হ পৃষ্ঠা ৩১
- Bengali Word হুমড়ি English definition [হুম্ড়ি] (বিশেষ্য) উপুর; সন্মুখে ঝোলা; হামাগুড়ি; হামড়ি। হুমড়ি খেয়ে পড়া (ক্রিয়া) ১ পাওয়ার জন্য লোভাতুর হয়ে ঝুকে পড়া (যে ভাবে চায়ের কাপে হুমড়ি খেয়ে পড়েছেন-মঈ)। ২ উপুর হয়ে পড়া। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হুযুর English definition ⇒ হুজুর
- Bengali Word হুর, হুরি, হুরী English definition [হুর্, হুরি, হুরী] (বিশেষ্য) ১ অতিশয় সুন্দরী; জান্নাতের পরী; স্বর্গের অপ্সরী (পিশাচীকে হুর বলছ-শেখ ফজলল করিম)। ২ বেহেশতের সুন্দরী (একতা নিয়ে নেমে আসে হুর-কায়কোবাদ)। {(আরবি) হুর}
- Bengali Word হুরমত English definition [হুর্মত্] (বিশেষ্য) সম্ভ্রম; সন্মান; ইজ্জত (মক্কা মদিনার হুরমত রক্ষা হইবে না-আবুল মনসুর আহমদ)। {(আরবি) হুরমত}
- Bengali Word হুরী English definition ⇒ হুর
- Bengali Word হুল, হূল English definition [হুল্] (বিশেষ্য) ১ কীট পতঙ্গের সুক্ষ্ণাগ্র তীক্ষ্ণ অঙ্গ। ২ ধনুকের প্রান্তভাগ। { (তৎসম বা সংস্কৃত) অল>}
- Bengali Word হুলা, হুলো English definition [হুলা, হুলো] (বিশেষ্য) মর্দা বিড়াল; পুং মার্জার। ¨ (বিশেষণ) অন্ডকোষবিশিষ্ট; পুরুষজাতীয়; মর্দা। {হোল+আ,>}
- Bengali Word হুলানো English definition [হুলানো] (ক্রিয়া) পিছনে তাড়া করা (আমীর বহুতর হুলায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(হিন্দি) হুলনা}
- Bengali Word হুলাহুলি English definition [হুলাহুলি] (বিশেষ্য) ১ উলুধ্বনি (হুলাহুলি নৌকা বাহে বাহল বাজন-কাজী দৌলত)। ২ হল্লা; কোলাহল। {(তৎসম বা সংস্কৃত) হুলাহুলী>}
- Bengali Word হুলিয়া English definition [হুলিয়া] (বিশেষ্য) বাহ্যিক শারিরীক বিবরণ; আসামিকে গ্রেপ্তারের জন্য তার চেহারার বিবরণসহ বিজ্ঞাপন (বৃটিশ সরকারের হুলিয়া ছুটল দেশ-দেশান্তরে-মনোজ বসু)। {(আরবি) হুলিয়াত}
- Bengali Word হুলু English definition [হুলু] (বিশেষ্য) পূজা, বিবাহ প্রভৃতি শুভকর্মে হিন্দু স্ত্রীলোকদিগের আনন্দসূচক ধ্বনি; জোকার; জিহ্বা ও তালু সংযোগে সৃষ্ট উলুধ্বনি। {(তৎসম বা সংস্কৃত) হুলহুলী>}
- Bengali Word হুলুস্থূল, হুলস্থূল English definition [হুলুস্থুল, হুলস্থূল] (বিশেষ্য) গোলমাল; হৈচৈ কান্ড; তুমুল ব্যাপার। হুলথুল (বিশেষ্য) হুলস্থূল (হুলথুল কুল কুল ব্রক্ষ্মাডিম্ব ফুটছে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) হুলহুলী}
- Bengali Word হুলো English definition ⇒ হুলা
- Bengali Word হুল্লোড় English definition [হুল্লোড়্] (বিশেষ্য) দল বেঁধে আনন্দ কোলাহলপূর্ণ স্ফুর্তি (উল্লাস ভরে হুল্লোড় কভু-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) হল্লা+হুড়=হুল্লোড়(?); (তুলনীয়) (হিন্দি) হুল্লড়>}
- Bengali Word হুশ ১ English definition ⇒ হুঁশ
- Bengali Word হুশ ২ English definition ⇒ হুস২
- Bengali Word হুস, হুশ English definition [হুশ্] (বিশেষ্য) ১ জিহ্বা ও তালু সংযোগে মুখের বাতাস ত্যাগের শব্দ। ২ পাখি হঠাৎ উড়ে যাওয়ার বা উড়িয়ে দেওয়ার শব্দ। ৩ ইঞ্জিনাদি থেকে বেগে ধূম নির্গমন শব্দ; রেল-গাড়ির গমনের শব্দ। হুশ হুশ (অব্যয়) ১ অবিরত হুস শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হুহুঙ্কার English definition [হুহুঙ্কার্] (বিশেষ্য) সিংহনাদ; গর্জন (নীড়ের বাঁধন বাঁধিয়া রাখিতে পারে না আর গগনে শুনেছে কাহার হুহুঙ্কার-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) হুঙ্কার>}
- Bengali Word হুড় English definition [হুড়্] (বিশেষ্য) ১ ভিড়; বহুলোকের বিশৃঙ্খলসমাবেশ। ২ জনতার ঠেলাঠেলি। ৩ বেগ। {স.হুড্}
- Bengali Word হুড়কি (ধান) English definition [হুড়্কি] (বিশেষ্য) উড়ি ধান (হুড়কি ধানের মুড়কি-ছড়া)। {সাঁও. হড়>}