E পৃষ্ঠা ২৩
- English Word equator Bengali definition [ইকোয়েইটা(র্)] (noun) বিষুবরেখা। equatorial [একওয়াটোরিআল] (adjective) বিষুবরেখাসংক্রান্ত অথবা বিযুবরেখাসংলগ্ন।
- English Word equerry Bengali definition [ইকোয়েরি] (noun) (Plural equerries) সভাসদ; রাজপরিবারের কোনো সদস্যের সহচর; রাজকর্মচারী।
- English Word equestrian Bengali definition [ইকোয়েসট্রিআন] (adjective) অশ্বারোহণসংক্রান্ত। □ (noun) চতুর অশ্বারোহী।
- English Word equidistant Bengali definition [ঈক্ওইডিস্টান্ট্] (adjective) equidistant (from) সমদূরত্ব দ্বারা বিচ্ছিন্ন।
- English Word equilateral Bengali definition [ঈক্ওয়িল্যাটারাল্] (adjective) সমপার্শ্ববিশিষ্ট; সমভুজ।
- English Word equilibrium Bengali definition [ঈকওয়িলিব্রিআম্] [noun] [Uncountable noun] ভারসাম্য।
- English Word equine Bengali definition [এক্ওয়াইন্] (adjective) (আনুষ্ঠানিক) অশ্বসংক্রান্ত; অশ্বতুল্য।
- English Word equinoctial Bengali definition [ঈক্ওয়িনকশ্ল্] (adjective) সূর্যের বিষুবরেখা অতিক্রমের সময়সংক্রান্ত; বিষুবীয়; বিষুবকালীন।
- English Word equinox Bengali definition [ঈকওয়িনক্স্] (noun) সূর্যের বিষুবরেখা অতিক্রমের কাল- এ সময়ে দিনরাত্রি সমান হয়।
- English Word equip Bengali definition [ইকোয়িপ] (verb transitive) (equipped, equipping, equips) equip (with) সজ্জিত করা; প্রস্তুত করা: equip soldiers with arms. equipment (noun) (১) সজ্জা; প্রস্তুতি। (২) (collective noun) যন্ত্রপাতি।
- English Word equipoise Bengali definition [এক্ওয়িপইজ] [noun] [Uncountable noun] ভারসাম্য; ভারসাম্যস্থাপনকারী বস্তু; মানসিক বা আবেগের ভারসাম্য।
- English Word equitable Bengali definition [একওয়িটাব্ল়্] (adjective) ন্যায়সঙ্গত। equitably [একওয়িটাবলি] (adverb) ন্যায়সঙ্গত পন্থায়।
- English Word equity Bengali definition [এক্ওয়াটি] (১) [noun] [Uncountable noun] ন্যায়পরায়ণতা; ব্রিটিশ আইনের ভুল-সংশোধনের নীতিমালাবিশেষ। (২) (প্রায়ই (Plural) (equities) স্থায়ী সুদ নেই এমন স্টকশেয়ার।
- English Word equivalent Bengali definition [ইকোয়িভালান্ট্] (adjective) equivalent (to) সমমূল্যের; সমার্থক। □(noun) সমার্থক বস্তু: equivalent word. equivalance [ইকোয়িভালান্স্] [noun] [Uncountable noun] সমার্থকতা; সমমূল্যতা; সমতুল্যতা।
- English Word equivocal Bengali definition [ইকোয়িভাক্ল্] (adjective) (১) দ্ব্যর্থবোধক। (২) সন্দেহজনক। equivocation [ইকোয়িভাকেইশ্ন্] (noun) কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী।
- English Word era Bengali definition [ইআরা] [noun] [Countable noun] যুগ: the Mughal era.
- English Word eradicate Bengali definition [ইর্যাডিকেইট্] (verb transitive) সমূলে উৎপাটন করা; সমাপ্তি টানা; মুক্তিলাভ করা। eradcation [ইর্যাডিকেইশ্ন্] (noun) মূলোৎপাটন; রোগনিবারণ।
- English Word erase Bengali definition [ইরেইজ America(n) ইরেইস্] (verb transitive) মুছে ফেলা; নিশ্চিহ্ন করে দেওয়া। eraser [ইরেইজা(র্) America(n) ইরেইসার] (noun) ইরেজার। erasure [ইরেইজা(র্)] [noun] [Uncountable noun] যেখান থেকে কিছু ঘষে তোলা হয়েছে।
- English Word erbium Bengali definition [আবিআম্] [noun] [Uncountable noun] কোনো-কোনো খাদে ব্যবহৃত নরম ধাতব উপাদান।
- English Word ere Bengali definition [এআ(র্)] (adverb) (preposition(al)) (প্রাচীন প্রয়োগ অথবা কবিতায়) আগে (before)।