হ পৃষ্ঠা ২৯
- Bengali Word হুঁচট, হুঁচোট English definition ⇒ হোঁচট
- Bengali Word হুঁশ, হুঁস, হুশ, হোশ English definition [হুঁশ্, হুঁস, হুশ, হোশ] (বিশেষ্য) ১ চেতনা; জ্ঞান; চৈতন্য; অনুভূতি (কিন্তু নেশা তখনও হুঁশের গোড়া ধরে টান মারতে পারেনি-শওকত ওসমানকত ওসমান)। ২ সাবধানতা; সতর্কতা। {(ফারসি) হোশ}
- Bengali Word হুঁশিয়ার, হুশিয়ার English definition [হুঁশিয়ার্, হুশিয়ার] (বিশেষণ) ১ সতর্ক; সচেতন; সাবধান; চেতনাযুক্ত; অবহিত (লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার-কাজী নজরুল ইসলাম)। ২ চতুর। হুঁশিয়ারি, হুশিয়ারি (বিশেষ্য) সতর্কতা; সাবধানতা। {(ফারসি) হুশিয়ার}
- Bengali Word হুংকার English definition ⇒ হুঙ্কার
- Bengali Word হুংকারা English definition ⇒ হুঙ্কারা
- Bengali Word হুইপ English definition [হুইপ্] (বিশেষ্য) ১ চাবুক; বেত (আর হুইপ সেই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)।২ সচেতক; পার্লামেন্ট-এ স্বীয় দলভুক্ত করার ও রাখার দায়িত্বে নিয়োজিত সদস্য। {(ইংরেজি) whip}
- Bengali Word হুইল English definition [হুইল্] (বিশেষ্য) ১ চাকা (ঝপ ঝপ শব্দে ইষ্টিমারের হুইল ঘুরে ছেড়ে দিলে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ মাছ-ধরা ছিপসংলগ্ন সুতা গোটানোর একপ্রকার চক্র। ৩ ঐরূপ চক্রযুক্ত ছিপ। {(ইংরেজি) wheel}
- Bengali Word হুইসল, হুইসিল English definition [হুইস্ল, হুইসিল] (বিশেষ্য) বাঁশি (বিকট হুইসিল দিল আমাদের ট্রেন-সৈয়দ শাসসুল হক; যাবার আগে হুইসিল অন্তত একটা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) whistle}
- Bengali Word হুইস্কি English definition [হুইস্কি] (বিশেষ্য) উগ্র মদবিশেষ; whisky (শ্মশানে আগুন জ্বলে হুইস্কি কি তাড়ি চলে-বিষ্ণু দে)। {(ইংরেজি) whisky}
- Bengali Word হুক English definition [হুক্] (বিশেষ্য) ১ লৌহ-নির্মিত বাঁকা আঁকশি। ২ বড়শি। ৩ বোতাম। ৪ খিল। {ই.hook}
- Bengali Word হুকমত, হুকমৎ English definition ⇒ হুকুম
- Bengali Word হুকুম English definition [হুকুম্] (বিশেষ্য) ১ আজ্ঞা; আদেশ; নির্দেশ (গৌড়েশ্বর রাজার হুকুম হইল রদ-ঘনরাম চক্রবর্তী)। ২ আদালতাদির নির্দেশ। ৩ অনুমতি। হুকুমজারি (বিশেষ্য) হুকুম প্রচার (তাহার প্রতি হুকুমজারি করে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। হুকুমত, হুকমৎ, হুকুমত, হুকমৎ (বিশেষ্য) ১ প্রভুত্ব (হুকুমত এক আল্লাহর তালিম)। ২ শাসন। ৩ সরকার; গভর্নমেন্ট (হুকমতে ইরাক)। হুকুম তামিল (বিশেষ্য) আদেশ নির্দেশ পালন। হুকুমনামা (বিশেষ্য) আদেশপত্র; পরোয়ানা; নির্দেশযুক্ত পত্র (মহারাজের দস্তখতি হুকুমনামা দপ্তরখানায় রয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। হুকুমবরদার, হুকুমবর্দার (বিশেষ্য) আজ্ঞাবাহক (আমরা হুকুমবর্দার তাঁর পাইয়াছি ফরমান-কাজী নজরুল ইসলাম)। হুকুমবরদারি (বিশেষ্য) হুকুমবরদার বা আজ্ঞাবাহকের কাজ (এই যে হুকুমবরদারী-মোজাম্মেল হক)। হুকুমরদ (বিশেষ্য) হুকুম রহিতকরণ বা স্থগিতকরণ। জোহুকুম (অব্যয়) যে আজ্ঞা বা আদেশ। ¨ (বিশেষ্য) (বিশেষণ) আজ্ঞাবহ; স্তাবক; মোসাহেব (যো হুকুমের দল)। হাকিম নড়েতো হুকুম নড়ে না ð হাকিম১। {(আরবি) হুক্ম}
