E পৃষ্ঠা ৩০
- English Word everlasting Bengali definition [এভালা:স্টিং America(n) এভাল্যাস্টিং] (adjective) (১) চিরস্থায়ী; নিরন্তর: everlasting glory. The Everlasting স্রষ্টা। (২) পুনরাবৃত্ত: The man and his everlasting grievances.
- English Word evermore Bengali definition [এভামো(র্)] (adverb) চিরকাল।
- English Word every Bengali definition [এভরি] (adjective) (singular noun-এর attributive(ly) ব্যবহার; all- এর plural, noun- এর ব্যবহারের সঙ্গে তুলনীয়)। (১) তুলনীয় every এবং each every ব্যবহারের সময়ে কোনো পুরো ব্যাপারের সকল এককের দিকে খেয়াল রাখা হয়, অন্যদিকে each ব্যবহারের সময় একটি এককের দিকে খেয়াল রাখা হয়: Every boy in the class (=all the boys) passed the examination. (২) all এবং plural noun-এর স্থলে ব্যবহার করা যায় না: He enjoyed every minute of his holiday. (৩) (abstract noun- এর সঙ্গে ব্যবহৃত) যথাসম্ভব; পুরোপুরি: He has every reason to do that... (৪) পরিমাণবাচক ও অবস্থানজ্ঞাপক সংখ্যা, এবং other ও few এর সঙ্গে ব্যবহৃত হয়; ঘটনা পরম্পরা অথবা বিরতি বোঝানোর জন্য। every now and then/again মাঝে মাঝে; সময় সময়। (৫) (all + proprietary name-এর পরিবর্তে) : He tries to meet her every wish. (৬) (বাক্যাংশে) every bit সম্পূর্ণ। every time (ক) সর্বদা: He quarrels every time. (খ) যখনই: Every time she visits me, she comes with this request. every one of them/us/you প্রত্যেকেই। in every way সর্বতোভাবে: He is in every way better than she. everybody [এভরিবডি]; everyone [এভরি ওয়ান] (pronoun) প্রত্যেক ব্যক্তি: in a small town every one knows every one else. every day [এভরিডেই] (comparative ও superlative -এর পরে attributive(ly) কেবল) প্রাত্যহিক; নিত্যনৈমিত্তিক; every day affairs. everyplace (America(n)) (কথ্য) সর্বত্র। everything [এভরিথিং] (pronoun) (ক) সবকিছু: He told me everything.(খ) (predicative(ly) সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু: She’s wealthy, no doubt, but wealth is not everything. everywhere [এভরিওয়েআ(র্) (adverb) সর্বত্র: He moves everywhere.
- English Word evict Bengali definition [ইভিক্ট্] (verb transitive) evict (from) আইনবলে উচ্ছেদ করা: evicted from the house. eviction [ইভিকশ্ন্] [noun] [Uncountable noun] উচ্ছেদ।
- English Word evidence Bengali definition [এভিডান্স] [noun] (১) [Uncountable noun] সাক্ষ্যপ্রমাণ। (be) in evidence সহজে দেখা যায় এমন: Signs of poverty are very much in evidence. bear/give/show evidence of লক্ষণ: abundant evidence of the tidal bore. turn Queen’s/King’s (America(n)) state’s evidence রাজসাক্ষী। (২) (Plural -এ ব্যবহৃত) ইঙ্গিত; লক্ষণ: The evidences are not sufficient. □(verb transitive) প্রমাণ করা।
- English Word evident Bengali definition [এভিডন্ট্] (adjective) (দৃষ্টি অথবা মনে মনে) সহজবোধ্য। evidently (adverb) স্পষ্টত।
- English Word evil Bengali definition [ঈভল্] (adjective) (১) দুষ্ট; পাপী; মন্দ; বদমাশ; evil-men. the Evil one শয়তান। evil-minded (adjective) অসৎ মানসিকতাসম্পন্ন। (২) ক্ষতিকারক। evil eye কুনজর; কুদৃষ্টি। □ ১ [Uncountable noun] পাপ; মন্দ কাজ। evildoer (noun) মন্দলোক। (২) [Countable noun] দুর্যোগ। be/choose the lesser of two evils দুই অসতের মধ্যে তুলনামূলকভাবে কম অসৎকে পছন্দ করা। evilly [ঈভালি] (adverb) খারাপভাবে।
- English Word evince Bengali definition [ইভিন্স্] (verb transitive) (আনুষ্ঠানিক) (আন্তরিকতা, গুণাবলি ইত্যাদি) আছে প্রমাণ করা; প্রকাশ করা।
- English Word eviscerate Bengali definition [ইভিসারেইট্] (verb transitive) নাড়িভুঁড়ি বের করে ফেলা।
- English Word evocative Bengali definition [ইভকাটিভ] (adjective) স্মৃতিজাগানিয়া।
- English Word evoke Bengali definition [ইভোউক্] (verb transitive) ডেকে আনা; স্মৃতিতে জাগিয়ে তোলা। evocation [ঈভোউকেইশ্ন্] (noun)
- English Word evolution Bengali definition [ঈভালূশ্ন্ America(n) এভলূশ্ন্] (noun) (১) [Uncountable noun] বিকাশের প্রক্রিয়া; বিবর্তনপ্রক্রিয়া: He prefers evolution to revolution. (২) প্রাণের বিকাশসংক্রান্ত বিবর্তন মতবাদ। (২) (সৈন্যদল, যুদ্ধজাহাজ অথবা নৃত্যশিল্পীদের) পরিকল্পিত পদচারণা। evolutionary [ঈভালূশানরি America(n) এভালূশানেরি] (adjective) বিবর্তনমূলক।
- English Word evolve Bengali definition [ইভল্ভ্] (verb intransitive), (verb transitive) স্বাভাবিকভাবে বিকশিত বা বিকশিত করা: The present practice evolve out of older ones.
- English Word ewe Bengali definition [ইউ] (noun) ভেড়ি। দ্রষ্টব্যram.
- English Word ewer Bengali definition [ইউআ(র্)] (noun) বড় কলসি; জগ।
- English Word ex Bengali definition [এক্স্] (noun) (কথ্য) my ex প্রাক্তন (স্বামী অথবা স্ত্রী)।
- English Word ex gratia Bengali definition [একস্গ্রেইশা] (লাতিন) ex gratia payment আইনগত কারণে নয়, নৈতিক বাধ্যবাধকতার কারণে প্রদত্ত অর্থ।
- English Word ex officio Bengali definition [এক্স্ আফিশিওউ] (adverb), (adjective) (লাতিন) পদাধিকারবলে; পদাধিকারজনিত।
- English Word ex- Bengali definition [এক্স্] (prefix) দ্রষ্টব্য পরি. ৩।
- English Word exacerbate Bengali definition [ইগ্জ্যাসাবেইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) (ব্যক্তির ক্ষেত্রে) উত্তেজিত করা; (দুঃখের, রোগের, ঘটনার ক্ষেত্রে) আরো খারাপের দিকে যাওয়া। exacerbation [ইগাজ্যাসাবেইশন] (noun) বিরক্তি; অবনতি।