হ পৃষ্ঠা ১০
- Bengali Word হস্ত English definition [হস্তো] (বিশেষ্য) ১ হাত; কর; পাণি। ২ বাহু; ভুজ। ৩ মণিবন্ধ; কনুই অথবা বগল থেকে আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত দেহের অংশবিশেষ। ৪ আঠারো ইঞ্চি বা চব্বিশ অঙ্গুলি পরিমাণ দৈর্ঘ্যের এককবিশেষ। ৫ হাতির শুঁড়। হস্তকণ্ডূয়ন (বিশেষ্য) হাত চুলকানি; কিছু করার জন্য হাতের নিশপিশ ভাব। হস্তকৌশল (বিশেষ্য) ১ তাতের কায়দা। ২ হাত সাফাই। হস্তক্ষেপ, হস্তক্ষেপন, হস্তার্পণ (বিশেষ্য) ১ হাত দেওয়া। ২ নিয়ন্ত্রিত করা। ৩ কোনো কাজে বাধা দেওয়া বা যোগদান। হস্তগত (বিশেষণ) অধিকারে আনীত; অধিকৃত; দখলীকৃত; করায়ত্ত; বশীভূত। হস্তগ্রাহ্য (বিশেষণ) হাত দ্বারা গ্রহণীয়; স্পর্শসাধ্য। হস্তচ্যুত (বিশেষণ) ১ হাত থেকে পড়ে গেছে এমন। ২ হাতছাড়া; হাতের বাইরে চলে গেছে এমন। হস্তত্র (বিশেষ্য) হাতের আবরণবিশেষ; দস্তানা। হস্তধারণ (বিশেষ্য) হাত ধরা। হস্তরেখা (বিশেষ্য) হাতের তালুর বা করতলের রেখা। হস্তলাঘব (বিশেষ্য) হাত সাফাই; অপহরণ। হস্তলিখন (বিশেষণ) হাতের লেখা (টাইপ করা বা ছাপানো নয়)। হস্তলিপি, হস্তলেখ (বিশেষ্য) হাতের লেখা। হস্তসিদ্ধি (বিশেষ্য) বেতন। হস্তসূত্র (বিশেষ্য) ১ হাতের সূতা। ২ রাখি। ৩ বলয়। হস্তাক্ষর (বিশেষ্য) ১ হাতের লেখা। ২ হাতের লেখার ছাপা। হস্তান্তর, হস্তার্পণ (বিশেষ্য) ১ অন্যের দখলে বা অধিকারে অর্পণ। ২ হাত বদল। হস্তান্তরিত (বিশেষণ) ১ অন্যের হাতে দিয়ে দেওয়া হয়েছে এমন। ২ অন্যের অধিকারগত। হস্তাবর্তন (বিশেষ্য) হাত বুলানো বা ঘুরানো। হস্তাবর্তিত বিণ। হস্তাবলেপ (বিশেষ্য) হাত দিয়ে প্রলেপ দান; অপরিচ্ছন্ন করা (সে দৈন্যবোধে ব্যক্তিগত দারিদ্রের স্থূল হস্তাবলেপ নেই-সুধীন্দ্রনাথ দত্ত)। হস্তামলক (বিশেষ্য) ১ করতলস্থ আমলকী। ২ (আলঙ্কারিক) যে বস্তু সহজে আয়ত্ত হয়। ৩ অধিকার করায়ত্ত (জগৎ হয়েছে হস্তামলক-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ শঙ্করাচার্যকৃত বেদান্ত গ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) √হস্+ত(তন্)}
- Bengali Word হস্তবুদ English definition [হস্তোবুদ্] (বিশেষ্য) ১ বর্তমান ও অতীতের হিসাব; জমাবন্দি। ২ জমিদারির মোট আয়ের হিসাবের কাগজপত্র (এক্ষেত্রে হস্তবুদ তৈরি করবার ভার দেশী আমলাদেরই হাতে থাকবে-প্রমথ চৌধুরী)। হস্তবুদ জমা (বিশেষ্য) বিভিন্ন খাতে রাজস্বের সমষ্টি। {(তৎসম বা সংস্কৃত) (তৎসম বা সংস্কৃত) হস্ত+(ফারসি) বূদ্}
