E পৃষ্ঠা ৩৭
- English Word explosion Bengali definition [ইক্স্প্লোউজন] [noun] [Countable noun] (১) বিস্ফোরণ; বিস্ফোরণজনিত প্রচণ্ড আওয়াজ: a bome explosion. (২) explosion (of) আকস্মিক বহিঃপ্রকাশ: explosion of laughter, explosion of anger. বহুল পরিমাণে আকস্মিক বৃদ্ধি: population explosion.
- English Word explosive Bengali definition [ইক্স্প্লোউসিভ] (noun) বিস্ফোরক; বিস্ফোরক পদার্থ। □ (adjective) বিস্ফোরক; বিস্ফোরণধর্মী। explosively (adverb)
- English Word expo Bengali definition [এক্স্পোউ] (noun) (পণ্যাদির) আন্তর্জাতিক প্রদর্শনী।
- English Word exponent Bengali definition [ইকস্পোউনান্ট্] (noun) exponent (of) (১) প্রকাশ বা ব্যাখ্যাকারী ব্যক্তি বা বস্তু; প্রতিনিধিত্ব বা উদাহরণ হিসেবে উপস্থাপনীয় ব্যক্তি বা বস্তু: He was a great exponent of this theory. (২) (বীজগণিত) গুণনীয়কের শক্তিচিহ্ন, সূচক: In a 3, the figure 3 is the exponent; in xn, the symboln is the exponent.
- English Word export 1 Bengali definition [একস্পোট্] (১) [noun] [Uncountable noun] রপ্তানি। (২) [Countable noun] রপ্তানিকৃত দ্রব্য।
- English Word export 2 Bengali definition [ইক্স্পোট্] (verb transitive) রপ্তানি করা। exporter (noun) রপ্তানিকারক। exportable (adjective) রপ্তানিযোগ্য। exportation [এক্স্পেটেইশ্ন্] [noun] [Uncountable noun] পণ্যের রপ্তানি; রপ্তানিকৃত পণ্য।
- English Word expose Bengali definition [ইক্স্পোউজ] (verb transitive) expose (to) (১) অনাবৃত করা; খোলা বা অসংরক্ষিত রাখা। (২) প্রদর্শন বা পরিচিত করা। (৩) (আলোকচিত্র) ফিল্ম ইত্যাদিতে আলো ঢুকতে দেওয়া।
- English Word exposé 1 Bengali definition [এক্স্পোউজেই America(n) এক্স্পাজেই] (noun) (১) তথ্যাদি বা বিশ্বাসসংক্রান্ত বিবরণ। (২) জনসমক্ষে অপকীর্তিসমূহের প্রকাশ।
- English Word exposition Bengali definition [এক্স্পাজিশ্ন্] (১) [noun] [Uncountable noun] ব্যাখ্যাকরণ; (তত্ত্ব, পরিকল্পনা ইত্যাদির) ব্যাখ্যা; প্রদর্শন; ব্যাখ্যাসহ কোনো কিছু প্রদর্শন। (২) [Countable noun] (সংক্ষেপ Expo) পণ্যাদির প্রদর্শনী।
- English Word expostulate Bengali definition [ইক্স্পস্চ্যুলেইট্] (verb intransitive) expostulate (with somebody) (on/about something) মৃদু ভর্ৎসনা বা অনুযোগ করা; যুক্তি দেখানো বা তর্ক করা। expostulation [noun] [Countable noun, Uncountable noun] অনুযোগ; যুক্তি প্রদর্শন।
- English Word exposure Bengali definition [ইক্স্পোজা(র্)] (noun) (১) অনাবৃতকরণ; প্রকাশিতকরণ; প্রদর্শন। (২) (আলোকচিত্র) সূর্যালোকসম্পাত বা সূর্যালোকসম্পাতের কাল। (৩) অনাবৃত বা প্রকাশিতকরণের ঘটনা। exposuremeter (noun) (আলোকচিত্র) দীপন পরিমাপের এবং ফিল্মে সঠিক আলোকসম্পাতকাল নির্দেশের যন্ত্র।
- English Word expound Bengali definition [ইক্স্পাউন্ড্] (verb transitive) expound (to) ব্যাখ্যা করা; বিস্তারিত বর্ণনার সাহায্যে অর্থ পরিষ্কার করা।
- English Word express 1 Bengali definition [ইক্স্প্রেস্] (adjective) (১) পরিষ্কারভাবে এবং সুনির্দিষ্টভাবে বর্ণিত: an express command. (২) দ্রুতগামী: an expresstrain. expressway (noun) (America(n)) দ্রুতগতিতে গাড়ি চলাচলের সড়ক। expressly (adverb) (১) সুস্পষ্টভাবে। (২) বিশেষভাবে; বিশেষ উদ্দেশ্যে।
- English Word express 2 Bengali definition [ইক্স্প্রেস্] (noun) (১) দ্রুতগামী ট্রেন: Karnaphuli Express. (২) (America(n)) মালামাল দ্রুত ও নিরাপদে সরবরাহ করার দায়িত্ব পালনকারী কোম্পানি। (৩) ডাক, রেল ইত্যাদির দ্রুত মালামাল পরিবহন ব্যবস্থা: express delivery; express fee.
- English Word express 3 Bengali definition [ইক্স্প্রেস] (verb transitive) (১) প্রকাশ করা; কথা, লেখা ও আচরণে দেখানো: to express one’s opinion. (২) (চিঠি মালপত্র) দ্রুত পৌঁছাতে বিশেষ ব্যবস্থায় পাঠানো। (৩) express (from/out of) (আনুষ্ঠানিক) চাপ প্রয়োগে নির্যাসাদি বের করা।
- English Word expression Bengali definition [ইক্স্প্রেশ্ন্] (noun) প্রকাশ; অভিব্যক্তি; প্রকাশ বা অভিব্যক্তির উপায়, শব্দ বা কথা; (গণিত.) একটি রাশিপ্রকাশ প্রতীকগুচ্ছ, যেমন 2a 2b. expressionless (adjective) প্রকাশহীন; ভাবলেশহীন।
- English Word expressionism Bengali definition [ইক্স্প্রেশানিজাম্] [noun] [Uncountable noun] (চিত্রকলা, সংগীত) আবেগনির্ভর অভিজ্ঞতার প্রতীকী প্রকাশ; অভিব্যক্তিবাদ। expressionist [ইক্স্প্রেশানিইস্ট্] (noun)
- English Word expressive Bengali definition [ইক্স্প্রেসিভ] (adjective) expressive (of) প্রকাশক; অভিব্যক্তিপূর্ণ; ভাবপূর্ণ। expressively (adverb)
- English Word expropriate Bengali definition [এক্স্প্রোউপ্রিইট্] (verb transitive) expropriate (from) দখলচ্যুত করা। expropriation [noun] [Uncountable noun]
- English Word expulsion Bengali definition [ইক্স্পালশ্ন্] (noun) expulsion (from) বহিষ্কার; বিতাড়ন: the expulsion of a student from the University.