- Bengali Word হুক্কাহুয়া English definition [হুক্কাহুয়া] (বিশেষ্য) শিয়ালের ডাক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হুঙ্কার, হুংকার English definition [হুঙ্কার] (বিশেষ্য) হুম শব্দ; গর্জন; নাদ। হুঙ্কারিত, হুংকারিত (বিশেষণ) ১ গর্জন ধ্বনিতে পূর্ণ। ২ হুঙ্কারপূর্ণ; হুঙ্কারযুক্ত। হুঙ্কৃত; হুংঙ্কৃত (বিশেষণ) গর্জিত। হুঙ্কৃতি (বিশেষ্য) হুঙ্কার; হুঙ্কার ধ্বনি; গর্জন। হুঙ্কারা, হুংঙ্কারা (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত)হুঙ্কার করা। {হুম+কার}
- Bengali Word হুঙ্কারিত, হুঙ্কৃত English definition ⇒ হুঙ্কার
- Bengali Word হুজরা English definition [হুজ্রা] (বিশেষ্য) ছোট কক্ষ; কামরা; মসজিদের সংলগ্ন ছোট কামরা; কুঠরি (ইউসুফ এমনি দেখে করে হায় হায়; কাঁদেন এয়াকুব নবী বসিয়া হুজরায়-ফকির গরীবুল্লাহ)। হুজরাখানা (বিশেষ্য) মসজিদ ইত্যাদির সংলগ্ন মুয়াজ্জিনের আশ্রয়ের জন্য ছোট কামরা বা কুঠরি (মসজিদের কোণে যে (অব্যয়) বহৃত অপরিস্কার হুজুরখানা ছিল কমরুদ্দীন আসার পর সেটা পরিস্কার করা হয়-আবু জাফর শামসুদ্দীন)। {(আরবি) হুজরাহ}
- Bengali Word হুজুক, হুজুগ English definition [হুজুক্, হুজুগ্] (বিশেষ্য) ১ সাময়িক আন্দোলন; আবেগবশ্যতা (নিজের বিরুদ্ধে হুজুগ করা চলে না-প্রমথ চৌধুরী; লড়াইয়ের হুজুগে পল্টন গঠিত হইয়াছিল-মাহবুব-উল-আলম)।২ জনরব; গুজব (হুজুকে মাতা)। ৩ ঝোঁক; ফ্যাশন (পরোয়া করি না, বাঁচি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে-কাজী নজরুল ইসলাম)। হুজুকে, হুজুগে (বিশেষণ) ১ হুজুকপ্রিয়। ২ হুজুকে মাতে বা সোৎসাহে যোগদান করে এমন। হুজুগদার (বিশেষণ) হুজুকপ্রিয় (হুজুকদারেরা আজকাল পদ্মলোচনকে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি) হজো + (ফারসি) গূঈ}
- Bengali Word হুজুর, হুযুর English definition [হুজুর্] (বিশেষ্য) ১ সন্মানসূচক সম্বোধন; মহাশয়। ২ প্রভু; মনিব। ৩ প্রভুর সমীপ; নিকট; সন্মুখ (দেওয়ান কহিল যদি বিবীর হুজুরে-সৈয়দ হামজা)। {(আরবি) হুদুর}
- Bengali Word হুজ্জত, হুজ্জৎ English definition [হুজ্জত্] (বিশেষ্য) ১ গোলমাল; হাঙ্গামা (তার ভিতর কত হাঙ্গামা কত হুজ্জত-সৈয়দ মুজতবা আলী)। ২ তর্কাতর্কি; কলহ। ৩ জিদ (দেশকে নতুন করে গড়ে পিটে নিতে চেয়েছে হজ্জত সব জলন্ত জোয়ান-শামসুর রাহমান)। হুজ্জতি (বিশেষণ) ১ কলহকারী; তার্কিক। ২ জেদি। ৩ হজ্জত সংক্রান্ত। {(আরবি) হুজ্জত}
- Bengali Word হুট English definition [হুট্] (অব্যয়) ১ হঠাৎ; সহসা; বিবেচনা না করেই (হুট করে এলো কেন?)। ২ উপেক্ষা ও অবজ্ঞাসূচক শব্দ। ৩ মৃদ্যু হুট শব্দ। {ধ্বন্যাত্মক}