হ পৃষ্ঠা ২৭
- Bengali Word হিরণময় English definition ⇒ হিরণ্ময়
- Bengali Word হিরণ্ময়, হিরণময় English definition [হিরন্ময়্] (বিশেষণ) ১ স্বর্ণনির্মিত; সোনার তৈরি (আমার পরাণ করি হিরম্ময় -রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্বর্ণবর্ণ; সোনালি (হিরম্ময় বেশ-আতাউর রহমান)। ¨ (বিশেষ্য) পরব্রহ্ম; ব্রহ্ম। হিরম্ময়ী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) হিরণ্য +ময়(ময়ট্)}
- Bengali Word হিরণ্য English definition [হিরোন্নো] (বিশেষ্য) ১ সুবর্ণ; স্বর্ণ; সোনা (একখানি রৌপ্য পীত হিরণ্য অঞ্চল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ রৌপ্য। ৩ ধন। ৪ কড়ি। ৫ ধুতুরা। হিরণ্যকশিপু (বিশেষ্য) হিন্দুপুরাণে দৈত্যরাজ বিশেষ যাঁর পুত্র প্রহলাদ। হিরণ্যগর্ভ (বিশেষণ) স্বর্ণপূর্ণ; সোনায় ভরা। ¨ (বিশেষ্য) ১ হিন্দু দেবতা ব্রহ্মা । ২ বেদোক্ত সৃষ্টির প্রথম পুরুষ। হিরণ্যদ (বিশেষ্য) ১ রত্নাকর; সমুদ্র। ¨ (বিশেষণ) সুবর্ণদাতা। হিরণ্যদা (বিশেষ্য) পৃথিবী। হিরণ্যনাভ (বিশেষ্য) মৈনাক নামক পর্বত। হিরণবাহ (বিশেষ্য) শোণ নদ। হিরণরেতা, হিরণরেতাঃ (বিশেষ্য) ১ অগ্নি। ২ সূর্য। ৩ হিন্দু দেবতা শিব। {(তৎসম বা সংস্কৃত) √হর্ষ্+অন্য(কন্যন্)}
- Bengali Word হিরাকস English definition [হিরাকশ্] (বিশেষ্য) ১ লৌহের এক প্রকার কর্ষ বা উপরস; কাসীস; green vitriol sulphate of iron।{(ফারসি) হিরাক্শ}
- Bengali Word হিরে English definition ⇒ হীরক
- Bengali Word হিরো English definition [হিরো] (বিশেষ্য) বীরপুরুষ। ২ নায়ক। {(ইংরেজি) hero}
- Bengali Word হিরোইন ১ English definition [হিরোইন্] (বিশেষ্য) নায়িকা। {(ইংরেজি) heroine}
- Bengali Word হিরোইন ২ English definition [হিরোইন্] (বিশেষ্য) মরফিন থেকে প্রস্তুত মাদক দ্রব্য বিশেষ। {(ইংরেজি) heroin}
- Bengali Word হিল, হীল English definition [হিল্] (বিশেষ্য) গোড়ালি; জুতার উঁচু গোড়ালি। {(ইংরেজি) heel}
- Bengali Word হিলমিল English definition [হিল্মিল্] (বিশেষ্য) ঝিলমিল (হিলমিল করে বাহিরে সলিল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {ঝিলমিল>}
- Bengali Word হিলসা, হিলসে English definition [হিলশা, হিলশে] (বিশেষ্য) ইলিশ মাছ। {(তৎসম বা সংস্কৃত) ইল্লীশ, ইলীশ>; (ইংরেজি) hilsa}
- Bengali Word হিলা English definition [হিলা] (ক্রিয়া) হেলে পড়া। ¨ (বিশেষ্য) ১ নড়া। ২ কৌশল; ছল; চাতুরী। {(আরবি) হিলাহ}
- Bengali Word হিলানো English definition ⇒ হেলা
- Bengali Word হিলাল English definition ⇒ হেলাল
- Bengali Word হিল্লা, হিল্লে English definition [হিল্লা, হিললে] (বিশেষ্য) ১ উপায়; গতি(একটা হিল্লে লাগিয়ে দেওয়া যাবে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ ব্যবস্থা (তোমার একটা হিল্লে আমি করে দেবো-আ. ন. ম. বজলুর রশীদ)। ৩ আশ্রয়; অবলম্বন। {(আরবি) হিল্লাহ}
- Bengali Word হিল্লোল English definition [হিল্লোল্] (বিশেষ্য) ১ তরঙ্গ; ঢেউ। ২ দোলন; দোলা (প্রত্যেক হিল্লোলে উভয়ের প্রাণ যেন উধাও-কায়কোবাদ)। ৩ আন্দোলন। {(তৎসম বা সংস্কৃত) √হিল্লোল্+অ(অচ্)}
- Bengali Word হিশাব English definition ⇒ হিসাব
- Bengali Word হিষ্টিরিয়া English definition ⇒ হিষ্টিরিয়া
- Bengali Word হিষ্টিরিয়া, হিসটিরিয়া English definition [হিস্টিরিয়া] (বিশেষ্য) এক ধরনের মূর্ছারোগ (রাগিয়া কাঁদিয়া উপবাসী থাকিয়া হিস্টিরিয়া করিয়া পাড়া মাথায় করিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) hysteria}
- Bengali Word হিষ্ট্রি English definition ⇒ হিস্ট্রি