E পৃষ্ঠা ৩৫
- English Word exotic Bengali definition [ইগ্জোটিক্] (adjective) (১) (গাছপালা, ফ্যাশন, শব্দ, ভাবধারা ইত্যাদি প্রসঙ্গে) বিদেশি, বহিরাগত। (২) অদ্ভুত; উদ্ভট; বিচিত্র; চমকপ্রদ।
- English Word expand Bengali definition [ইকসপ্যান্ড্] (verb transitive), (verb intransitive) (১) প্রসারিত করা বা হওয়া। (২) ছড়ানো বা ছড়িয়ে পড়া; প্রস্ফুটিত হওয়া; বিস্তারিত হওয়া। (৩) (ব্যক্তি) খোশমেজাজি হওয়া।
- English Word expanse Bengali definition [ইক্স্প্যান্স্] [noun] [Countable noun] বিস্তৃত এবং উন্মুক্ত এলাকা।
- English Word expansion Bengali definition [ইকস্প্যান্শ্ন্] [noun] [Uncountable noun] বিস্তার; বিস্তারণ; প্রসারণ।
- English Word expansive Bengali definition [ইক্স্প্যানসিভ] (adjective) (১) প্রসারণশীল; বিস্তারণসাধ্য। (২) (ব্যক্তি, কথা ইত্যাদি প্রসঙ্গে) উচ্ছল; উচ্ছলিত; উচ্ছলতাপূর্ণ। expansively (adverb) expansiveness (noun)
- English Word exparte Bengali definition [এক্স্পা(র্)টি] (লাতিন) (adjective), (adverb) একতরফা।
- English Word expatiate Bengali definition [ইক্স্পেইশিএইট্] (verb transitive) expatiate upon (আনুষ্ঠানিক) সবিস্তারে লেখা বা আলোচনা করা।
- English Word expatriate Bengali definition [এক্স্প্যাটরিআট America(n) এক্স্পেইট্রিআট] (noun) প্রবাসী ব্যক্তি। □(verb transitive) expatriate oneself বিদেশে বসবাসের উদ্দেশ্যে নিজ দেশ ত্যাগ করা; নাগরিকত্ব ত্যাগ করা।
- English Word expect Bengali definition [ইক্স্পেক্ট্] (verb transitive) প্রত্যাশা করা; অনুমান করা। expectancy [ইক্স্পেক্টানসি] (noun) প্রত্যাশা। expectant (adjective) প্রত্যাশী; প্রত্যাশিত expectant mother: সন্তানসম্ভবা মাতা। expectantly (adverb) প্রত্যাশিতভাবে। expected (adjective) প্রত্যাশিত।
- English Word expectation Bengali definition [এক্স্পেক্টেইশ্ন্] [noun] [Uncountable noun] (১) প্রত্যাশা; প্রতীক্ষা। (২) (প্রায়ই plural) প্রত্যাশিত বস্তু। beyond expectation প্রত্যাশার বাইরে; আশাতিরিক্ত। contrary to expectation(s) আশার বিপরীত। fall short of/not come up to one’s expectation(s) আশানুরূপ না-হওয়া; প্রত্যাশিত ফললাভ না-করা। (৩) (plural) ভবিষ্যৎ সম্ভাবনা (বিশেষত উত্তরাধিকারসূত্রে প্রাপ্তির সম্ভাবনা)। expectation of life প্রত্যাশিত আয়ু; সম্ভাব্য জীবনকাল।
- English Word expectorate Bengali definition [ইক্সপেক্টারেইট্] (verb transitive), (verb intransitive) (আনুষ্ঠানিক) মুখ থেকে জোর করে নির্গত করানো; কাশির সাহায্যে গলা বা ফুসফুস থেকে (শ্লেষ্মাদি) তুলে ফেলা। expectorant [ইক্সপেক্টারান্ট্] (noun) কাশির সাহায্যে শ্লেষ্মা বের করার সহায়ক ওষুধ।
- English Word expedient Bengali definition [ইক্স্পীডিআনট্] (adjective) উদ্দেশ্যসাধনের পক্ষে উপযোগী; নীতিবিরোধী হলেও সুবিধাজনক। □ [noun] [Countable noun] উপযোগী বা সুবিধাজনক পরিকল্পনা, কৌশল ইত্যাদি। expediently (adverb) expedience, expediency (noun(s)) [Uncountable noun] উপযুক্ততা, সুযোগ, নিজের স্বার্থ বা নিজের সুবিধা।
- English Word expedite Bengali definition [এক্স্পিডাইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) অগ্রগতিতে সহায়তা করা; (কার্যাদি) ত্বরান্বিত করা।
- English Word expedition Bengali definition [এক্স্পিডিশন্] (noun) (১) [Countable noun] নিদিষ্ট উদ্দেশ্যে ভ্রমণ বা অভিযান। (২) [Uncountable noun] (আনুষ্ঠানিক) তৎপরতা; দ্রুতি; ত্বরা। expeditionary [এক্স্পিডিশানারি America(n) এক্স্পিডিশানেরি] (adjective) অভিযানমূলক।
- English Word expeditious Bengali definition [এক্স্পিডিশাস্] (adjective) (আনুষ্ঠানিক) দ্রুত কার্যকর, তৎপর ও দক্ষ। expeditiously (adverb)
- English Word expel Bengali definition [ইক্সপেল] (verb transitive) expel (from) বহিষ্কার বা বিতাড়িত করা।
- English Word expend Bengali definition [ইক্সপেন্ড্] (verb transitive) expend something (on/upon something/in doing something) (১) ব্যয় করা। (২) ব্যবহারের মাধ্যমে নিঃশেষিত করে ফেলা। expendably (adjective) ব্যয়সাধ্য; বিশেষ উদ্দেশ্যসাধনের জন্য ত্যাগ করা বা উৎসর্গ করা যায় এমন।
- English Word expenditure Bengali definition [ইক্সপেনডিচা(র্)] (noun) ১ [Uncountable noun] ব্যয়। (২) [Countable noun, Uncountable noun] ব্যয়ের পরিমাণ।
- English Word expense Bengali definition [ইক্স্পেন্স্] [noun] [Uncountable noun] (১) ব্যয়; খরচ; মূল্য। at the expense of (কোনো কিছুর) মূল্যে: He built up a successful business but at the expense of his health. go to/put somebody to the expense of কোনো ব্যাপারে অর্থ ব্যয় করা। expense account খরচের হিসাব। (২) (সাধারণত plural) কোনো কিছুর জন্য ব্যয়িত অর্থ।
- English Word expensive Bengali definition [ইক্সপেন্সিভ] (adjective) ব্যয়সাধ্য; ব্যয়বহুল; দামি। expensively (adverb)