- Bengali Word হস্তা English definition [হস্তা] (বিশেষ্য) (জ্যোবি) ত্রয়োদশ নক্ষত্র। {(তৎসম বা সংস্কৃত) হস্ত+আ(টাপ্)}
- Bengali Word হস্তাক্ষর, হস্তান্তর, হস্তামলক, হস্তার্পণ English definition ⇒ হস্ত
- Bengali Word হস্তিনাপুর English definition [হোস্তিনাপুর্] (বিশেষ্য) কৌরবদের রাজধানী। {(তৎসম বা সংস্কৃত) হস্তিনাগপুর>}
- Bengali Word হস্তী English definition [হোস্তি] (বিশেষ্য) হাতি; করী; গজ; ঐরাবত; মাতঙ্গ; বারণ; দ্বিপ; দন্তী; দ্বিরদ। হস্তিনী (স্ত্রীলিঙ্গ)। হস্তীকর্ণ (বিশেষ্য) ১ হাতির কান। ২ এরণ্ড বৃক্ষ। ৩ উপদেবতা। ৪ ধূলিবর্ষণ। □ (বিশেষণ) হিমানী। হস্তিপ, হস্তীপক (বিশেষ্য) মাহুত; হস্তীর চালক বা পালক। হস্তীপর্ণী (বিশেষ্য) লতাবিশেষ। হস্তীমদ (বিশেষ্য) ক্ষিপ্ত হাতির শুঁড় ও চক্ষু হতে যে উৎকট গন্ধযুক্ত জল নির্গত হয়। হস্তীমল্ল (বিশেষ্য) ১ রণহস্তী। ২ ভস্মস্তূপ। ৩ ধূলিবর্ষণ। □ (বিশেষণ) হিমানী। হস্তীমূর্খ (বিশেষ্য) অতিশয় মূর্খ; অত্যন্ত নির্বোধ (একটি নিরেট হস্তিমূর্খ-মাওলানা মুহম্মদ আকরম খাঁ)। হস্তীশালা (বিশেষ্য) হাতি রাখার স্থান; হাতির আস্তাবল; পিলখানা। হস্তীশুণ্ড (বিশেষ্য) হাতির শুঁড়। হস্ত্যাশ্ব (বিরল) (বিশেষ্য) হাতি ও ঘোড়া। হস্ত্যাজীব (বিরল) (বিশেষ্য) ১ হস্তিপালক। ২ হাতিব্যবসায়ী। ৩ হাতিশিকারি। হস্ত্যায়ুর্বেদ (বিরল) (বিশেষ্য) হাতির চিকিৎসাশাস্ত্র। হস্ত্যারোহ (বিরল) (বিশেষ্য) ১ যে ব্যক্তি হাতির পিঠে আরূঢ়। ২ মাহুত। হস্ত্যারোহী। (বিরল) (বিশেষণ) হস্তিপৃষ্ঠে আরূঢ়। {(তৎসম বা সংস্কৃত) হস্ত+ইন্(ইনি)}
- Bengali Word হস্ English definition ⇒ হল্
- Bengali Word হা English definition [হা] (অব্যয়) ১ হায়। ২ যন্ত্রণা, বিস্ময়, ক্লেশ, শোক, বিষাদ প্রভৃতিসূচক শব্দ। ৩ নিন্দাসূচক শব্দ। হা কপাল (বিশেষ্য) মন্দভাগ্যের প্রতি ইঙ্গিত। হা ধিক (বিশেষ্য) ১ ঘৃণা প্রকাশ। ২ দুঃখ প্রকাশ। হা পিত্যেশ (বিশেষ্য) ১ অতিশয় লোভহেতু আকাঙ্খা। ২ আফসোস; অনুশোচনা। ৩ দীর্ঘকালব্যাপী প্রত্যাশা বা কামনা। হা-ভাত (বিশেষ্য) অন্নের জন্য হাহাকার; দুর্ভিক্ষ। হাহুতাশ (বিশেষ্য) খেদ; আক্ষেপ; অতিশয় আফসোস। হা হন্ত (অব্যয়) অত্যন্ত কাততাপূর্ণ উক্তি; গেলাম; মলাম। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হা-হুতাশ, হা-হুতাস English definition [হাহুতাশ্] (বিশেষ্য) আক্ষেপ ধ্বনি; শোক প্রকাশ (এত কুসুম এত বাতাস কেন তবু এ হাহুতাস-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) হা+হতাশ; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) ‘হা হতোহস্মি’}
