E পৃষ্ঠা ৩৩
- English Word excursion Bengali definition [ইক্সকাশ্ন্ America(n) ইক্সকাজন] [Countable noun] সংক্ষিপ্ত ভ্রমণ (বিশেষত দল বেঁধে); বহির্গমন; প্রমোদভ্রমণ। excursion ticket হ্রাসকৃত মূল্যে প্রদত্ত টিকিট।
- English Word excuse 1 Bengali definition [ইক্স্কিউস্] [noun] [Countable noun] কৈফিয়ত; রেহাই পাওয়ার জন্য প্রদর্শিত ওজর; অব্যাহতি।
- English Word excuse 2 Bengali definition [ইক্স্কিউজ্] (verb transitive) কৈফিয়ত দিতে চেষ্টা করা বা ওজর দেখানো: to excuse one’s failure; ত্রুটি ইত্যাদি উপেক্ষা করা; দায়িত্ব, শাস্তি ইত্যাদি থেকে অব্যাহতি দেওয়া; ক্ষমা করা; মাফ করা। excusable [ইক্সকিউজাব্ল্] (adjective) ক্ষমা করার যোগ্য; অব্যাহতি পাওয়ার যোগ্য। excusably (adverb)
- English Word exdirectory Bengali definition [এক্স্ডিরেক্টারি] (adjective) (টেলিফোন নম্বর) টেলিফোননির্দেশিকা বহির্ভূত ( গোপনীয়তা বা নিরাপত্তায়)।
- English Word execrable Bengali definition [এক্সিক্রাব্ল্] (adjective) খুব খারাপ, জঘন্য।
- English Word execrate Bengali definition [এক্সিক্রেইট্] (verb transitive) ঘৃণা করা; অভিশাপ দেওয়া। execration (noun) অভিসম্পাত; ঘৃণা বা জঘন্য বস্তু।
- English Word execute Bengali definition [এক্সিকিউট্] (verb transitive) (১) সম্পাদন করা; নির্বাহ করা। (২) (আইনে) কার্যকর করা; চালু করা। (৩) আইনবলে প্রাণবধ করা। executant [ইগজেক্যুটান্ট্] (noun) কার্যনির্বাহক; সংগীত ইত্যাদি সম্পাদনকারী ব্যক্তি।
- English Word execution Bengali definition [এক্সিকিউশ্ন্] (noun) (১) (পরিকল্পিত কার্যাদি) সম্পাদন। put something into execution কিছু সম্পন্ন করা; পরিকল্পনা অনুযায়ী সমাপ্ত করা। (২) সংগীত ইত্যাদি সম্পাদনে দক্ষতা। (৩) মৃত্যুদণ্ড প্রদান বা কার্যকরীকরণ। executioner (noun) সরকারি ঘাতক বা জল্লাদ।
- English Word executive Bengali definition [ইগজেক্যুটিভ] (adjective) সম্পাদনকারী; নির্বাহী; কার্যনির্বাহী; শাসনমূলক। □ (noun) নির্বাহী কর্মকর্তা।
- English Word executor Bengali definition [ইগ্জেক্যুটা(র্)] (noun) উইল কার্যকর করার ভারপ্রাপ্ত ব্যক্তি; নির্বাহক। executrix [ইগজেক্যুট্রিক্স্] (noun) মহিলা নির্বাহক।
- English Word exegesis Bengali definition [এক্সিজীসাস্] [noun] [Uncountable noun] (কোনো লিখিত পুস্তকের) ব্যাখ্যা। exegetical (adjective) ব্যাখ্যামূলক।
- English Word exemplary Bengali definition [ইগ্জেমপ্লারি] (adjective) আদর্শস্বরূপ; দৃষ্টান্তমূলক: exemplary conduct/ punishment.
- English Word exemplify Bengali definition [ইগ্জেম্প্লিফাই] (verb transitive) (past tense, past participle exemplified) উদাহরণসহ ব্যাখ্যা করা; দৃষ্টান্তস্বরূপ হওয়া। exemplification (noun) উদাহরণসহ ব্যাখ্যাকরণ; দৃষ্টান্ত।
- English Word exempt Bengali definition [ইগ্জেম্ট্] (verb transitive) exempt from (বাধ্যবাধকতা ইত্যাদি থেকে) রেহাই বা অব্যাহতি দেওয়া। □(adjective) রেহাইপ্রাপ্ত; দায়মুক্ত। exemption [ইগ্জেম্পশ্ন্] [noun] [Uncountable noun] অব্যাহতি; রেহাই; দায়মোচন।
- English Word exercise 1 Bengali definition [এক্সাসাইজ্] (noun) (১) [Uncountable noun] অনুশীলন; চর্চা। (২) [Countable noun] কর্মতৎপরতা। (৩) [plural] সামরিক কুচকাওয়াজ। (৪) [plural, America(n)] অনুষ্ঠানমালা।
- English Word exercise 2 Bengali definition [এক্সাসাইজ্] (verb transitive), (verb intransitive) (১) অনুশীলন করা বা করানো। (২) নিয়োগ করা; প্রয়োগ করা: exercise authority over somebody. (৩) হতবুদ্ধি করা; মনকে পীড়ন করা; He is exercised about the future plan.
- English Word exert Bengali definition [ইগ্জাট্] (১) exert (on/upon) প্রয়োগ করা, প্রদর্শন করা। (২) exert oneself সচেষ্ট হওয়া।
- English Word exertion Bengali definition [ইগ্জাশ্ন্ America(n) ইগ্জাজন্] (noun) প্রচেষ্টা; প্রয়াস: All my exertions failed.
- English Word exeunt Bengali definition [এক্সিআন্ট্] (noun) (লাতিন) (মঞ্চনির্দেশনায়) অভিনেতা/অভিনেত্রীর মঞ্চ ত্যাগ (প্রস্থান) দ্রষ্টব্য exit.
- English Word exhale Bengali definition [এক্স্হেইল্] (verb transitive), (verb intransitive) নিশ্বাসের সঙ্গে (বাতাস) বের করে দেওয়া; (গ্যাস, বাষ্প ইত্যাদি) নিঃসৃত করা বা হওয়া। exhalation (noun) নিশ্বাসের সঙ্গে বাতাস ত্যাগ; গ্যাস, বাষ্প ইত্যাদি নিঃসারণ; নিঃসৃত বস্তু।