হ পৃষ্ঠা ১১
- Bengali Word হাঁকড়ানো, হাঁকানো English definition [হাঁক্ড়ানো, হাঁকানো] (ক্রিয়া) ১ হুঙ্কার দেওয়া (ঐ শের-নজিবর রহমান হাঁকড়ায় ওরে আয়-কাজী নজরুল ইসলাম)। ২ সদর্পে চালনা করা (লাঠি হাঁকড়ানো)। ৩ দর্প বা বেগের সঙ্গে চালানো (গাড়ি হাঁকানো)। ৪ জাঁকজমকের সঙ্গে তৈরি করা (বাড়ি হাঁকানো)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) হুঙ্কার>}
- Bengali Word হাঁচা English definition [হাঁচা] (ক্রিয়া) হাঁচি দেওয়া। □ (বিশেষ্য) হাঁচি। {(তৎসম বা সংস্কৃত) হঞ্ছি/ হঞ্ছিকা>}
- Bengali Word হাঁচি English definition [হাঁচি] (বিশেষ্য) নাক-মুখ দিয়ে হঠাৎ সজোরে ও সশব্দে বায়ু ত্যাগ করা; ক্ষুৎ। {(তৎসম বা সংস্কৃত) হঞ্ছি>}
- Bengali Word হাঁচুটি, হেঁচেতা English definition [হাঁচুটি, হেঁচেতা] (বিশেষ্য) ছিক্কনি; সিকনি। {(তৎসম বা সংস্কৃত) ছিক্কিকা>}
- Bengali Word হাঁটকানো English definition [হাঁট্কানো] (ক্রিয়া) ১ উলট-পালট করে সন্ধান করা; দ্রব্যাদি উদ্ঘাটন করে দেখা (ঘরে এসে চাই মশাই পুঁথির সিন্দুক হাঁটকে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) (বিশেষণ) বিশৃঙ্খলভাবে নাড়াচাড়া। {(তৎসম বা সংস্কৃত) উদ্ঘাটন>}
- Bengali Word হাঁটন English definition ⇒ হাঁটা
- Bengali Word হাঁটা English definition [হাঁটা] (ক্রিয়া) পায়ে চলা; পায়ে হাঁটা। □ (বিশেষ্য) পদব্রজে চলন। □ (বিশেষণ) পায়ে চলবার জন্য। হাঁটাহাঁটি (বিশেষ্য) হেঁটে বার বার যাতায়াত। হাঁটুনি, হাঁটন (বিশেষ্য) পায়ে হেঁটে চলাচল করণ। {(তৎসম বা সংস্কৃত) √অট্>; (তুলনীয়) (হিন্দি) হাঁটনা}
- Bengali Word হাঁটু English definition [হাঁটু] (বিশেষ্য) জানু (বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। হাঁটুজল (বিশেষ্য) হাঁটু পরিমাণ পানি। হাঁটুর বয়স (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) খুব বা যথেষ্ট কম বয়স। হাঁটুর বয়সী (বিশেষণ) খুব ছোট। {(তৎসম বা সংস্কৃত) অষ্টি>}
- Bengali Word হাঁদা English definition [হাঁদা] (বিশেষণ) ১ বোকা; মূর্খ; স্থূলবুদ্ধি। ২ মোটা (হাঁদা পেট)। হাঁদারাম (বিশেষ্য) বোকারাম; অতি নির্বোধ। {(তৎসম বা সংস্কৃত) হণ্ডা>}
- Bengali Word হাঁপ, হাঁফ English definition [হাঁপ্, হাঁফ্] (বিশেষ্য) ১ দীর্ঘশ্বাস; দম (হাঁপছাড়া)। ২ শ্রম বা দুশ্চিন্তার জন্য শ্বাসবেগ; হাঁপানি (হাঁপ ধরা)। হাঁপ ছাড়ার সময় নেই- অবসর বা ফুসরত নেই। হাঁপানো, হাঁফানো (ক্রিয়া) ১ রুদ্ধপ্রায় শ্বাসজনিত ক্লেশ হওয়া। ২ ক্লান্ত হয়ে পড়া। □ (বিশেষ্য) ঘন ঘন বা কষ্টে শ্বাস গ্রহণ। হাঁপানি, হাঁপি (বিশেষ্য) ১ শ্বাসকষ্টজনিত রোগীবিশেষ। ২ ঘন ঘন শ্বাসত্যাগ ও গ্রহণ। হাঁপাহাঁপি (বিশেষ্য) অতিশয় ব্যগ্রভাব; উৎকট অস্থিরতা। {√হাঁপা/√হাঁফা+আনো}
- Bengali Word হাঁফাল (মধ্যযুগীয় বাংলা) English definition [হাঁফাল্] (বিশেষ্য) রাফ (হাঁফালে ধরিতে যায় ঘাড়ে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) উল্লস্ফ>}
- Bengali Word হাঁরে, হ্যারে English definition [হাঁরে, হ্যাঁরে] (অব্যয়) অতি পরিচিতিমূলক সম্বোধন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হাঁস English definition [হাঁশ্] (বিশেষ্য) হংস; মরাল; একজাতীয় জলচর পাখি। {(তৎসম বা সংস্কৃত) হংস>}
- Bengali Word হাঁস- ফাঁস, হাশ- ফাঁশ English definition [হাঁশ্ফাঁশ্] (বিশেষ্য) ১ অতি কষ্টে ঘন ঘন শ্বাস গ্রহণ ও ত্যাগ (হাঁশ- ফাঁশ উঠে কি সে পড়ে কি?-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (অব্যয়) অস্থিরতা প্রকাশক (মনটা কিন্তু কি বলার জন্য হাঁস ফাঁস করে মরে-সরদার জয়েনউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) হংস>(বাংলা) হাঁস; (তৎসম বা সংস্কৃত) শ্বাস> (বাংলা) ফাঁস}
- Bengali Word হাঁসকল English definition [হাঁশ্কল্] (বিশেষ্য) চৌকাঠের সঙ্গে দরজার পাল্লা ঝোলানোর চক্র লৌহদণ্ড (চিড়িয়াখানার দরজায় একটা হাঁসকল পাতা আছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {হাঁস+কল}
- Bengali Word হাঁসপাতাল English definition ⇒ হাসপাতাল
- Bengali Word হাঁসলি English definition ⇒ হাঁসুলি
- Bengali Word হাঁসা ১ English definition ⇒ হাসা
- Bengali Word হাঁসা ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [হাঁসা] (বিশেষণ) হাসের দেহের শ্বেতবর্ন; সাদা রঙ। {(তৎসম বা সংস্কৃত) হাস্য>হাঁস+আ}
- Bengali Word হাঁসা ৩ English definition [হাঁশা] (বিশেষ্য) পুরুষ হাস। হাঁসি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) হংস>}