হ পৃষ্ঠা ২৫
- Bengali Word হিউমাস English definition [হিউমাস্] (বিশেষ্য) মাটির ভিতরকার পচা জৈব পদার্থ; humus (গাছপালা ও জীবজন্তুর দেহ পচিয়া মাটিতে যেসব জৈব পদার্থের সৃষ্টি হয় তাহাকে হিউমাস বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(ইংরেজি) humus}
- Bengali Word হিকমত, হেকমত English definition [হিক্মত্, হেকমত] (বিশেষ্য) ১ কৌশল (হজুরী সরকারের হেকমত দেখকে -প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ দক্ষতা; কর্মকুশলতা। ৩ চাতুর্য; কৌশল; কায়দা (এমন হেকমতে আল্লাহ মানুষের মস্তিস্ক প্রস্তুত করেছেন-মঈন)। ৪ শক্তি; ক্ষমতা। ৫ জ্ঞানবত্তা। হিকমতি (বিশেষণ) ১ কৌশলী। ২ চতুর; কর্মকুশল। ৩ শক্তিশালী। হিকমতে (ক্রিয়াবিশেষণ) কৌশলে (নেয় যেমন হিকমতে-ফররুখ আহমদ)। {(আরবি) হিকমত}
- Bengali Word হিক্কা English definition [হিক্কা] (বিশেষ্য) হেঁচকি (হিক্কা ওঠা)। {(তৎসম বা সংস্কৃত) √হিক্ক্+অ+আ(টাপ্)}
- Bengali Word হিঙ English definition ⇒ হিং
- Bengali Word হিঙ্গু English definition [হিঙ্গু] (বিশেষ্য) হিং। {(তৎসম বা সংস্কৃত) হিঙ্গু}
- Bengali Word হিঙ্গুল, হিঙ্গুলি, হিঙুল English definition [হিঙগুল্,হিঙ্গুলি,হিঙুল্] (বিশেষ্য) পারদ ও গন্ধক মেশানো এক প্রকার ঘোর লাল রঙের পদার্থ; cinnabar (আঙুলে হিঙুল নিয়ে ফেরে কে মেঘ রাঙিয়ে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) হিঙ্গু+√লা+অ(ড)}
- Bengali Word হিজরত English definition [হিজ্রত্] (বিশেষ্য) দেশত্যাগ; হজরত মুহাম্মদ (সা.) -এর মক্কা থেকে মদিনায় গমন। {(আরবি) হিজরত }
- Bengali Word হিজরি, হিজরা English definition [হিজ্রি, হিজরা] (বিশেষ্য) খ্রিষ্টজন্মের ৬২২ বছর পরে হজরত মুহাম্মদ (সা.)-এর মক্কা ত্যাগ করে মদিনায় গমনের (হিজরতের) দিন থেকে গণিত চান্দ্র-অব্দ। {(আরবি) হিজ্রী; হিজ্রত}
- Bengali Word হিজল English definition [হিজল্] (বিশেষ্য) ফুল ফল ও বৃক্ষবিশেষ(হিজলের বনফুলের আখরে লিখিয়া রঙীন চিঠি-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) হিজ্জল>}
- Bengali Word হিজলি বাদাম English definition [হিজ্লি বাদাম্] (বিশেষ্য) হিজলি নামক স্থানে উৎপন্ন কাজু বাদাম। {হিজলি+বাদাম}
- Bengali Word হিজিবিজি English definition [হিজিবিজি] (বিশেষ্য) আঁকাবাঁকা রেখাযুক্ত অস্পষ্ট অর্থহীন লেখা (কাগজে কতকগুলো হিজিবিজি কাটিয়া আমাকে ফাঁকি দিয়া গেল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ¨ (বিশেষণ) পরস্পর জড়িত হয়ে অবোধ্য। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হিজড়া, হিজড়ে English definition [হিজ্ড়া, হিজড়ে] (বিশেষ্য) ১ নপুংসক; ক্লীব (এই হিজড়ে নপুংসকগুলো দেখে মরকর পাপে-কাজী নজরুল ইসলাম)। ২ একই দেহে স্ত্রী ও পুংচিহ্নযুক্ত মানুষ বা অন্য জীব। {(ফারসি) হীজ}
