E পৃষ্ঠা ২৭
- English Word estimation Bengali definition [এসটিমেইশ্ন্] [noun] [Uncountable noun] মূল্যায়ন; বিবেচনা।
- English Word estrange Bengali definition [ইস্ট্রেইনজ্] (verb transitive) estrange (from) বিচ্ছেদ ডেকে আনা; বিচ্ছিন্ন করা; পর করা: His behaviour estranged all his relatives. estrangement [noun] [Uncountable noun] বিচ্ছেদ। estranged husband/wife: She was killed by her estranged husband.
- English Word estuary Bengali definition [এস্চুআরি America(n) এস্চুয়েরি] (noun) (plural estuaries) [Countable noun] নদীর মোহনা।
- English Word etch Bengali definition [এচ্] (verb transitive), (verb intransitive) ধাতবপ্লেটে ছবি আঁকতে সুচ এবং এসিড ব্যবহার করা; এ পদ্ধতিতে ছবি আঁকা। deep etch মুদ্রণশিল্পে এক ধরনের প্লেট তৈরির রীতি। etcher (noun) উপর্যুক্ত পদ্ধতিতে ছবি অঙ্কনকারী। etching [noun] [Uncountable noun] এচিং।
- English Word eternal Bengali definition [ইটানল্] (adjective) (১) চিরন্তন; আদি-অন্তহীন: the Eternal God. (২) (কথ্য) অবিরাম। the eternal triangle ত্রিভুজপ্রেম। eternally [ইটানালি] (adverb) চিরদিন; (কথ্য) অত্যন্ত ঘন ঘন।
- English Word eternity Bengali definition [ইটানাটি] (noun) (Plural eternities) (১) [Uncountable noun] অনন্তকাল; পরকাল। (২) an eternity অনন্তকাল বলে মনে হচ্ছে এরকম সময়। (৩) (plural) চিরন্তন সত্য।
- English Word ether Bengali definition [ঈথা(র্)] [noun] [Uncountable noun] (১) অ্যালকোহল থেকে তৈরি তরল পদার্থ যা শিল্পে এবং চিকিৎসাক্ষেত্রে (অ্যানাস্থেটিক তৈরিতে) ব্যবহৃত হয়। (২) আলোকতরঙ্গ প্রেরণের কল্পিত মাধ্যম। (৩) (কবিতায়) মেঘের উপরের নির্মল বাতাস।
- English Word ethereal Bengali definition [ইথিআরিআল] (adjective) (১) উচ্চমার্গীয়; বায়বীয়। (২) (কবিতায়) মেঘের উপরের নির্মল বাতাসসম্পর্কিত।
- English Word ethic Bengali definition [এথিক্] (noun) an ethic নৈতিক নীতিমালার পদ্ধতি; জীবনবিধান। ethics (noun) (ক) (singular verb-সহ) নীতিবিদ্যা; দর্শনশাস্ত্রের শাখাবিশেষ। (খ) (Plural verb-সহ) নৈতিক বল। ethical [এথিক্ল্] (adjective) নীতি অথবা নৈতিক প্রশ্নসম্পর্কিত: an ethic basis. ethically [এথিক্লি] (adverb) নীতিগতভাবে।
- English Word ethly Bengali definition [এথিল] (noun) ethly alcohol মদজাতীয় পানীয় তৈরির মৌলিক উপাদান; (জ্বালানি বা দ্রাবক)।
- English Word ethnic Bengali definition [এথনিক] (adjective) নৃতাত্ত্বিক; (কথ্য) বিশেষ সংস্কৃতির অধিকারী কোনো শ্রেণিসম্পর্কিত: ethnic culture; an ethnic restaurant. ethnically [এথনিক্লি] (adverb)
- English Word ethnic cleansing Bengali definition [এথ্নিক্ ক্লেন্জিঙ] (noun) নৃগোষ্ঠীগত উচ্ছেদ; ক্ষমতাসীন দল কর্তৃক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদেরকে কোনো নির্দিষ্ট এলাকা থেকে জোরপূর্বক বিতাড়ন অথবা হত্যার মাধ্যমে উচ্ছেদ: Iraq can’t be at peace without reversing ethnic cleansing.
- English Word ethnography Bengali definition [এথনগ্রাফি] [noun] [Uncountable noun] মানবজাতির বৈজ্ঞানিক বিবরণ। ethnographer [এথনগ্রাফা(র্)] (noun) ethnographic [এথনগ্র্যাফিক্] (adjective) মানবজাতির বিবরণসম্পর্কিত।
- English Word ethnology Bengali definition [এথ্নলাজি] [noun] [Uncountable noun] নৃতত্ত্ব। ethnologist [এথ্নলাজিস্ট] (noun) নৃতাত্ত্বিক; নৃবিজ্ঞানী। ethnological [এথ্নালজিক্ল্] (adjective) নৃতত্ত্বসম্পর্কিত।
- English Word ethos Bengali definition [ঈথস্] (noun) বিশেষ সামাজিক শ্রেণি অথবা সংস্কৃতির বৈশিষ্ট্য; কোনো সমাজের মূল্যবোধ।
- English Word etiology Bengali definition [ঈটিঅলাজি] (noun) কারণতত্ত্ব; (চিকিৎসাশাস্ত্র) রোগের কারণ নিয়ে গবেষণা।
- English Word etiquette Bengali definition [এটিকেট্] [noun] [Uncountable noun] বিশেষ পেশায় বা সমাজের বিশেষ স্তরে প্রচলিত আদবকায়দা; নম্র আচরণ: legal etiquette.
- English Word etymology Bengali definition [এটিমলাজি] [noun] (১) [Uncountable noun] শব্দের উৎপত্তি ও ইতিহাসসংক্রান্ত বিজ্ঞান। (২) [Countable noun] ব্যুৎপত্তি। etymologist [এটিমলাজিস্ট] (noun) ব্যুৎপত্তিতে দক্ষ পণ্ডিত। etymological [এটিমালজিক্ল্] (adjective) ব্যুৎপত্তিসংক্রান্ত।
- English Word et`catera Bengali definition [ইট্সেটারা America(n) এট্সেটারা] (লাতিন প্রায়ই সংক্ষিপ্ত রূপ etc ব্যবহৃত হয়) ইত্যাদি।
- English Word eucalyptus Bengali definition [ইউকালিপটাস্] (noun) বিশেষ ধরনের তৈলপ্রসূ ইউক্যালিপটাস গাছ।