E পৃষ্ঠা ৩৪
- English Word exhaust 1 Bengali definition [ইগ্জোস্ট্] [noun] [Uncountable noun] ইনজিন বা মেশিন থেকে অনাবশ্যক বাষ্পাদির নির্গমপথ। exhaust-pipe (noun) যে নল দ্বারা উক্ত বাষ্পাদি নির্গত হয়; নির্গম নল।
- English Word exhaust 2 Bengali definition [ইগ্জোস্ট্] (verb transitive) (১) সম্পূর্ণরূপে ব্যয় করে ফেলা: to exhaust one’s energy. (২) খালি করা। (৩) কোনো বিষয়ে যা বলার বা জানার তা নিঃশেষে বলে বা জেনে ফেলা: to exhaust a subject.
- English Word exhaustion Bengali definition [ইগ্জোসশান্] [noun] [Uncountable noun] নিঃশেষিত অবস্থা; চরম পরিশ্রান্তি।
- English Word exhaustive Bengali definition [ইগ্জোসটিভ্] (adjective) সম্পূর্ণ; পুঙ্খানুপুঙ্খ। exhaustively (adverb)
- English Word exhibit 1 Bengali definition [ইগ্জিবিট্] [noun] [Countable noun] (১) প্রদর্শন সামগ্রী। (২) আদালতে প্রমাণ হিসেবে পেশকৃত দলিল বা কোনো বস্তু। (৩) (America(n)) প্রদর্শনী।
- English Word exhibit 2 Bengali definition [ইগ্জিবিট্] (verb transitive) (১) জনসমক্ষে বিক্রয়, প্রতিযোগিতা, আনন্দ ইত্যাদির জন্য প্রদর্শন করা: exhibit paintings. (২) কোনো গুণের সুস্পষ্ট পরিচয় তুলে ধরা। exhibitor (noun) প্রদর্শনকারী; প্রদর্শক।
- English Word exhibition Bengali definition [এক্সিবিশ্ন্] (noun) (১) প্রদর্শনী; জনসমক্ষে প্রদর্শিত বস্তুর (যেমন-চিত্র) সমাহার; বাণিজ্যিক বা শিল্পদ্রব্যের প্রদর্শন। (২) প্রদর্শন; জাহির: exhibition of one’s strength. (৩) (British/Britain) স্কুল-কলেজের ছাত্রকে প্রদত্ত বৃত্তি। exhibitioner (noun) ঐ বৃত্তিপ্রাপ্ত ছাত্র। exhibitionism [noun] [Uncountable noun] নিজেকে জাহির করার প্রবণতা। exhibitionist (noun) নিজেকে জাহির করতে ব্যগ্র ব্যক্তি।
- English Word exhilarate Bengali definition [ইগ্জিলারেইট্] (verb transitive) (কর্মবাচ্যে) উৎফুল্ল করা; উল্লসিত করা। exhilaration [ইগ্জিলারেইশ্ন্] (noun) উল্লাস।
- English Word exhort Bengali definition [ইগজোট্] (verb transitive) exhort somebody to something/to do something সনির্বন্ধ অনুরোধ করা; বিশেষভাবে উপদেশ দেওয়া বা উদ্বুদ্ধ করা। exhortation [এক্সোটেইশ্ন্] (noun) সনির্বন্ধ অনুরোধ; উপদেশ; পরামর্শ; প্রেরণাদান।
- English Word exhume Bengali definition [এক্সহিউম America(n) ইগ্জূম্] (verb transitive) কবর থেকে (মৃতদেহ) তুলে আনা (পরীক্ষার জন্য)। exhumation [একস্হিউমেইশ্ন্] [noun] [Uncountable noun] কবর খুঁড়ে তুলে আনার ঘটনা।
- English Word exigency Bengali definition [একসিজেন্সি] (noun) (Plural exigencies) [Countable noun] জরুরি প্রয়োজন; জরুরি অবস্থা। exigent (adjective) (১) জরুরি। (২) অত্যধিক দাবি করে এমন।
- English Word exiguous Bengali definition [এগ্জিগিউআস্] (adjective) পরিমিত; সামান্য।
- English Word exile Bengali definition [এক্সাইল্] (noun) [noun] (১) [Uncountable noun] নির্বাসন। (২) [Countable noun] নির্বাসিত ব্যক্তি। □(verb transitive) নির্বাসিত করা।
- English Word exist Bengali definition [ইগজিস্ট্] (verb transitive) (১) অস্তিমান বা বিদ্যমান থাকা; অস্তিত্ব থাকা। (২) টিকে থাকা। existence [noun] [Uncountable noun] (১) অস্তিত্ব; বিদ্যমানতা। (২) জীবনযাত্রা: lead a happy existence. existent [ইগজিস্টান্ট্] (adjective) অস্তিমান; বিদ্যমান; বাস্তব।
- English Word existentialism Bengali definition [এগ্জিস্টেন্শালিজাম্] (noun) ড্যানিশ দার্শনিক কিয়র্কেগার্ড (১৮১৩-৫৫) থেকে উদ্ভূত এবং ফরাসি দার্শনিক ও সাহিত্যিক সার্ত্রে (১৯০৫-৮০) কর্তৃক প্রচারিত এই মতবাদ যে, নির্লিপ্ত ও প্রতিকূল বিশ্বে মানুষ এক অনন্য নিঃসঙ্গ প্রাণী, যে নিজ কর্মের জন্য দায়ী এবং নিজ নিয়তি নির্ধারণের ব্যাপারে স্বাধীন; অস্তিত্ববাদ।
- English Word exit Bengali definition [এক্সিট্] (noun) (১) মঞ্চ থেকে অভিনেতা বা অভিনেত্রীর প্রস্থান: make one’s exit, (প্রস্থান করা)। (২) (সিনেমা হল, সভাকক্ষ ইত্যাদি থেকে) বের হওয়ার পথ; নিষ্ক্রমণ দ্বার।
- English Word exodus Bengali definition [এক্সাডাস্] (noun) বহুলোকের একত্রে বহির্গমন; অভিনিষ্ক্রমণ। the Exodus (আনুমানিক) খ্রি.পূ. ১৩০০ অব্দে মিসর থেকে ইসরাইলীয়দের দলবদ্ধ প্রস্থান।
- English Word exonerate Bengali definition [ইগ্জনারেইট্] (verb transitive) exonerate somebody (from) (অভিযোগাদি হতে) মুক্তি দেওয়া। exoneration [ইগ্জনারেইশ্ন্] (noun) (অভিযোগাদি থেকে) মুক্তি।
- English Word exorbitant Bengali definition [ইগ্জোবিটান্ট্] (adjective) (মূল্য, দাবি ইত্যাদি প্রসঙ্গে) অত্যধিক; মাত্রাতিরিক্ত। exorbitantly (adverb) exorbitance [ইগ্জোবিটান্স্] (noun) আধিক্য।
- English Word exorcise Bengali definition [এক্সোসাইজ্] (verb transitive) exorcise (something from)/(somebody of) মন্ত্রাদির সাহায্যে (ভূতপ্রেতাদিকে) দূরীভূত করা।