- Bengali Word হিঞ্চা, হিঞ্চে English definition ⇒ হেলেঞ্চা
- Bengali Word হিটলারি English definition [হিট্লারি] (বিশেষণ) (আলঙ্কারিক) অত্যন্ত উগ্র; হিটলারের মতো উগ্র (হিটলারি মেজাজ, হিটলারি কান্ডকারখানা)। {জ. হিটলার+ (বাংলা) ই}
- Bengali Word হিত English definition [হিত্, সমাসবদ্ধ পদে ‘হিতো’] (বিশেষ্য) উপকার; কল্যাণ; ইষ্টসাধন; মঙ্গল। ¨ (বিশেষণ) কল্যাণজনক; উপকারী; মঙ্গলজনক। হিতকথা (বিশেষ্য) উপকারী বা কল্যাণকর কথা; সৎপরামর্শ; সদুপদেশ। হিতকর (বিশেষণ) মঙ্গলজনক; উপকারী। হিতকরী বিণ. (স্ত্রীলিঙ্গ)। হিতকারী (-রিন্) (বিশেষ্য) (বিশেষণ) কল্যাণকারী; মঙ্গলকারী; উপকারক; ইষ্টসাধক। হিতবাদ (বিশেষ্য) সবচেয়ে অধিক লোকের বেশি উপকার সাধনের মতবাদ। হিতবাদী(-দিন্)(বিশেষণ) সদুপদেশক; সৎপরামর্শদাতা। হিতসাধন (বিশেষ্য) মঙ্গলকরণ; উপকারসাধন। হিতাকাঙ্ক্ষী (-ঙ্ক্ষীন্), হিতার্থী (-র্থিন্) (বিশেষ্য) যে মঙ্গল কামনা করে; কল্যানপ্রার্থী। হিতাশী (বিশেষণ) হিতৈষী; হিতাকাঙ্ক্ষী (রায় বলে বাসা দিলা হইলা হিতাশী-ভারতচন্দ্র রায়গুণাকর)। হিতাহিত জ্ঞান (বিশেষ্য) শুভাশুভ; ভালো-মন্দ; ন্যায়ান্যায় সমন্ধে চেতনা। হিতৈষণা, হিতৈষা (বিশেষ্য) মঙ্গল করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা (সুপ্রকট হিতৈষণা সত্ত্বেও -সুধীন্দ্রনাথ দত্ত)। হিতৈষী(-ষিন্) (বিশেষ্য) মঙ্গল করতে ইচ্ছুক (চিঠি তো নয় হিতৈষী পরমাত্নীয়জনের শুভকামনা-রাজিয়া খান)। হিতৈষণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হিতোপদেশ (বিশেষ্য) কল্যাণ; হিতকর উপদেশ। {(তৎসম বা সংস্কৃত) √ধা+ত(ক্ত)}
- Bengali Word হিদায়তী English definition ⇒ হেদাতি
- Bengali Word হিদায়েত, হিদায়ত, হেদায়েত English definition [হিদায়েত্, হিদায়ত্, হেদায়েত্] (বিশেষ্য) সদুপদেশ; সত্যপথপ্রদর্শন; ন্যায়ের পথে পরিচালন; দেশনা (বহুদেশ হেদায়েত করিবার পর-মোহাম্মদ বরকতুল্লাহ; হুজুর আমায় হেদায়েত করুন-এস. ওয়াজেদ আলী)। {(আরবি) হিদায়ত}
- Bengali Word হিন্ডন English definition [হিন্ডন্] (বিশেষ্য) বিচরণ বা ভ্রমণ। হিন্ডই (প্রাচীন বাংলা) (ক্রিয়া) খেলা করে (একেলী সবরী এ বন হিন্ডই -চর্যা)। {(তৎসম বা সংস্কৃত) √হিন্ড্>}
- Bengali Word হিন্তাল, হেঁতাল English definition [হিন্তাল্, হেঁতাল্] (বিশেষ্য) তালজাতীয় বৃক্ষ; হেঁতাল গাছ (গ্রন্হিল বাঁকা হিন্তলশাখা ধরিতে আমরা ডরি-সত্যেন্দ্রনাথ দত্ত)।{(ফারসি) হীন্তাল}
- Bengali Word হিন্দি English definition [হিন্দি] (বিশেষ্য) উত্তর-ভারতের একটি ভাষা; বর্তমানে ভারতের রাষ্ট্র্রভাষা; হিন্দুস্তানী। {(ফারসি) হিন্দী}