- Bengali Word হাঁ হাঁ English definition [হাঁহাঁ] (অব্যয়) হঠাৎ তীব্র নিষেধ বা নিবারণসূচক শব্দ (হাঁ হাঁ শব্দ করা)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হাঁ ১ English definition [হাঁ] (বিশেষ্য) মুখ ব্যাদান; মুখ খোলা (কুকুরের হাঁ)। {(তৎসম বা সংস্কৃত) হর্ম>}
- Bengali Word হাঁ ২, হ্যাঁ English definition [হাঁ, হ্যাঁ] (অব্যয়) ১ সম্মতি বা সীকৃতিসূচক শব্দ। ২ সাড়া; যথার্থ; সঠিকতা; বিদ্যমানতা; নেতিবাচক ভাবের বিপরীত জবাবসূচক শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হাঁ ৩ English definition [হাঁ] (অব্যয়) ঘনিষ্ট সম্বোধনসূচক; হ্যালো। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হাঁউ, হউ (প্রাচীন বাংলা) English definition [হাঁউ, হউ] (সর্বনাম) আমি (এতকাল হাঁউ অচ্ছিলেঁ স্বমোহে-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত) অহম্>}
- Bengali Word হাঁক, হাঁকার English definition [হাঁক্, হাঁকার্] (বিশেষ্য) ১ উচ্চৈঃস্বরে ডাকা (হাঁক পাড়া)। ২ হুংকার। (হাঁক ছাড়া)। হাঁকডাক (বিশেষ্য) ১ পুনঃপুন উচ্চকন্ঠে ডাকাডাকি। ২ শোরগোল। ৩ শক্তি ও ধন সম্পদের খ্যাতি। ৪ লম্ফসূচক ও দম্ভ প্রকাশক চিৎকার। হাঁক পাড়া (ক্রিয়া) উচ্চ স্বরে আহ্বান করা। {(তৎসম বা সংস্কৃত) হুঙ্কার>}
- Bengali Word হাঁকপাঁক English definition ⇒ হাঁকুপাঁকু
- Bengali Word হাঁকা English definition [হাঁকা] (বিশেষ্য) ১ হাঁক দেওয়া। ২ চিৎকারপূর্বক আস্ফালন বা ঘোষণা করা (হাঁকে বীর-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) হুঙ্কার>}
- Bengali Word হাঁকানো English definition ⇒ হাঁকড়ানো
- Bengali Word হাঁকাহাঁকি English definition [হাঁকাহাঁকি] (বিশেষ্য) ১ ডাকাডাকি; উচ্চৈঃস্বরে ডাকা। ২ বচসা। {হাঁক+আ+হাঁক+ই}
- Bengali Word হাঁকুপাঁকু, হাঁকপাঁক English definition [হাঁকুপাঁকু, হাঁক্পাঁক্] (বিশেষ্য) অতিশয় ব্যস্ত; আকুলতা প্রকাশ (হাঁকুপাঁকু করে কি যে গালে ভরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। হাঁকুচ পাঁকুচ (বিশেষ্য) অতিশয় ব্যস্ত; আকুল (যেটা পায়না সেটাই পাবার জন্যে হাঁকুচপাঁকুচ করে-কাজী নজরুল ইসলাম)। {আঁকুপাঁকু>}