ম পৃষ্ঠা ৪৬
- Bengali Word মান্য English definition [মান্নো] (বিশেষণ) ১ শ্রদ্ধেয়; সম্মানযোগ্য; মাননীয়; শ্রদ্ধা ও সম্মান লাভের উপযুক্ত (মান্য ব্যক্তি)। ২ স্বীকার করবার যোগ্য (এ উক্তি সর্বদা মান্য)। □ (বিশেষ্য) ১ সম্মান; সমাদর (মান্য করা)। ২ সম্মানসূচক অর্ঘ্য (মান দেওয়া)। ৩ পালন (কথা মান্য করা)। মান্যা (স্ত্রীলিঙ্গ)। মান্যগণ্য (বিশেষণ) সম্মানার্হ; গণ্যমান্য; সম্ভ্রান্ত। মান্যবর (বিশেষণ) অতিশয় মাননীয়; অত্যন্ত শ্রদ্ধেয়। মান্যবরেষু (বিশেষ্য) শ্রদ্ধেয় গণ্যমান্য সম্মানিত ব্যক্তির সম্বোধনে ব্যবহৃত পাঠবিশেষ। মান্নামান (বিশেষণ) পূজ্যমান। {(তৎসম বা সংস্কৃত) √মান্+য(যৎ)}
- Bengali Word মাপ ১ English definition [মাপ্] (বিশেষ্য) পরিমাপ; আয়তন; ওজন (মাপ করা, দেহের মাপ)। মাপক (বিশেষণ) পরিমাপকারী; মাপকারী। মাপকাঠি (বিশেষ্য) পরিমাণ করার দণ্ড; মানদণ্ড; standard। মাপজোখ, মাপজোপ (বিশেষ্য) পরিমাণ ওজন ইত্যাদির নির্ণয় (বিজ্ঞানে মাপজোখও করা চাই, বিনা আঁকে যে সত্য পাওয়া যায় তা বৈজ্ঞানিক সত্য নয়-প্রমথ চৌধুরী)। মাপসই, মাপসহি (বিশেষণ) ঠিক ঠিক; ছোটও নয় বড়ও নয়; পরিমাপমতো; পরিমাণ অনুসারে (ছোট মানুষের মাপসই খাওয়ার পাত্র-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) √মা+ণিচ্(=√মাপি)+অক্)}
- Bengali Word মাপ ২, মাফ English definition [মাপ্, মাফ্] (বিশেষ্য) ১ দোষ-মার্জনা; অপরাধক্ষমা (তার বহুৎ কসুর, মাফ কিছুতেই নয়-মোহিতলাল মজুমদার)। ২ রেহাই; অব্যাহতি (টাকা মাপ করা)। {(আরবি) মাআফ}
- Bengali Word মাপক English definition ⇒ মাপ১
- Bengali Word মাপন English definition [মাপোন্] (বিশেষ্য) ১ মাপকরণ। ২ পরিমাণ; measurement। মাপনী (বিশেষ্য) পরিমাপক। {(তৎসম বা সংস্কৃত) √মাপি+অন(ল্যুট্)}
- Bengali Word মাপা English definition [মাপা] (ক্রিয়া) ১ পরিমাপ করা; ওজন করা। ২ জরিপ করা। □ (বিশেষ্য) মাপন। □ (বিশেষ্য) , (বিশেষণ) উক্ত সকল অর্থে। মাপাজোখা (বিশেষণ) ১ নির্দিষ্টভাবে মাপা হয়েছে এমন। ২ একান্ত পরিমিত। □ (বিশেষ্য) মাপন। মাপানো (ক্রিয়া) ১ অন্যের দ্বারা পরিমাণ করানো। ২ অদৃষ্ট বরে স্থির করা (আল্লাহ তাঁর ভাগ্যে এই মাপিয়েছেন)। □ (বিশেষ্য) , (বিশেষণ) উক্ত সব অর্থে। {তৎসম বা সংস্কৃত √মা+ণিচ্(মাপি)+আ}
- Bengali Word মাফ English definition ⇒ মাপ২
- Bengali Word মাফিক English definition [মাফিক্] (বিশেষণ) ১ অনুসারী; অনুসারে (মিল মাফিক লোক পাইলে মানিকজোড় হয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ অনুযায়ী; মতন; ঠিক (কথামাফিক কাজ)। মাফিকসই, মাফিকসহি (বিশেষণ) মাপ অনুযায়ী (বাবা যে অনেক ঘুরে তোমার মাফিকসই জিনিষ এনেছিলেন-কেদারনাথ মজুমদার)। {(আরবি) মরাফিক}
- Bengali Word মাবুদ, মা’বূদ English definition [মাবুদ্] (বিশেষ্য) উপাস্য; পূজনীয়; ইবাদতের যোগ্য। {(আরবি) মা’বূদ}
