (বাধা মানা)। ৬ পালন করা (কথা মানা)। ৭ স্থির বা নির্দেশ করা (কাউকে মুরব্বি মানা)। ৮ উক্ত সব অর্থে। □ (বিশেষ্য) মানানো। মানানো (ক্রিয়া) ১ মান্য বা সম্মান করানো। ২ সম্মত করানো। ৩ স্বীকার করানো। ৪ গ্রাহ্য করানে। ৫ পালন করানো। ৬ বিশ্বাস করানো। ৭ নির্দিষ্ট করানো। ৮ রাজি করানো। □ (বিশেষ্য) , (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √মান্+বাংলা আ}
- Bengali Word মানান ১ English definition [মানান্] (বিশেষ্য) ১ উপযুক্ততা; যোগ্যতা। ঔচিত্য। ২ শোভা। ৩ সৌন্দর্য। □(বিশেষণ) ১ শোভন; সুন্দর; মানানসই। ২ উপযুক্ত; যোগ্য (মানানসই বর)। মানানসই, মানানসহি (বিশেষণ) ১ ঠিকমতো। ২ ভালো বা সুন্দর বা শোভন দেখায় এমন। ৩ উপযুক্ত; যোগ্য। {মানান+সহি, সই}
- Bengali Word মানানো ২, মানান ২ English definition [মানানো] (ক্রিয়া) ১ শোভন হওয়া; যথোপযুক্ত হওয়া; খাপ খাওয়া; to match; সুসঙ্গত বা সামঞ্জস্যপূর্ণ হওয়া; মাপমতো হওয়া (সুন্দর মানিয়েছে)। □ (বিশেষ্য) , (বিশেষণ) উক্ত অর্থসমূহে। {মান+আনো}
- Bengali Word মানিঅর্ডার, মনিঅর্ডার English definition [মানিঅর্ডার্, মোনিঅর্ডার্] (বিশেষ্য) ডাক যোগে যে টাকা প্রেরণ করা হয়; পোস্ট অফিসের মাধ্যমে প্রেরিত টাকা। {(ইংরেজি) money order}
- Bengali Word মানিক, মাণিক English definition [মানিক্] (বিশেষ্য) মাণিক্য; এক প্রকার মূল্যবান পাথর; চুনি। ২ স্নেহ ও আদরের সম্বোধন (মানিক আমার, ধন আমার)। মানিকজোড় (বিশেষ্য) ১ বকজাতীয় পাখি। ২ (ব্যঙ্গার্থ) দুই জন ঘনিষ্ঠ বন্ধু বা দুষ্ট লোক যারা প্রায়ই একত্রে থাকে। {(তৎসম বা সংস্কৃত) মাণিক্য>}
- Bengali Word মানিত English definition [মানিতো] (বিশেষণ) মানা বা শ্রদ্ধা করা হয় এমন; সম্মানিত; পূজিত; অর্চিত। {(তৎসম বা সংস্কৃত) √মান্+ত(ক্ত)}
- Bengali Word মানিব্যাগ, মনিব্যাগ English definition [মানিব্যাগ্, মোনিব্যাগ্] (বিশেষ্য) টাকা পয়সা রাখার ছোট থলি যা পকেটে রাখা চলে। {(ইংরেজি) money bag}
- Bengali Word মানী English definition (-নিন্) [মানি] (বিশেষণ) ১ সম্মানিত; সম্ভ্রান্ত (মানীর অপমান বজ্রতুল্য)। ২ অভিমানী; অহঙ্কারী (পণ্ডিতমানী)। মানিনী (বিশেষণ) ১ মান্যা; সম্মানীয়া; শ্রদ্ধেয়া। ২ গর্বিণী। ৩ অতি অল্পেই অভিমান করে এমন নারী; অভিমানিনী। ৪ প্রণয়ে কোপবতী। {(তৎসম বা সংস্কৃত) মান+ইন্(ইনি)}
