E পৃষ্ঠা ২৬
- English Word esplanade Bengali definition [এসপ্লানেইড] [noun] [Countable noun] গড়ের মাঠ; আনন্দভ্রমণ বা অশ্বারোহণের জন্য নির্মিত সমুদ্রতীরের সমতল এলাকা।
- English Word espouse Bengali definition [ইস্পাউজ্] (verb transitive) সমর্থনদান করা (কোনো মতবাদে)। espousal [ইস্পাউজ্ল] (noun) মতবাদ সমর্থন।
- English Word espresso Bengali definition [এস্প্রেসোউ] (noun) বাষ্প দ্বারা চাপ প্রয়োগের মাধ্যমে কফি তৈরির যন্ত্রবিশেষ। espresso coffee (কপিচূর্ণকে) ফুটন্ত পানির চাপ সৃষ্টির মাধ্যমে সফেন কফি প্রস্তুত করা।
- English Word esprit Bengali definition [এস্প্রী] [noun] [Uncountable noun] (ফরাসি) বুদ্ধিমত্তা। esprit de corps [এস্প্রীদাক:(র্)] (noun) গ্রুপ অথবা সমাজের সদস্যদের আনুগত্য অথবা ত্যাগের মনোভাব যা তাদের একত্র করে; স্বদলানুগত্য।
- English Word espy Bengali definition [ইস্পাই] (verb transitive) দূর থেকে দেখা বা পর্যবেক্ষণ করা।
- English Word Esquire Bengali definition [ইস্কোআইআ(র্), America(n) এসকোআইআ(র্)] (noun) সৌজন্যমূলক পদবি - যা চিঠির ঠিকানায় পারিবারিক নামের পরে ব্যবহৃত হয়; (নামের আগে Mr এর বদলে), যেমন William Shakespeare, Esq.
- English Word esraj Bengali definition [এস্রাজ] [noun] [Uncountable noun] ছড় দিয়ে বাজানো হয় এমন তারযন্ত্রবিশেষ; এসরাজ।
- English Word essay 1 Bengali definition [এসেই] (noun) প্রবন্ধ; রচনা। essayist [এসেইস্ট্] (noun) প্রাবন্ধিক।
- English Word essay 2 Bengali definition [এসেই] (verb transitive), (verb intransitive) চেষ্টা করা; পদক্ষেপ গ্রহণ করা: essay to do something. □(noun) [এসেই] (১) মূল্যমান যাচাই। (২) প্রচেষ্টা।
- English Word essence Bengali definition [এস্ন্স্] (১) [noun] [Uncountable noun] সারাংশ; মৌলিক স্বভাব অথবা কোনো বস্তুর সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণাবলি। (২) নির্যাস।
- English Word essential Bengali definition [ইসেন্শ্ল্] (adjective) (১) প্রয়োজনীয়; অপরিহার্য: Exercise is essential for health. (২) নির্যাসসংক্রান্ত; essential oils. (৩) মৌলিক: essential part. □ [noun] [Countable noun] (সাধারণত plural) মৌলিক উপাদান। essentially [ইসেনশালি] (adverb) অপরিহার্যভাবে; মূলত।
- English Word establish Bengali definition [ইস্ট্যাব্লিশ্] (verb transitive) (১) স্থাপন করা; প্রতিষ্ঠা করা। (২) প্রতিষ্ঠিত করা: He was established as a writer. (৩) কোনো বিশ্বাস, দাবি অথবা প্রথা গ্রহণে জনগণকে রাজি করানো; আইনের মাধ্যমে (কোনো গির্জাকে) জাতীয়করণ করা।
- English Word establishment Bengali definition [ইস্ট্যাব্লিশমান্ট] [noun] (১) [Uncountable noun] প্রতিষ্ঠান: the establishment of a new province. (২) [Countable noun] প্রতিষ্ঠান। (৩) the Establishment (British/Britain) সমাজের প্রতিষ্ঠিত ও প্রভাবশালী ব্যক্তিবর্গ, যারা কখনো-কখনো নতুন চিন্তা ও পরিবর্তনের বিরোধিতা করে।
- English Word estaminet Bengali definition [এস্ট্যামিনেট্ America(n) এস্টামিনেট] (noun) (ফরাসি) ছোট আকারের ফরাসি পানশালাবিশেষ; ক্যাফে; যেখানে বিয়ার, ওয়াইন ও কফি ইত্যাদি বিক্রি হয়।
- English Word estate Bengali definition [ইস্টেইট্] [noun] (১) [Countable noun] ভূসম্পত্তি; He is the owner of a large estate. estate-agent (America(n) = Realtor) জমি এবং দালান ক্রয়-বিক্রয়কারী, জমি ও বাড়ির দালাল। housing estate এমন একটি এলাকা যেখানে সরকারি বা বেসরকারি উদ্যোগে বহু বাসগৃহ নির্মিত হয়। industrial estate শিল্প এলাকা। (২) [Uncountable noun] (আইন সম্বন্ধীয়) কোনো ব্যক্তির সকল সম্পদ। real estate ভূমি ও দালান। personal estate অর্থ ও যাবতীয় সম্পদ। (৩) [Countable noun] রাজনৈতিক অথবা সামাজিক শ্রেণি: the three estates of the realm. the fourth estate সংবাদপত্র, সাংবাদিক গোষ্ঠী (মন্দার্থে)। (৪) (প্রাচীন প্রয়োগ) অবস্থা; জীবনের পর্যায়। (৫) estate car (America(n) = station-wagon) বিশেষ ধরনের মোটরযান।
- English Word esteem Bengali definition [ইস্টীম] (verb transitive) (১) (আনুষ্ঠানিক) উচ্চ ধারণা পোষণ করা; অত্যন্ত শ্রদ্ধা করা। (২) (আনুষ্ঠানিক) বিবেচনা করা; গণ্য করা। □ [noun] [Uncountable noun] শ্রদ্ধা: He is held in great esteem here.
- English Word esthetic Bengali definition [ঈস্থেটিক] (adjective) =aesthetic.
- English Word estimable Bengali definition [এস্টিমাব্ল্] (adjective) শ্রদ্ধেয়।
- English Word estimate 1 Bengali definition [এস্টিমাট্] [noun] [Countable noun] মূল্যবিচার; আনুমানিক হিসাব (ব্যয়): The architect has given me a rough estimate.
- English Word estimate 2 Bengali definition [এস্টিমেইট্] (verb transitive), (verb intransitive) estimate (at) মূল্যবিচার করা; ব্যয়, মূল্য, আকার ইত্যাদির হিসাব করা।