হ পৃষ্ঠা ২৬
- Bengali Word হিন্দু English definition [হিন্দু] (বিশেষ্য) (বিশেষণ) প্রাচীন ভারতবর্ষের বেদাশ্রিত সনাতন জাতি বা ধর্ম; সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী ব্যক্তি। হিন্দুত্ব (বিশেষ্য) হিন্দু ধর্ম ও আচার; হিন্দুভাব; হিন্দুয়ানি। হিন্দুধর্ম (বিশেষ্য) শ্রুতি-স্মৃতি-পুরাণ বিহিত ধর্ম। হিন্দুয়ানি, হিন্দুয়ানী (বিশেষ্য) ১ হিন্দুর ধর্ম ও আচার-আচরণ (ইহাদের মধ্যে কাহাকেও যদি হিন্দুয়ানি পাইলাম না, তবে হিন্দু ধর্ম কি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ হিন্দু ধর্মনিষ্ঠায় বাড়াবাড়ি উগ্রতা বা ভন্ডামি। হিন্দুস্তান/ স্থান (বিশেষ্য) ভারতবর্ষ। হিন্দুস্তানি/স্থানি (বিশেষ্য) ফারসিমিশ্রিত হিন্দি ভাষা; উর্দু; উত্তর-ভারতের মুসলমানদের মধ্যে প্রচলিত ভাষা, যা বর্তমানে পাকিস্তানের রাষ্ট্রভাষা। ¨ (বিশেষণ) ১ হিন্দুস্তানের বা ভারতের অধিবাসী; ভারতীয়। ২ উত্তর-ভারতের অধিবাসী; ভারতীয়। ৩ হিন্দি ভাষী; পশ্চিমা; বিহারি। {(ফারসি) হিন্দ; (তৎসম বা সংস্কৃত) সিন্ধু>}
- Bengali Word হিন্দোল, হিন্দোলা English definition [হিন্দোল্, হিন্দোলা] (বিশেষ্য) ১ (সন্) একটি রাগের নাম (পাশের উপবন হইতে তরুণী কন্ঠের মল্লার হিন্দোলা ভেসে আসছিল-কাজী নজরুল ইসলাম)। ২ দোলা; দোলন (চল ঊর্মির হিন্দোল-দোল-কাজী নজরুল ইসলাম)। ৩ ঝুলনযাত্রা নামক উৎসব। {(তৎসম বা সংস্কৃত) √হিন্দোল+অ(ঘঞ্)}
- Bengali Word হিন্মত, হিম্মৎ English definition [হিম্মত্] (বিশেষ্য) ১ সাহস; মনোবল (ছিঁড়িতেছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ-কাজী নজরুল ইসলাম)। ২ ক্ষমতা; শক্তি; বীরত্ব; বীর্য; তেজ (দুদিন এ দলে থাক দেখি তোমার হিন্মৎ কতটা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। হিম্মত জিগর (বিশেষ্য) সাহসী কলিজা (এতবড় দরাজ ছিল আর হিমৎজিগরের নিশান আফগানিস্তানের ইতিহাস আর নেই-সৈয়দ মুজতবা আলী)। হিম্মতি (বিশেষণ) সাহসী। {(আরবি) হিম্মত}
- Bengali Word হিপ হিপ হুররে English definition [হিপ্হিপ্হুর্রে] (অব্যয়) জয়ধ্বনি; বিশেষত খেলায় সমবেত উচ্চকন্ঠ ধ্বনি। {(ইংরেজি) hip-hip-hurrah}
- Bengali Word হিফয English definition ⇒ হেফজ
- Bengali Word হিবা, হেবা English definition [হিবা, হেবা] (বিশেষ্য) দান; উপহার; ইসলামের বিধানমতে সম্পত্তি দান। হিবানামা (বিশেষ্য) হেবার দলিল; দানপত্র। {(আরবি) হিবাহ}
- Bengali Word হিবাচী English definition [হিবাচি] (বিশেষ্য) চুল্লি; হাপর (হিবাচীতে আগুন জেলে শিখছে ওরা কব্জা কল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {অজ্ঞাতমূল}
- Bengali Word হিবুক English definition [হিবুক্] (বিশেষ্য) লগ্নের চতুর্থ স্থান। {(তৎসম বা সংস্কৃত) হিবুক}
- Bengali Word হিব্রু English definition [হব্রু] (বিশেষ্য) ১ ইহুদি জাতি। ২ প্রাচীন ইহুদি জাতির মাতৃভাষা। ইবরিয়দের ভাষা। {(ইংরেজি) Hebrew}
