E পৃষ্ঠা ২৫
- English Word escalate Bengali definition [এস্কালেইট্] (verb transitive), (verb intransitive) ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া; তীব্রতর হওয়া।
- English Word escalator Bengali definition [এসকালেইটা(র্)] (noun) এসকালেটর; ওঠানামার জন্য গতিশীল সিঁড়িবিশেষ।
- English Word escalope Bengali definition [এসকালোউপ] (noun) মাংসের হাড়বিহীন টুকরা (বিশেষ করে বাচ্চা গরুর)।
- English Word escapade Bengali definition [এসকাপেইড্] [noun] [Countable noun] ঝুঁকিপূর্ণ দুঃসাহসিক কাজ; গুজব সৃষ্টিকারী উচ্ছৃঙ্খল আচরণ।
- English Word escape 1 Bengali definition [ইস্কেইপ্] (১) [noun] [Countable noun, Uncountable noun] পলায়ন। escape velocity কোনো মহাশূন্যযানের মাধ্যাকর্ষণ ক্ষেত্র-অতিক্রমী গতি। (২) [Countable noun] পলায়নের উপায়। (৩) (এমন কিছু) যা কঠিন বাস্তব থেকে মন ফেরাতে সহায়তা করে (যেমন পান, পড়াশোনা ইত্যাদি)। escapism [ইস্কেইপ্ইজাম] [noun] [Uncountable noun] পলায়নবাদ। escapist [ইস্কেইপ্ইস্ট্] (noun) পলায়নী প্রবৃত্তিসম্পন্ন।
- English Word escape 2 Bengali definition [ইস্কেইপ] (verb intransitive), (verb transitive) (১) ইস্কেইপ (from) মুক্তি পাওয়া, পালিয়ে যাওয়া, বাষ্প ইত্যাদি বেরিয়ে যাওয়া। (২) এড়িয়ে যাওয়া; নিরাপদ দূরত্বে রাখা: He tried to escape punishment. (৩) বিস্মৃত হওয়া অথবা নজরে না-পড়া: His address escape me on that occassion.
- English Word escarpment Bengali definition [ইস্কা:পমন্ট] (noun) দুটি ভিন্ন উচ্চতার এলাকাকে বিচ্ছিন্নকারী পাহাড়; পাহাড়ের ঢাল।
- English Word eschatology Bengali definition [এসকাটলাজি] [noun] [Uncountable noun] পরলোকতত্ত্ব; শেষ বিচার; বেহেশত- দোজখ নিয়ে ধর্মতত্ত্বের যে শাখায় আলোচনা হয়।
- English Word eschew Bengali definition [ইস্চূ] (verb transitive) (আনুষ্ঠানিক) এড়িয়ে চলা; নিজেকে দূরে সরিয়ে রাখা; বিরত থাকা।
- English Word escort 1 Bengali definition [এস্কোট্] [noun] [Countable noun] (১) প্রতিরক্ষা-সহচর; রক্ষীবাহিনী। (২) নিরাপত্তাদানকারী অথবা সম্মান প্রদর্শনকারী জাহাজ, বিমান ইত্যাদি।
- English Word escort 2 Bengali definition [ইস্কোট্] (verb transitive) প্রতিরক্ষা সহচর হিসেবে যাওয়া: I will escort her home.
- English Word escritoire Bengali definition [এস্ক্রিটওয়া:(র্)] (noun) দেরাজযুক্ত লেখার টেবিল; ডেস্ক।
- English Word escutcheon Bengali definition [ইস্কাচান্] (noun) বর্মবিশেষ। a bolt on one’s escutcheon খ্যাতি বা সুনামে কলঙ্ক।
- English Word Eskimo Bengali definition [এসকিমোউ] (noun) (Plural Eskimos or Eskimoes [এসকিমোউজ]) এস্কিমো জাতি।
- English Word esophagus Bengali definition (অপিচ oesophegus) [ঈসফাগাস] (noun) খাদ্যনালি, গলবিল থেকে পাকস্থলী পর্যন্ত পথ।
- English Word esoteric Bengali definition [এসৌটেরিক] (adjective) কেবল দীক্ষিত ব্যক্তিরা বুঝতে পারে এমন দুর্বোধ্য।
- English Word espalier Bengali definition [ইস্প্যালিএই] (noun) লতা বেড়ে উঠার মাচা।
- English Word especial Bengali definition [ইস্পেশ্ল্] (adjective) বিশেষ; ব্যতিক্রমী। especially [ইস্পেশালি] (adverb) বিশেষভাবে।
- English Word Esperanto Bengali definition [এসপার্যান্টোউ] [noun] [Uncountable noun] আন্তর্জাতিকভাবে ব্যবহারের উদ্দেশ্যে পরিকল্পিত কৃত্রিম ভাষাবিশেষ।
- English Word espionage Bengali definition [এসপিআনা: ] [noun] [Uncountable noun] গুপ্তচরবৃত্তি।