হ পৃষ্ঠা ২৪
- Bengali Word হায়া ১ English definition [হায়া] (বিশেষ্য) লজ্জা; শরম। হায়া-শরম (বিশেষ্য) লজ্জা-শরম; শালীনতাবোধ (ওদের মেয়েদের পর্যন্ত হায়াশরম নেই-সৈয়দ মুজতবা আলী)। বেহায়া (বিশেষণ) নির্লজ্জ। {(আরবি) হায়া}
- Bengali Word হায়া ২ English definition [হায়া] (বিশেষ্য) হাওয়া বিবি; Eve (আপনি চন্ডিকা দেবী তিঁহ হৈল হায়া বিবি-রাজিয়া মাহবুবই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(আরবি) হওরা}
- Bengali Word হায়াত English definition [হায়াত্] (বিশেষ্য) আয়ু; জীবন; পরমায়ু (রহিবেন জেন্দা জাহানে হায়াতে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) হায়াত}
- Bengali Word হিঁচড়ানো, হেঁচড়ানো, হিঁচড়নো English definition [হিঁচ্ড়ানো, হেঁচড়ানো, হিঁচড়ানো] (ক্রিয়া) বলপূর্বক টানা; ধৃত ব্যক্তির অনিচ্ছায় তার ক্লেশ উৎপাদন করে সবলে আকর্ষণ বা টেনে নিয়ে যাওয়া (আমরা তবু তাকে হিঁচরে টেনে নিয়ে যাচ্ছি-সুকুমার রায়)। (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √হিঁচড়্+আনো,>}
- Bengali Word হিঁদু English definition [হিঁদু] (বিশেষ্য) হিন্দু; হিন্দুধর্ম; হিন্দু ধর্ম আচরণকারী (হিঁদুর দেবতা-ঈশ্বর গুপ্ত)। হিঁদুআনি, হিঁদুয়ানি (থাকি আয় হিঁদু আনি ছেড়ে-ঈশ্বর গুপ্ত)। {(ফারসি) হিন্দু}
- Bengali Word হিঁয়ালি English definition ⇒ হেঁয়ালি
- Bengali Word হিং টিং ছট English definition [হিঙ্টিঙ্ছট্] (অব্যয়) সংস্কৃত মন্ত্রের মতো গাম্ভীর্যপূর্ণ কিন্তু প্রকৃতপক্ষে অর্থহীন বিদ্রুপাত্নক শব্দসমষ্টি (থেকে থেকে হেঁকে উঠে হিং টিং ছট-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হিং, হিঙ English definition [হিঙ্] (বিশেষ্য) একজাতীয় বৃক্ষের কটু গন্ধময় নির্যাস-যা ঔষুধের উপাদান বা ব্যঞ্জনের মসলারূপে ব্যবহৃত হয় (কাবুলী হিং-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) হিঙ্গু>}
- Bengali Word হিংচা ১ English definition ⇒ হেলেঞ্চা
- Bengali Word হিংচা ২, হিঞ্চা, হেলেঞ্চা English definition [হিঙ্চা, হেন্চা, হ্যালেন্চা] (বিশেষ্য) জলজ তিক্ত শাকবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) হিলমোচিকা>}
- Bengali Word হিংলি English definition [হিঙ্লি] (বিশেষ্য) তামাক গাছবিশেষ।{(তৎসম বা সংস্কৃত) হিঙ্গলী>}
- Bengali Word হিংসক English definition [হিঙ্শক্] (বিশেষ্য) হিংস্র জীব। ¨ (বিশেষণ) ১ শত্রু (দুরন্ত হিংসক শুলপাণি-মাইকেল মধুসূদন দত্ত)। ২ হন্তা; ঘাতক। ৩ ঈর্ষাপরায়ণ; হিংসাকারী; হিংসুটে। {(তৎসম বা সংস্কৃত) √হিংস্+অক(বুঞ্)}
- Bengali Word হিংসন English definition [হিঙ্শন্] (বিশেষ্য) ১ হিংসাকার্য; মারণ। ২ বিদ্বেষ ভাব। ৩ ক্ষতিকরণ। হিংসনীয় (বিশেষণ) হিংসাযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √হিংস্+অন(ল্যুট্)}
- Bengali Word হিংসা English definition [হিঙ্শা] (বিশেষ্য) ১ বধ; হনন। ২ অনিষ্ট; অপকার; ক্ষতি। ৩ পরের ক্ষতি করবার বাসনা। ৪ পরশ্রী কাতরতা; ঈর্ষা; বিদ্বেষ। হিংসাত্নক (বিশেষণ) মূলে হিংসা আছে এমন; হিংসাযুক্ত; ক্ষতি করবার বাসনাযুক্ত। হিংসালু (বিশেষণ) ১ ঘাতক (ভ্রমে আশেপাশে হিংসালু শিবা-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ ক্ষতিকারক । ৩ হিংস্র; হিংসাশীল। ৪ বিদ্বেষপরায়ণ। হিংসিত (বিশেষণ) ১ বিনাশিত। ২ হিংসার লক্ষ্য বা বিষয় করা হয়েছে এমন। হিংস্য (বিশেষণ) ১ বধ্য। ২ হিংসার উপযুক্ত; হিংসাযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √হিংস্+অ+আ(টাপ্)}
- Bengali Word হিংসুক(অশুপ্র.) English definition [হিঙ্শুক্] (বিশেষণ) হিংসুটে; ঈর্ষাপরায়ণ; পরের অপকার করবার প্রবৃত্তিযুক্ত; পরশ্রীকাতর। {(তৎসম বা সংস্কৃত) হিংসা+ (বাংলা) উক}
- Bengali Word হিংসুটে English definition [হিঙ্শুটে] (বিশেষণ) পরশ্রীকাতর; হিংসাপরায়ণ। {(তৎসম বা সংস্কৃত) হিংসা+ (বাংলা) উটিয়া>টে}
- Bengali Word হিংস্য English definition ⇒ হিংসা
- Bengali Word হিংস্র, হিংস্রক English definition [হিঙ্স্রো, হিঙস্রক্] (বিশেষ্য) ১ প্রাণহারক; বিনাশক। ¨ (বিশেষণ) উগ্র হিংসাযুক্ত প্রকৃতিবিশিষ্ট; হিংসাকারী। হিংস্রা, হিংস্রিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √হিংস্+র, অক(বুঞ্)}
- Bengali Word হিঅ, হিঅঅ (প্রাচীন বাংলা) English definition [হিঅ,হিঅঅ] (বিশেষ্য) হৃদয়; মন। হিঅহি, হিঅএ-হৃদয়ে (হিঅহি ণ পইসঈ-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) হৃদয়>হৃঅঅ>}
- Bengali Word হিঅহিঅ (মধ্যযুগীয় বাংলা) English definition [হিঅহিঅ] (অব্যয়) হেঁইও (হিঅহিঅ বুলী কাহৃ বাহে নাএ-বড়ু চণ্ডীদাস)। {ধ্বন্যাত্মক}