- Bengali Word হিম English definition [হিম্] (বিশেষ্য) ১ তুষার; বরফ (হিম পাত)। ২ নীহার; শিশির। ৩ শীতকাল; হিমঋতু। ৪ শৈত্য; শীতলতা; শীতল বা ঠান্ডা স্পর্শ (হিম যে লাগিবে-কায়কোবাদ)। ¨ (বিশেষণ) ঠান্ডা (হাত-পা হিম হয়ে গেল)। হিমকর (বিশেষ্য) যার কিরণ শীতল; চন্দ্র। হিমগিরি, হিমবান, হিমবৎ, হিমশৈল (বিশেষ্য) ভারতের উত্তর সীমায় অবস্থিত সর্বদা তুষরাচ্ছন্ন পর্বতশ্রেণি (নম নম হিমবান-সত্যেন্দ্রনাথ দত্ত)। হিমপাত (বিশেষ্য) তুষার পতন; বরফ পড়া। হিমবাহ (বিশেষ্য) তুষার স্তুপ বা তুষার প্রবাহ যা পর্বতগাত্র বেয়ে ধীরে ধীরে নিম্নদিকে চলতে থাকে; glacier। হিমমন্ডল (বিশেষ্য) দুই মেরুর সন্নিহিত অত্যন্ত শীতল অতি ক্ষীণ সূর্যালোকযুক্ত পৃথিবীর অংশবিশেষ; frigid zone। হিমরেখা (বিশেষ্য) পর্বতের যে অংশ সর্বদা তুষারাচ্ছন্ন থাকে; তার নিম্নস্থ রেখা; snowline। হিমশিলা (বিশেষ্য) করকা; বরফ; তুষার। হিমশীতল (বিশেষণ) তুষার বা বরফের মতো ঠান্ডা; তুষারশীতল। হিমসাগর (বিশেষ্য) ১ তুষার বা বরফে আচ্ছন্ন সমুদ্র। ২ (আলঙ্কারিক) প্রবল শৈত্য; প্রচন্ড ঠান্ডা। ৩ উন্নত জাতের আমবিশেষ। ৪ একপ্রকার কবিরাজি তেল যা ব্যবহারে মস্তিষ্ক শীতল থাকে। {(তৎসম বা সংস্কৃত) হিম+অ(অচ্)}
- Bengali Word হিমশিম, হিমসিম English definition [হিম্শিম্] (বিশেষ্য) হয়রান; নাজেহাল; অত্যন্ত পরিশ্রান্ত বা ক্লান্ত হওয়া। হিমশিম খাওয়া (ক্রিয়া) নাকাল হওয়া; নাজেহাল হওয়া। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হিমাংশু English definition [হিমাঙ্শু] (বিশেষ্য) ১ চন্দ্র। ২ কর্পূর। {(তৎসম বা সংস্কৃত) হিম+অংশু}
- Bengali Word হিমাগম English definition [হিমাগম্] (বিশেষ্য) ১ শীত বা হেমন্ত ঋতু। {(তৎসম বা সংস্কৃত) হিম+আগম; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word হিমাগার English definition [হিমাগার্] (বিশেষ্য) শীতল ঘর; ঠান্ডা গুদাম; cold store। {(তৎসম বা সংস্কৃত) হিম+আগার; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word হিমাঙ্গ English definition [হিমাঙ্গো] (বিশেষ্য) একেবারে ঠান্ডা বা তাপশূন্য দেহ; প্রাণহীন বা মৃতদেহ। ¨ (বিশেষণ) দেহ তাপশূন্য এমন। {(তৎসম বা সংস্কৃত) হিম+অঙ্গ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word হিমাচল, হিমাদ্রি English definition [হিমাচল্, হিমাদ্দ্রি] (বিশেষ্য) হিমালয় পর্বতশ্রেণি (ক্ষুদ্র বালুকণা হ’তে হিমাদ্রি-শিখর-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) হিম+অচল, অদ্রি; (কর্মধারয় সমাস)}
- Bengali Word হিমানী English definition [হিমানি] (বিশেষ্য) তুষারপুঞ্জ; বরফ (পান্ডু আকাশে খন্ড চন্দ্র হিমানীর গ্লানি মাখা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) হিম+ঈ(ঙীষ্)}
- Bengali Word হিমালয় English definition [হিমালয়্] (বিশেষ্য) ভারতের উত্তর সীমানায় অবস্থিত বিশ্ববিখ্যাত পর্বতশ্রেণি। হিমালয় নন্দিনী (বিশেষ্য) উমা; দুর্গাদেবী। {(তৎসম বা সংস্কৃত) হিম+আলয়; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word হিমিকা English definition [হিমিকা] (বিশেষ্য) ১ কুয়াশা; কুজ্ঝটিকা (হিমিকার অস্পষ্ট আঁধারে আচ্ছন্ন। ২ শিশির। {(তৎসম বা সংস্কৃত) হিম+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word হিরণ English definition [হিরণ্] (বিশেষ্য) ১ স্বর্ণ; সোনা; হেম; সুবর্ণ (হিরণপ্রভা)। ২ কড়ি; কপর্দক। হিরণজরি (বিশেষণ) সোনালি সুতায় বা সোনায় মোড়া সুতা (হিরণ-জরির ওড়না গায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) হৃ+অন(ল্যুট্)}