E পৃষ্ঠা ১৬
- English Word endemic Bengali definition [এনডেমিক] (noun), (adjective) কোনো দৈশিক; আঞ্চলিক বা পেশার সঙ্গে যুক্ত রোগবিশেষ।
- English Word endive Bengali definition [এন্ডিভ্ America(n) এন্ডাইভ] [noun] [Countable noun] সালাদে ব্যবহৃত পাতাবিশেষ।
- English Word endless Bengali definition [এনড্লিস] (adjective) অফুরন্ত; অশেষ। endlessly (adverb)
- English Word endorse Bengali definition [ইন্ডোস্] (verb transitive) (১) দলিল অথবা চেকের উলটোপিঠে অনুমোদনসূচক সই করা; সত্যায়িত করা: I have endorsed the document. (২) অনুমোদন করা; দাবি সমর্থন করা। endorsement [noun] [Uncountable noun] সত্যায়ন।
- English Word endow Bengali definition [ইন্ডাউ] (verb transitive) endow (with) (১) কোনো প্রতিষ্ঠানের নিয়মিত আয়ের জন্য টাকা বা সম্পত্তি দান করা। (২) (সাধারণত passive) জন্মসূত্রে অধিকারী হওয়া। endowment [noun] (১) [Uncountable noun] বৃত্তিদান। endowment policy (noun) যে জীবনবিমায় বিমাকৃত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হয়।
- English Word endroid Bengali definition [অ্যানড্রয়িড] (noun) এনড্রয়েড; লিনাক্সভিত্তিক মোবাইল ফোন বা ট্যাবলেট পিসির জন্য অপারেটিং সিস্টেম যা সি (কোর), সি++, ও জাভা (ইউআই) প্রোগ্রামিং ভাষা দিয়ে তৈরি: My endroid phone resolves many problems.
- English Word endue Bengali definition [ইনডিয়্যূ America(n) ইনডু] (verb transitive) (প্রায়ই passive) be endued with প্রাপ্ত হওয়া।
- English Word endurance Bengali definition [ইন্ডিয়্যূআরান্স্ America(n) ইন্ডুআরান্স্] [noun] [Uncountable noun] ধৈর্য; সহ্যক্ষমতা; সহিষ্ণুতা: His endurance was appreciated. He showed remarkable powers of endurance. He came to the end of his endurance. past/beyond endurance সহ্যের বাইরে; সহনাতীত। endurancetest সহ্যক্ষমতার পরীক্ষা।
- English Word endure Bengali definition [ইনডিয়্যূআ(র্)] America(n) ইনডুআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) দুঃখকষ্ট ভোগ করা। (২) (প্রায়ই না-সূচক) সহ্য করা: He cannot endure his wife. She can’t endure seeing animals cruelly treated. (৩) টিকে থাকা; স্থায়ী হওয়া। endurable [ইনডিয়্যূআরাবল্] (adjective) সহনীয়; টেকসই। enduring (adjective) স্থায়ী। enduringly (adverb)
- English Word endways Bengali definition [এন্ডওয়েইজ], endwise [এন্ডওয়াইজ্] (adverb) প্রান্ত বা প্রান্তসমূহ দর্শকদের অভিমুখে রেখে; এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত।
- English Word enema Bengali definition [এনিমা] (noun) মলদ্বারের ভেতর তরল পদার্থ ঢোকানো (এবং এ কাজে ব্যবহৃত সিরিঞ্জ)।
- English Word enemy Bengali definition [এনামি] (noun) (Plural enemies) enemy (of/to) (১) শত্রু: He is my enemy. He is an enemy of/to reforms. (২) the enemy (যুদ্ধে) শত্রুপক্ষ। (৩) শত্রুসেনা; শত্রুপক্ষের লোক। (৪) ক্ষতিকারক যে কোনো কিছু: Idleness is his enemy.
- English Word enervate Bengali definition [এনাভেইট্] (verb transitive) শারীরিক ও মানসিকভাবে দুর্বল করা; স্নায়ুহীন করা: have enervateing climate.
- English Word enfant terrible Bengali definition [অন্ফ্ন টেরীব্ল্] (noun) (ফরাসি) তরুণ অথবা নবাগত কোনো ব্যক্তি- যার ব্যবহার, চিন্তাচেতনা প্রভৃতি প্রচলিত ধ্যানধারণায় বিশ্বাসী ব্যক্তিদের বিরক্ত করে অথবা অপ্রতিভ করে।
- English Word enfeeble Bengali definition [ইন্ফীব্ল্] (verb transitive) দুর্বল করা।
- English Word enfold Bengali definition [ইন্ফোউল্ড্] (verb transitive) enfold somebody (in) জড়িয়ে ধরা; আলিঙ্গনাবদ্ধ করা।
- English Word enforce Bengali definition [ইনফোস] (verb transitive) (১) enforce (on/upon) অনুগত করা; কার্যকর করা; আরোপ করা। (২) জোরদার করা: enforce argument. enforceable [ইনফোসআব্ল্] (adjective) বলপ্রয়োগ উপযোগী। enforcement (noun) কার্যকরীকরণ।
- English Word enfranchise Bengali definition [ইনফ্যানচাইজ] (verb transitive) (১) ভোটাধিকার প্রদান করা। (২) (ক্রীতদাস) মুক্ত করে দেওয়া। enfranchisement [ইনফ্রান্চিজ্মান্ট] (noun) নাগরিক অধিকারপ্রাপ্তি (যেমন ভোটাধিকার)।
- English Word engage Bengali definition [ইনগেইজ] (verb transitive), (verb intransitive) (১) নিয়োগ করা: They have engaged a servant. (২) শপথ বা চুক্তিদ্বারা আবদ্ধ হওয়া। (৩) engage in অংশগ্রহণ করা; বিজড়িত থাকা: engage in politics. (৪) be engaged to/to marry বাগদান করা; Karim is engaged to Rina. (৫) be engaged (in) ব্যস্ত থাকা; কোনো কাজে জড়িত থাকা; engaged in business. (৬) (সাধারণত passive) আকর্ষণ করা: His attention was engaged by new things; আক্রমণ করা: He did not engage his rivals. (৭) engage (with) (যন্ত্রপাতির অংশবিশেষ) জুড়ে দেওয়া। engaging (adjective) আকর্ষণীয়। engagingly (adverb)
- English Word engagement Bengali definition [ইনগেইজ্মান্ট্] [noun] [Countable noun] (১) (আনুষ্ঠানিক) প্রকাশ্য অথবা লিখিত অঙ্গীকার। (২) বিয়ের চুক্তি; বাগদান। engagement ring বাগদানের নিদর্শনস্বরূপ আংটি। (৩) নির্দিষ্ট সময়ে কোথাও যাওয়া অথবা কারো সঙ্গে সাক্ষাতের চুক্তি। (৪) যুদ্ধ। (৫) [Countable noun, Uncountable noun] (যন্ত্রপাতি) জোড়া লাগানোর কাজ।