E পৃষ্ঠা ২৯
- English Word evacuate Bengali definition [ইভ্যাক্ইউএইট্] (verb transitive) (১) সৈন্য অপসারণ করা। (২) evacuate somebody (from) (to) স্থানান্তরিত করা (বিশেষত যুদ্ধকালে); He had evacuated his children from there. (৩) পেট খালি করা। evacuation [ইভ্যাক্ইউএইশ্ন্] [noun] [Uncountable noun] অপসারণ; স্থানান্তর; পেট খালিকরণ। evacuee [ইভ্যাকিউঈ] (noun) অপসারিত অথবা স্থানান্তরিত ব্যক্তি।
- English Word evade Bengali definition [ইভেইড্] (verb transitive) (১) কৌশলে এড়ানো। (২) কৌশলে পরিহার করা।
- English Word evaluate Bengali definition [ইভ্যালিউএইট্] (verb transitive) মূল্যায়ন করা। evaluation [ইভ্যালিউএইশ্ন্ ] (noun) মূল্যায়ন।
- English Word evanescent Bengali definition [ঈভানেস্ন্ট্, America(n) এভনেস্ন্ট্] (adjective) বিলীয়মান; বিস্মৃতিপ্রবণ। evanescence [ঈভানেস্ন্স্] (noun) বিস্মৃতি; বিলুপ্তি।
- English Word evangelical Bengali definition [ঈভ্যান্জেলিক্ল্] (adjective) (১) (খ্রিস্টান) সুসমাচার মতবাদ অনুসারে; সুসমাচার অথবা গসপেলসম্পর্কিত। (২) প্রটেস্টান্টদের মধ্যে যারা বিশ্বাস করে, যিশুখ্রিস্টের উপর বিশ্বাস রাখলেই আত্মার ত্রাণ হতে পারে।
- English Word evangelist Bengali definition [ইভ্যানজালিস্ট্] (noun) (১) সুসমাচারের চার লেখকের অন্যতম (ম্যাথু, মার্ক, লুক বা জন)। (২) সুসমাচার-প্রচারক। evangelistic [ইভ্যানজালিসটিক্] (adjective)
- English Word evaporate Bengali definition [ইভ্যাপারেইট্] (verb transitive), (verb intransitive) (১) বাষ্পে পরিণত করা; বাষ্পীভূত হওয়া। (২) কোনো পদার্থ থেকে তরল পদার্থ নিষ্কাশন করা (যেমন তাপ দিয়ে): evaporated milk. evaporation (noun) বাষ্পীভবন।
- English Word evasion Bengali definition [ইভেইজ্ন্] (noun) (১) কৌশলে পরিহার। (২) এড়িয়ে যাওয়ার কৌশল।
- English Word evasive Bengali definition [ইভেইসিভ] (adjective) এড়িয়ে যেতে সচেষ্ট। evasively (adverb) evasiveness (noun) পরিহারপ্রবণতা।
- English Word Eve Bengali definition [ঈভ] (noun) সৃষ্টিবিবরণে বাইবেল ও কোরআনে বর্ণিত প্রথম নারী বিবি হাওয়া; ঈভ।
- English Word eve Bengali definition [ঈভ] (noun) (সাধারণত ধর্মীয়) উৎসব বা ছুটির আগের দিন বা আগের সন্ধ্যা; প্রাক্কাল: on Christmas eve, ২৪ ডিসেম্বরে; a New Year’s Eve party ৩১ ডিসেম্বরের উৎসব।
- English Word even 1 Bengali definition [ঈভন্] (adjective) (১) সমতল; মসৃণ: a tennis- lawn must be even. (২) নিয়মিত; অবিচলিত; দৃঢ়মনোভাবসম্পন্ন: His work is not very even. (৩) (গণনা, দূরত্ব, মূল্যের ক্ষেত্রে) সমান: The scores are even. be/get even with somebody প্রতিশোধ গ্রহণ করা। even odds পক্ষে-বিপক্ষে সমান সুযোগ। break even (কথ্য) লাভ-লোকসান কোনোটাই না হওয়া। (৪) (সংখ্যা ক্ষেত্রে) যে সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। (৫) ভারসাম্যপূর্ণ। even-handed (adjective) ন্যায়সঙ্গত। (৬) (মেজাজের ক্ষেত্রে) শান্ত, ধীরস্থির: an even tempered boy. □ (verb transitive) even (up) সমান করা। evenness (noun)