- Bengali Word মাভৈ, মাভৈঃ English definition [মাভোই] (ক্রিয়া) ১ ভয় কোরো না; ভীত হওয়ার কারণ নেই। □(বিশেষণ) অভয়ব্যঞ্জক (মাভৈঃ বাণীর ভরসা নিয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) মা+ভৈঃ}
- Bengali Word মাম English definition ⇒ মামা১
- Bengali Word মামদো, মামুদা English definition [মাম্দো, মামুদা] (বিশেষ্য) , (বিশেষণ) বাংলাদেশের লোকবিশ্বাস অনুযায়ী প্রেতযোনিপ্রাপ্ত মুসলমান; ইসলাম ধর্মাবলম্বী ভূত (মামদো ভূত)। {(আরবি) মহম্মদ+বাংলা ঈয়>}
- Bengali Word মামলত English definition [মাম্লত্] (বিশেষ্য) ১ ব্যাপারসমূহ; উদ্দেশ্য; মতলব (মামলত হাসিল করা)। ২ অর্থকড়ি; টাকা-পয়সা (ওসব বড়মানুষি করতে গেলে মামলত চাই)। {(আরবি) মু’অমিলাত}
- Bengali Word মামলা English definition [মাম্লা] (বিশেষ্য) ১ মকদ্দমা; কেস। ২ ব্যাপার; বিষয় (মাত্র একটা রাতের মামলা-মনোজ বসু)। মামলাবাজ (বিশেষণ) মকদ্দমা করতে পটু; বিবাদপটু। মামলা-মকদ্দমা (বিশেষ্য) নালিশ; মকদ্দমা। মামলা রুজু করা (ক্রিয়া) বিচারার্থ কাছারিতে নালিশ করা (কন্যাপক্ষ বিবাহ-বিচ্ছেদের মামলা রুজু করিতে চাহিলেন-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) মু’অমিলাহ}
- Bengali Word মামা ১, মামু English definition [মামা, মামু] (বিশেষ্য) মায়ের ভাই বা তৎস্থানীয় ব্যক্তি; মাতুল। মামি, মামী, মামানি বি. (স্ত্রীলিঙ্গ) মামার স্ত্রী; মাতুলানী (মামানী এবং বুবুজানেরা আসলেই পুরন কথা, পুরণ ভালবাসা উথলে উঠে-মীর মশাররফ হোসেন)। মামাতো, মামাত (বিশেষ্য্) নিজের অথবা পতি বা পত্নীর মামার সন্তানরূপে সম্পর্কযুক্ত (মামাতো ভাই)। মামাশ্বশুর (বিশেষ্য) স্বামী বা স্ত্রীর মামা। মামার ভাতে থাকা (ক্রিয়া) আদরের অন্নে প্রতিপালিত হওয়া। মামিশাশুড়ি, মামীশাশুড়ী বি. (স্ত্রীলিঙ্গ) মামাশ্বশুরের স্ত্রী। {তৎসম বা সংস্কৃত মামক>মাম+আ; (তুলনীয়) (হিন্দি) মামা}
- Bengali Word মামা ২ English definition [মামা] (বিশেষ্য) ঝি; চাকরানি (আবদুল্লাহর মাতাও রান্না-ঘর হইতে নিষ্কৃতি পাইলেন-রাবিয়ার মামা সেখানে তাঁহার স্থান গ্রহণ করিলেন-কাজী ইমদাদুল হক)। {(ফারসি) মামা}
- Bengali Word মামুর English definition [মামুর্] (বিশেষণ) লোকজনে ভরা; আবাদ (মামুর হইল মোর....খানা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) মা’মূর}
- Bengali Word মামুলি English definition ⇒ মামুল
- Bengali Word মামুলি, মামুলী English definition [মামুলি] (বিশেষণ) ১ প্রথানুযায়ী; গতানুগতিক (ঘটকালি করতে হলে ইনিয়ে বিনিয়ে বানিয়ে নানা কথাই বলা হচ্ছে মামুলি দস্তুর-প্রমথ চৌধুরী)। ২ চিরাচরিত; চিরকালীন (মামুলি স্বত্ব)। ৩ অতি সাধারণ; অকিঞ্চিৎকর; অতিসামান্য (এমনি নির্লজ্জের মত এসেই আঁধার পথের মামূলী মিলনেই আমার প্রিয়ার অবমাননা করি-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) মাআমূলী}
- Bengali Word মামড়ি, মামড়ী English definition [মাম্ড়ি] (বিশেষ্য) ক্ষত নিরাময়ের পূর্বে গঠিত শুষ্ক চর্মের আবরণ। {মড়ামাস>}