হ পৃষ্ঠা ৩০
- Bengali Word হুটার (মধ্যযুগীয় বাংলা) English definition [হুটার্] (বিশেষ্য) উছট খেয়ে পড়া (হুতাশে হুটারে হাথী পড়ে ঠায় ঠায়- ঘচ)। {(তৎসম বা সংস্কৃত) উৎসার>}
- Bengali Word হুটোপুটি English definition [হুটোপুটি] (বিশেষ্য) ১ গোলমাল; চিৎকার; চেঁচামেচি লাফালাফি (তাদের কিচিরমিচির বক্তৃতায় আর…. হুটোপুটির চোটে সারারাত তার ঘুম হয়নি-কাজী নজরুল ইসলাম)। ২ হুড়াহুড়ি; ঠেলাঠেলি ও বিশৃঙ্খলার সৃষ্টি। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হুত English definition [হুতো] (বিশেষণ) প্রজ্জ্বলিত হোমাগ্নি বা যজ্ঞাগ্নিতে অর্পিত। {(তৎসম বা সংস্কৃত) √হু+ত(ক্ত)}
- Bengali Word হুতাশ ১ English definition [হুতাশ্] (বিশেষ্য) ১ হতাশা; নৈরাশ্য প্রকাম (কাহার হতাশ দীরঘ নিশা সম-কাজী নজরুল ইসলাম)। ২ চিন্তা দুর্ভাবনা বা আতঙ্কের প্রকাশ। হুতাশী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) হতাশ>}
- Bengali Word হুতাশ ২ English definition ⇒ হুতাশন
- Bengali Word হুতাশন, হুতাশ ২ English definition [হুতাশোন, হুতাশ্] (বিশেষ্য) ১ অগ্নি (কাঁচা কাষ্ঠেত লাগিল হুতাশন-সৈয়দ আলাওল)। ২ প্রজ্জ্বলিত হোমাগ্নি। {(তৎসম বা সংস্কৃত) হুতাশন}
- Bengali Word হুতি English definition [হুতি্] (বিশেষ্য) হোম; যজ্ঞ; আহুতি। {(তৎসম বা সংস্কৃত) √হু+তি(ক্তি)}
- Bengali Word হুতুম English definition ⇒ হুতোম
- Bengali Word হুতোম, হুতুম English definition [হুতোম্, হুতুম] (বিশেষ্য) আতঙ্কজনক রবকারী একপ্রকার বড় পেঁচা। হুতোমপেঁচা (বিশেষ্য) ‘হুতোম পেঁচার নক্সা’ গ্রন্হের লেখক কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। হুতোমি ভাষা (বিশেষ্য) যে ভাষা কালীপ্রসন্ন সিংহ তার গ্রন্থে ব্যবহার করেছিলেন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হুদ্দা, হুদ্দো English definition [হুদ্দা, হুদদো] (বিশেষ্য) সীমানা; অধিকার; কর্মক্ষেত্রের এলাকা; jurisdiction। {(আরবি) হদ্দ}
- Bengali Word হুনর, হুনুর English definition [হুনোর্] (বিশেষ্য) ১ গুণ। ২ বিদ্যা; কৌশল; কলাজ্ঞান (অষ্ট বসুর কুলের দুলাল হুনর তোমার সাত বুড়ি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ কর্মদক্ষতা; শ্রমশিল্পে কুশলতা। {(ফারসি) হুনর}
- Bengali Word হুনুরি, হুনুরি, হুনরী, হুনরি English definition [হুনুরি, হুনুরি, হুনোরী, হুনরি] (বিশেষ্য) নিপুণ বা দক্ষ শিল্পী। □ (বিশেষণ) শিল্পবিষয়ক। হুনুরি কাজ, হুনরি কর্ম (বিশেষ্য) কারিগরি কাজ; শিল্পকর্ম (তাই একটু লেখাপড়া ও হুনরি কর্ম শিখিয়াছি-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ফারসি) হুনরী}
- Bengali Word হুন্ড English definition [হুন্ডো] (বিশেষণ) ১ মূর্খ। ২ গুন্ডা; গোঁয়ার। {(হিন্দি) হুঁড়ার}
- Bengali Word হুন্ডি English definition [হুন্ডি] (বিশেষ্য) ১ দুরবর্তী কারো নিকট নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ লিপি; bill of exchange (বাঙলায় রাজা শ্রেষ্ঠের হুন্ডি দেখলে বুখরার খান পর্যন্ত চোখ বন্ধ করে কাঁচা টাকা ঢেলে দিতেন-সৈয়দ মুজতবা আলী)। ২ ঋণ-শোধের প্রতিজ্ঞাপত্র হ্যান্ডনোট। {(ফারসি) হুন্ডি}
- Bengali Word হুপ ১ English definition [হুপ্] (অব্যয়) ১ হঠাৎ লাফ দেওয়ার ভাব প্রকাশক। ২ বানরের ডাক বা রব (হুপহাপ দুপদাপ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হুপ ২ English definition [হুপ্] (বিশেষ্য) আশা-ভরসা (যাহার হুপ আর বুক-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) hope}
- Bengali Word হুপো English definition [হুপো] (বিশেষ্য) ১ একজাতীয় ঝুঁটিওয়ালা পক্ষী। {(ইংরেজি) Hoopoe}
- Bengali Word হুবহু English definition [হুবোহু] (অব্যয়) সঠিক; অবিকল; একেবারে এক (অভিন্ন যথাযথ হুবহু লিখব-মনোজ বসু)। {(আরবি) হ্+ (ফারসি) ব + (আরবি) হ্}
- Bengali Word হুমকি English definition [হুম্কি] (বিশেষ্য) ভীতি প্রদর্শন; ধমকানি; তর্জন; গর্জন; হুঙ্কার (এ ছেলের হাতের মোয়া নয় যে খাবে হুবকি (হুমকি) দিয়ে-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। {হুম (হুঙ্কার বা ধামক অর্থে)+কি অথবা হুঙ্কার’ এবং ধমকি (ধমক) এর মিলিত রূপ}
- Bengali Word হুমা, হুমো English definition [হুমা, হুমো] (বিশেষ্য) ১ হুম হুম রবকারী হুমা বা হুমো পাখি (আয়রে পাখি হুমো-ছড়া)। ২ হুতোম প্যাঁচা। ৩ আস অকর্মণ্য গোঁয়ার বালক বা বয়স্ক ব্যক্তি (হুমো ছেলে বা বুড়ো)। {(ফারসি) হুমা ; (তৎসম বা সংস্কৃত) বিহঙ্গমা>হুমা}