হ পৃষ্ঠা ৩২
- Bengali Word হুড়মুড় English definition [হুড়্মুড়্] (অব্যয়) ১ অনেক জিনিসের একসঙ্গে পতনসূচক শব্দ। ২ ভিড় বা ঠেলাঠেরি করে প্রবেশ বা নির্গমনের ভাববাচক। ৩ হঠাৎ প্রবেশ বা নির্গমনের ভাবপ্রকাশক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হুড়হুড় English definition [হুড়্হুড়্] (বিশেষ্য) পানি জোরে পড়ার শব্দ। □ ১ (অব্যয়) একসঙ্গে অনেকের প্রবেশ বা নির্গমনের ভাব প্রকাশক। ২ গুড়গুড় (পেট হুড়হুড় করা)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হুড়া, হুড়ো English definition [হুড়া, হুড়ো] (বিশেষ্য) তাড়া; আক্রমণ; ঠেলা; গুঁতা। হুড়াহুড়ি (বিশেষ্য) ১ ঠেলাঠেলি (রাম রাম প্রণাম সেলাম হুড়াহুড়ি-ঘনরাম চক্রবর্তী)। ২ হুটাপাটি; বিশৃঙ্খলা ও গোলমাল সৃষ্টি। তাড়াহুরা (বিশেষ্য) দ্রুত কাজ করার জন্যে তাড়না বা আঘাত। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হুড়ুক English definition [হুড়ুক্] (বিশেষ্য) ১ গতিবেগ (বজ্রবাণ এড়ে রাম বজ্জ্রের হুড়ুকে-কৃত্তিবাস ওঝা)। ২ হেঁচকা টান। ৩ ঠেলা। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হুড়ুম ১ English definition [হুড়ুম্] (বিশেষ্য) ১ মুড়ি। ২ মুড়ির মতো ভাজা চিড়া। {(তৎসম বা সংস্কৃত) হুড়ুম্ব; মূলে (ধ্বন্যাত্মক)}
- Bengali Word হুড়ুম ২ English definition [হুড়ুম্] (অব্যয়) হঠাৎ বিশৃঙ্খলা সৃষ্টি ও লাফালাফির ভাববাচক (হুড়ুম দুড়ুম)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হুড়ৎ English definition [হুড়ত্] (বিশেষ্য) পাত্রের জল বেগে ফেলে দেওয়ার শব্দ (হুড়ুৎ করে পানি ফেলা)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word হূণ English definition ⇒ হূন
- Bengali Word হূত English definition [হুতো] (বিশেষণ) আহূত; আসতে বলা হয়েছে এমন। হূতি (বিশেষ্য) আহবান; আমন্ত্রণ; দাওয়াত। {(তৎসম বা সংস্কৃত) √হেব +ত(ক্ত)}
- Bengali Word হূতি English definition [হূতি] (বিশেষ্য) আহবাণ; আমন্ত্রণ। {(তৎসম বা সংস্কৃত) √হু+তি(ক্তি)}
- Bengali Word হূন,হূণ,হান English definition [হুন্] (বিশেষ্য) একটি প্রাচীন জাতি যারা ভারতের উত্তরস্থ অঞ্চলে বাস করতো। {(তৎসম বা সংস্কৃত) হুণ}
- Bengali Word হূল English definition ⇒ হুল
- Bengali Word হূহূ English definition [হুহু] (বিশেষ্য) পুরাণোক্ত গন্ধবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) হূহূ}
- Bengali Word হূয়মান English definition [হুয়োমান্] (বিশেষণ) আহবাণ করা হয়েছে বা হচ্ছে; আহূয়মান। {(তৎসম বা সংস্কৃত) √হেব+মান(শানচ্)}
- Bengali Word হৃত English definition [হৃতো] (বিশেষণ) ১ অপহৃত; লুন্ঠিত; চুরি হয়েছে এমন। ২ আনীত । ৩ আকৃষ্ট। হৃতাধিকার (বিশেষ্য) যার অধিকার হরণ করা হয়েছে। হৃতসর্বস্ব (বিশেষণ) যাবতীয় ধনসম্পদ লুট হয়ে গেছে এমন; নিঃস্ব। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ত(ক্ত)}
- Bengali Word হৃদ English definition ⇒ হৃৎ
- Bengali Word হৃদাকাশ English definition [হৃদাকাশ্] (বিশেষ্য) হৃদয়রূপ আকাশ; হৃদয়ই আকাশ (হৃদাকাশে সেই জ্যোতি প্রকাশিত হলো)। {(তৎসম বা সংস্কৃত) হৃদ্+আকাশ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word হৃদাসন English definition [হৃদাসন] (বিশেষ্য) হৃদয়রূপ আসন (হৃদাসনে আপনি চিরতরে অধিষ্ঠিত হলেন)। {(তৎসম বা সংস্কৃত) হৃদ্+আসন; (কর্মধারয় সমাস)}
- Bengali Word হৃদি English definition ⇒ হৃদয়
- Bengali Word হৃদিপদ্ম English definition [হৃদিপদ্দোঁ] (বিশেষ্য) হৃৎকমল; হৃদয়ের পদ্মরূপ আসন। {(তৎসম বা সংস্কৃত) হৃদি+পদ্ম}