- English Word even 2 Bengali definition [ঈভন্] (adverb) (১) এমনকি: He did not even listen to my words. (২) even if/though যদিও; তথাপি: I’ll get there even if I have to pawn my watch. (comparative -সহ) তদপেক্ষা; আরো: He works evenless than I feared. (৩) even as এমন সময়: Even as I gave the sign, the boy ran away. even now/then এ সত্ত্বেও; এমন পরিস্থিতিতে: Even now he hates me. Even then he would not accept his defeat. even so যদিও ঘটনাটি তদ্রূপ।
- English Word even 3 Bengali definition [ঈভন্] (noun) (কাব্যিক) সাঁঝ; সন্ধ্যা। evensong (noun) ইংল্যান্ডের গির্জায় সান্ধ্যপ্রার্থনা। eventide (noun) সাঁঝ; সন্ধ্যা।
- English Word even song Bengali definition [ ঈভন্সঙ্ America(n) ঈভন্সোঙ] সান্ধ্য উপাসনা সংগীত।
- English Word evening Bengali definition [ঈভনিং] [noun] (১) [Countable noun, Uncountable noun] সন্ধ্যাকাল। (preposition(al) ব্যতিরেকে) yesterday evening. (২) (attributive(ly)): evening dress (noun) সান্ধ্যকালীন আনুষ্ঠানিক পোশাক। evening paper (noun) সান্ধ্য দৈনিকপত্র। evening prayer (noun) সান্ধ্যপ্রার্থনা। the eveningstar (noun) সন্ধ্যাতারা (যেমন শুক্র, বুধ)।
- English Word event Bengali definition [ইভেন্ট্] (noun) (১) গুরুত্বপূর্ণ ঘটনা: The events of 1 9 7 1. in the natural/ normal usual course of events স্বাভাবিক ঘটনাপ্রবাহ। (২) ঘটনা। (৩) ফলাফল। at all events ফলাফল যা-ই হোক না কেন। in any event যাই ঘটুক না কেন। in either event দুটির মধ্যে যেটাই ঘটুক না কেন। in that event যদি তাই হয়। in the event এমন ক্ষেত্রে। (৪) ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম খেলা। eventful [ফল্] (adjective) ঘটনাবহুল।
- English Word eventual Bengali definition [ইভেন্চুআল্] (adjective) পরিণামস্বরূপ: His negligence and eventual failure. eventually [ইভেন্চুআলি] (adverb) অবশেষে; পরিণামে: He started gambling and eventually lost everything. eventuality [ইভেন্চুঅ্যালাটি] (noun) (Plural eventualities) [Countable noun] সম্ভাব্য ঘটনা।
- English Word ever Bengali definition [এভার] (adverb) (১) আদৌ; যদি: If you ever do this. (২) পুরাঘটিত বর্তমানকালের প্রশ্নসূচক বাক্যে: Have you ever been up in a balloon? (৩) (comparative ও superlative-এর পরে): He has been working harder then ever. (৪) (বাক্যাংশের সঙ্গে) সব সময়ে; অনবরত; নিরন্তর: for ever. (৫) (কথ্য) (জোর দেওয়ার উদ্দেশ্যে): everso, eversuch (a) (কথ্য) অত্যন্ত; যথেষ্ট। (৬) প্রশ্নবোধকের পরে জোর দেওয়ার উদ্দেশ্যে ব্যবহৃত। (৭) বিস্ময়সূচক। As if ever বিস্ময়সূচক; সন্দেহসূচক। (৮) yours ever চিঠির সমাপ্তিতে লেখা হয়।
- English Word evergreen Bengali definition [এভাগ্রীন] (noun), (adjective) চিরসবুজ; চিরহরিৎ (বৃক্ষ)। দ্রষ্টব্যdeciduous.