E পৃষ্ঠা ২২
- English Word epidermis Bengali definition [এপিডামিস্] [noun] [Uncountable noun] ত্বকের বাইরের দিক।
- English Word epidiascope Bengali definition [এপিডায়াস্কোপ্] (noun) পরদায় প্রতিফলিত স্বচ্ছ-অনচ্ছ পদার্থ দৃষ্টিগ্রাহ্য করার আলোকযন্ত্রবিশেষ।
- English Word epiglottis Bengali definition [এপিগ্লাটিস্] (noun) আলজিভ।
- English Word epigram Bengali definition [এপিগ্র্যাম্] (noun) তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত বা ব্যঞ্জনাময় উক্তি; ক্ষুদ্র শ্লেষসমৃদ্ধ কবিতা বিশেষ। epigrammatic [এপিগ্রাম্যাটিক] (adjective) বুদ্ধিদীপ্ত; (ব্যক্তি) শ্লেষপ্রিয়।
- English Word epilepsy Bengali definition [এপিলেপ্সি] [noun] [Uncountable noun] স্নায়ুরোগ বিশেষ- যে রোগে কোনো ব্যক্তি অচেতন হয়ে পড়ে; মৃগীরোগ; সন্ন্যাস রোগ। epileptic [এপিলেপ্টিক] (adjective) স্নায়ুরোগসংক্রান্ত। □(noun) স্নায়ুরোগী; মৃগীরোগী।
- English Word epilogue Bengali definition (America(n) = epilog) [এপিলগ্, America(n) = এপিলোগ্] (noun) সাহিত্যকর্মের সমাপ্তি অংশ; নাটক শেষে দর্শকের উদ্দেশ্যে অভিনেতার বিশেষ সংলাপ।
- English Word epiphany Bengali definition [ইপিফানি] (noun) বেথেলহেমে যিশুখ্রিস্টের কাছে Magi [মেইজাই]-এর আগমন দিবস; ৬ জানুয়ারি।
- English Word episcopal Bengali definition [ইপিসকাপল্] (adjective) বিশপশাসিত গির্জার সদস্য বা উক্ত গির্জাসংক্রান্ত। episcopalian [ইপিসকাপেইলিআন] (noun), (adjective) উক্ত গির্জার সদস্য; গির্জাসংক্রান্ত।
- English Word episode Bengali definition [এপিসোউড্] [noun] [Countable noun] কোনো সুদীর্ঘ কাহিনির অন্তর্গত উপাখ্যান। episodic [এপিসডিক] (adjective) কাহিনিমূলক।
- English Word epistle Bengali definition [ইপিস্ল্] (noun) (প্রাচীন প্রয়োগ) পত্র। the Epistles এপোসল্ লিখিত নিউ টেস্টামেন্টের অন্তর্ভুক্ত পত্রাবলি। epistolary (ইপিসটালারি America(n) ইপিসটালেরি) (adjective) পত্র অথবা পত্রের বক্তব্যসংক্রান্ত।
- English Word epitaph Bengali definition [এপিটা:ফ America(n) এপিট্যাফ] [noun] [Countable noun] এপিটাফ; সমাধিলিপি।
- English Word epithet Bengali definition [এপিথেট] (noun) কোনো চরিত্রের গুণাবলিসূচক বিশেষণ অথবা বর্ণনা, যেমন Akbar the great.
- English Word epitome Bengali definition [ইপিটামি] (noun) সারসংক্ষেপ; গুণাবলির প্রতীক: The epitome of a loving mother. epitomize, epitomise [ইপিটামাইজ] (verb transitive) প্রতীক হওয়া; প্রতিনিধিত্ব করা: He epitomes a constant friend.
- English Word epoch Bengali definition [ঈপক্ America(n) এপাক্] (noun) ইতিহাসের ঘটনাবহুল অথবা বৈশিষ্ট্যসূচক সময়। epochmaking নবযুগের সূচনাকারী: an epochmaking creation.
- English Word Epsom salts Bengali definition [এপসামসোল্ট্স্] (plural) পেট খালি করতে ডাক্তারদের ব্যবহৃত ম্যাগনেসিয়াম সালফেটের যৌগবিশেষ।
- English Word equable Bengali definition [এক্ওয়াব্ল্] (adjective) অপরিবর্তনীয়। equably [একওয়াব্লি] (adverb) ধীরস্থিরভাবে।
- English Word equal Bengali definition [ঈক্ওয়াল্] (adjective) (১) সমমাপের; সমসংখ্যক; সমান পরিমাণের। (২) equal to something/to doing something সমান যোগ্যতাসম্পন্ন। □(noun) সমান যোগ্যতাসম্পন্ন ব্যক্তি: He is not equal to me. □(verb transitive) (equalled, equalling, equals America(n) অপিচ equaled, equaling, equals). He will never equal me. equally [ঈক্ওয়ালি] (adverb) সমানভাবে: equally intelligent. equality [ইকোয়ালিটি] [noun] [Uncountable noun] এমন অবস্থা বা পরিস্থিতি যাতে সব ব্যক্তির সমান অধিকার, সুযোগ ইত্যাদি বিদ্যমান; সমযোগ্যতা: on terms of equality (with). equalitarian [ইকোয়ালিটেআরিআন] (noun) = egalitarian; সমতাবাদী। equalize, equalise [ইকোয়ালাইজ] (verb transitive) সমান করা। equalization, equalisation [ইকোয়ালাইজেইশন্ America(n) ইকোয়ালিজেইশন্] (noun) সমতা।
- English Word equanimity Bengali definition [একওয়ানিমাটি] [noun] [Uncountable noun] মনমেজাজের প্রশান্তি।
- English Word equate Bengali definition [ইকোয়েইট্] (verb transitive) equate (with) সমান বিবেচনা করা।
- English Word equation Bengali definition [ইকোয়েইজন] (noun) (১) (গণিতে) [Countable noun] সমীকরণ। (২) [Uncountable noun] equation (with) সমান করা অথবা ভারসাম্য স্থাপনের প্রক্রিয়া (যেমন, চাহিদা ও সরবরাহের ক্ষেত্রে)।