- Bengali Word মানুষ English definition [মানুশ্] (বিশেষ্য) ১ মানব; মনুষ্য; লোক; জন; নৃ; নর; আদমসন্তান। ২ ব্যক্তি (মনের মানুষ)। □(বিশেষণ) ১ মনুষ্য সম্পর্কীয়; মানবীয়। ২ মানবীয় গুণসম্পন্ন (মানুষের মতো মানুষ)। ৩ লালন পালন দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত (ছেলে মানুষ করা)। ৪ লায়েক; বয়ঃপ্রাপ্ত; সাবালক (মানুষ হওয়া)। মানুষী (স্ত্রীলিঙ্গ)। মানুষিক (বিশেষণ)১ মনুষ্যকৃত; মানুষ দ্বারা রচিত বা সম্পন্ন। ২ মনুষ্য সম্পর্কিত; মনুষ্য সম্বন্ধীয়। মানুষ করা (ক্রিয়া) প্রতিপালন করা। মানুষ হওয়া (ক্রিয়া) ১ প্রতিপালিত হওয়া। ২ মানুষের উপযুক্ত গুণসম্পন্ন হওয়া। মানুষের মতো মানুষ (বিশেষ্য) আদর্শ ব্যক্তি (মানুষের মতো মানুষ হও)। {(তৎসম বা সংস্কৃত) মনু+য=মনুষ্য ‘ষ’ আগম}
- Bengali Word মানে English definition [মানে] (বিশেষ্য) ১ তাৎপর্য; মূল ভাব; বক্তব্য; অর্থ (কথার মানে, মানে বই)। ২ উদ্দেশ্য; লক্ষ্য; অভিপ্রায়; কারণ (এ কথার মানি কি?)। মানে-মতলব (বিশেষ্য) ১ অর্থ; তাৎপর্য; নিগূঢ় অর্থ (শব্দের মানে-মতলবে বোধগম্যতা-মুজিবর রহমান খাঁ)। ২ উদ্দেশ্য; মকসুদ। {(আরবি) মা’না}
- Bengali Word মানোয়ার English definition [মানোয়ার্] (বিশেষ্য) ১ যুদ্ধ-জাহাজ; রণতরী। মানোয়ারি (বিশেষণ) ১ যুদ্ধজাহাজে নিযুক্ত; নৌসেনা (মানোয়ারি গোরা)। ২ যুদ্ধে ব্যবহৃত হয়ে থাকে এমন (মানোয়ারি জাহাজ)। {(ইংরেজি) man of war> মানোয়ার}
- Bengali Word মান্দার English definition [মান্দার্] (বিশেষ্য) মাদার গাছ; শিমুল বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) মন্দার>}
- Bengali Word মান্দাস English definition [মান্দাশ্] (বিশেষ্য) ভেলা; কলাগাছ দিয়ে প্রস্তুত ভেলা (কলা গাছের মান্দাস)। {(তৎসম বা সংস্কৃত) মঞ্জুষা>}
- Bengali Word মান্দ্য English definition [মান্দো] (বিশেষ্য) ১ অল্পতা; ঘাটতি; অভাব (ক্ষুধামন্দ্য)। ২ আলস্য; জড়িমা। ৩ ক্ষয়ক্ষতি; হানি; লোকসান। {(তৎসম বা সংস্কৃত) মন্দ+য(যৃক্)}
- Bengali Word মান্দ্রাজ English definition ⇒ মাদ্রাজ
- Bengali Word মান্ধাতা English definition [মান্ধাতা] (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত সূর্যবংশীয় প্রসিদ্ধ রাজা (মান্ধাতারও ধাত্রী তুমি-সত্যেন্দ্রনাথ দত্ত)। মান্ধাতার আমল (বিশেষ্য) মান্ধাতার শাসনকাল; অতি প্রাচীনকাল (মান্ধাতারি আমল থেকে চলে আসচে এমনি রকম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মাম্+√ধে+তৃ(তৃচ্)}
- Bengali Word মান্না ১ English definition [মান্না] (বিশেষ্য) ১ আহার্যবিশেষ (আহারের জন্য আকাশ হতে রাশি রাশি মান্না পড়িতে আরম্ব করিল-কাজী ইমদাদুল হক)। ২ মিষ্ট রসবিশেষ; মধু। {(আরবি) মন্ন}
- Bengali Word মান্না ২ English definition [মান্না] (বিশেষ্য) মান্না; বিমান্না; হিন্দু কুলোপাধি বা পদবি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) মান্য>}