E পৃষ্ঠা ৩২
- English Word excess 2 Bengali definition [এক্সেস্] (adjective) অতিরিক্ত; বাড়তি: excess postal charges for additional weight.
- English Word exchange 1 Bengali definition [ইক্স্চেইন্জ্] (noun) (১) [Countable noun, Uncountable noun] বিনিময়; (-এর কাজ): of a pen for something. (২) [Uncountable noun] এক দেশের মুদ্রার পরিবর্তে অন্য দেশের মুদ্রা প্রদান ও গ্রহণ; বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে মূল্যগত সম্পর্ক: the rate of exchange. বিনিময় হার। exchange Control মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা; স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার সংরক্ষণের ব্যবস্থা। (৩) ব্যবসায়ী ও বিনিয়োগকারীগণ যে স্থানে ব্যবসা উপলক্ষে মিলিত হন। (৪) বিদেশি মুদ্রা ভাঙানোর দফতর। (৫) telephone exchange টেলিফোন সংযোগ নিয়ন্ত্রণ অফিস।
- English Word exchange 2 Bengali definition [ইক্স্চেইন্জ্] (verb transitive) বিনিময় করা। exchange blows মারামারি করা। exchange words ঝগড়া করা বা কথা কাটাকাটি করা। exchangeable [ইক্স্চেইন্জ্ব্ল্] (adjective) বিনিময়যোগ্য; বিনিমেয়।
- English Word exchequer Bengali definition [ইক্স্চেকা(র্)] (noun) (১) the exchequer (British/Britain) সরকারি বাজার দফতর। Chancellor of the exchequer রাজস্ব দফতরের মন্ত্রী; অর্থমন্ত্রী। (২) অর্থ সরবরাহ; সরকারি অর্থভাণ্ডার।
- English Word excise 1 Bengali definition [এক্সাইজ্] [noun] [Uncountable noun] দেশে উৎপন্ন; বিক্রীত অথবা ব্যবহৃত কোনো কোনো দ্রব্যের উপর ধার্য সরকারি কর বা শুল্ক; অন্তঃশুল্ক।
- English Word excise 2 Bengali definition [ইক্সাইজ] (verb transitive) (আনুষ্ঠানিক) কেটে ফেলা; কর্তনের মাধ্যমে অপসারিত করা। excision [ইক্সিজন্] [noun] [Uncountable noun] কর্তন; ছেদন; [Countable noun] কর্তিত বস্তু।
- English Word excite Bengali definition [ইক্সাইট্] (verb transitive) (১) excite (to) আন্দোলিত করা; উত্তেজিত করা; আবেগকম্পিত করা। (২) excite (in somebody) সাড়া জাগানো। (৩) (শরীরের অঙ্গাদি) সক্রিয় করা। excitable [ইকসাইটাব্ল্] (adjective) সহজে উত্তেজিত বা আন্দোলিত করানো যায় এমন; উত্তেজনসাধ্য। excitability [ইকসাইটাবিলাটি] (noun) উত্তেজনসাধ্যতা; excitedly (adverb) উত্তেজিতভাবে।
- English Word excitement Bengali definition [ইক্সাইট্মানট্] (noun) (১) [Uncountable noun] উত্তেজনা। (২) [Countable noun] উত্তেজক বস্তু, ঘটনা, বিষয় ইত্যাদি।
- English Word exclaim Bengali definition [ইক্সক্লেইম্] (verb transitive), (verb intransitive) (বেদনা, ক্রোধ, বিস্ময় ইত্যাদিতে) অকস্মাৎ উক্তি করে ওঠা।
- English Word exclamation Bengali definition [এক্সক্লামেইশ্ন্] (noun) (১) বিস্ময়, বেদনা ইত্যাদির কারণে আকস্মিক চিৎকার। (২) বিস্ময় প্রকাশের জন্য বাক্যের মধ্যে বা শেষে যতিচিহ্ন।
- English Word exclamatory Bengali definition [ইক্সক্ল্যামাটরি America(n) ইক্সক্ল্যামাটোরি] (adjective) আকস্মিক চিৎকার প্রকাশ; বিস্ময়সূচক an exclamatory sentence.
- English Word exclude Bengali definition [ইক্সক্লূড] (verb transitive) exclude (from) (১) (কাউকে কোথাও ঢুকতে বা অধিকার লাভ করার ব্যাপারে) বাধা দেওয়া: exclude somebody from membership of a club. (২) বাদ দেওয়া। exclusion [ইক্সক্লুজ্ন] [noun] [Uncountable noun] exclude (from) বাধাদান, বাদ; বর্জন; ব্যতিক্রম।
- English Word exclusive Bengali definition [ইক্সক্লুসিভ্] (adjective) (কোনো দল বা সমিতি সম্বন্ধে) নতুন সদস্য গ্রহণে অনাগ্রহী; বর্জনকর; বিশিষ্ট; অনন্য; একচেটিয়া। exclusive of ব্যতীত; বাদ দিয়ে। exclusively (adverb)
- English Word excommunicate Bengali definition [এক্স্কামিউনিকেইট্] (verb transitive) (শাস্তিস্বরূপ) গির্জা বা ধর্মসম্প্রদায় থেকে বহিষ্কার করা; excommunication [noun] [Uncountable noun] গির্জা বা ধর্মসম্প্রদায় থেকে বহিষ্কার; [Countable noun] ঐ ধরনের বহিষ্কারের ঘটনা।
- English Word excrement Bengali definition [এক্স্ত্রুামান্ট্] [noun] [Uncountable noun] পশুবিষ্ঠা।
- English Word excrescence Bengali definition [ইক্স্ক্রেস্ন্স্ ] [noun] [Countable noun] প্রাণিদেহে বা সবজির গায়ে অস্বাভাবিক (সচরাচর কদাকার ও অপ্রয়োজনীয়) বৃদ্ধি; উপবৃদ্ধি।
- English Word excreta Bengali definition [ইক্স্ক্রীটা] (noun) (plural) দেহ থেকে নির্গত (বিষ্ঠা, মূত্র, ঘাম ইত্যাদি) বর্জ্যপদার্থ।
- English Word excrete Bengali definition [ইক্স্ক্রীট্] (verb transitive) প্রাণী বা উদ্ভিদদেহ থেকে ঘাম ও অন্যান্য বর্জ্যপদার্থ নিঃসরণ করা। excretion (noun) ঘর্ম, মল ইত্যাদি নিঃসরণ; নিঃসৃত মল, ঘর্ম ইত্যাদি।
- English Word excruciating Bengali definition [ইকসক্রূশিয়েইটিঙ্] (adjective) (দৈহিক বা মানসিক ব্যথা সম্বন্ধে) তীব্র যন্ত্রণাদায়ক। excruciatingly (adverb)
- English Word exculpate Bengali definition [এক্স্কাল্পেইট্] (verb transitive) exculpate (from) অভিযোগাদি থেকে নিষ্কৃতি দেওয়া।